অ্যাপশহর

চল্লিশ টপকে চালশে অথচ হাত ধরার কেউ নেই? ডোন্ট পরোয়া!

সবাইকে যে সংসারের মায়াজালে বেঁধে রাখতে হবে এমন নয়। নিজের মতো করে জীবন কাটানোর অধিকার কিন্তু সকলের রয়েছে। তাই বিয়ে, সংসার, শ্বশুরবাড়ির সমস্যা ইচ্ছে হলে এড়িয়ে যান।

Curated byরেশমী প্রামাণিক | EiSamay.Com 14 Sep 2021, 6:20 pm
বরাবরই মন খুলে বাঁচতে ভালোবাসে রিঙ্কি। কোনও দিনই কোনও রকম বাধা ওকে আটকে রাখতে পারেনি। বাবা-মায়ের একমাত্র মেয়ে রিঙ্কি প্রথম থেকেই ঠিক করে রেখেছিল নিজের মতো করে বাঁচবে। স্নাতক পেরিয়ে প্রথম সোলো ট্রিপ, পছন্দের চাকরি, দুম করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা- প্রতিবেশী, আত্মীয়রা একটু বাঁকা চোখেই তাকিয়েছিল। 'মেয়ের কেন বিয়ে দেবে না, অনেক তো বয়স হল' এসব প্রশ্নও স্রোতের মতো ভেসে এসেছিল কিন্তু রিঙ্কির তাতে থোড়াই কেয়ার। ওসব কিছুকে সাইড কাটিয়ে দিব্যি নিজের মতো করে চলছে। আর মা-বাবা কোনও দিন মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি। বরং সব সময় মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। কোনও কিছু খারাপ লাগলে সেটাও অবশ্য বলেছেন। রিঙ্কি এখন ৪০। শহরের এক নামজাদা কফি শপের কর্ত্রী। সেই সঙ্গে ১৫ জনের কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছে। আসলে রিঙ্কির মতো এমন অনেকেই আছেন। বিয়ে জীবনের লক্ষ্য নয় কিংবা বিয়েতেই জীবনের ইতি নয়। তেমনই সবাইকে যে একটা সময়ের মধ্যেই বিয়ে করতে হবে এমনটাও কোথাও লেখা নেই। প্রেম না করে, বিয়ে না করেও দিব্যি থাকা যায়। তাই চল্লিশে চালশে নয়, নিজের উপর ভরসা রেখেই কাটিয়ে দিন বাকি জীবনটা। বরং উপভোগ করুন মুহূর্তগুলো।
EiSamay.Com reasons being single in your 40s
চল্লিশ টপকে চালশে অথচ হাত ধরার কেউ নেই? ডোন্ট পরোয়া!


কারোর কাছে জবাবদিহি নয়

যা করছেন, বেশ করছেন আর নিজের ইচ্ছেয় করেছেন। তাই কারোর কাছে কোনও রকম জবাবদিহি করবেন না। বরং নিজেকে নিয়ে সুখে থাকুন। নিজের সিদ্ধান্ত নিজে নিন।

স্বপ্নের চাকরি

বিয়ে, সংসার এবং সন্তানের জাঁতাকলে পড়লে অনেক সময়ই অনেক স্বপ্ন অধরা থেকে যায়। ইচ্ছেপূরণ হয় না। আর এই ইচ্ছেপূরণে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সমাজ। আর বিয়ে না করলে সেই সব বন্ধন থাকে না। নিজের মতো করে স্বপ্নের জগতে এগিয়ে যাওয়া যায়। এড়িয়ে যাওয়া যায় অনেক অবাঞ্ছিত প্রশ্নও।

ঘুরতে যান

সময় আর সুযোগ পেলে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন। পাহাড়, সমুদ্র যেখানে খুশি সেখানেই যান। নিজের মতো করে ঘুরে বেড়ান। কারোর জন্য কোনও পিছুটান থাকবে না। সন্তানের পড়াশোনা, কাজের মাসি ঠিক মতো আসছে কিনা এসব ভাবনা থেকে মুক্তি। বরং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যান।

লক্ষ্যপূরণ

৪০ পেরিয়েও একা থাকলে শুধু নিজের কথা ভাবার সুযোগ পাবেন। সন্তান মানুষ, সংসার চালানো এসব নিয়ে অযথা ভাবতে হবে না। বরং নিজের পছন্দের ফ্ল্যাট, বাড়ি বা পছন্দের কাজে নিজেকে নিয়োগ করুন। জীবনের লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যান। কোনও বাধা থাকবে না।

জীবনকে সহজ ভাবে নিন

প্রাণবন্ত থাকুন, হাসিখুশি থাকুন। জীবন যেভাবে চলছে সেভাবেই তাকে গ্রহণ করুন। কারোর কাছে মাথা নোয়াবেন না। নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন। সব সময় পজিটিভ থাকুন। তাহলে কোনও হতাশা, কোনও অপমান আপনাকে ছুঁতে পারবে না। বরং অনেকের আদর্শ হয়ে উঠুন আপনি। আপনাকে দেখে অনুপ্রাণিত হোক আরও পাঁচজন।

লেখকের সম্পর্কে জানুন
রেশমী প্রামাণিক

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল