অ্যাপশহর

"অনেক চেষ্টার পরও আমার বিয়ে হচ্ছে না! ভাগ্যই কি খারাপ?"

Relationship tips: বছর ২৯-এর ব্যক্তি ব্যাংকে ভালো বেতনের চাকরি করেন। দীর্ঘ এক বছর ধরে তিনি ও তাঁর পরিবার বিয়ের (Marriage) জন্য পাত্রী খুঁজছেন। কিন্তু শত চেষ্টার পরও কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এই অবস্থায় ব্যক্তি অবসাদের (Depression) শিকার হয়েছেন। এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ, এভাবে আশা না হারিয়ে একটু ধৈর্য ধরা উচিত।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 10 May 2022, 8:17 pm
প্রশ্ন: আমার বয়স ২৯। এখনও সিঙ্গল। আমি চাকরি করি ব্যাংকে। বেতনও ভালো। কিন্তু মুশকিল হল, এত কিছুর পরও আমার বিয়ে হচ্ছে না। আসলে শেষ একবছর ধরে বাবা-মা আমার জন্য একটি সুযোগ্য পাত্রী খোঁজার চেষ্টা করছেন। কিন্তু এরপরও মিলছে না সেই পাত্রী। এক্ষেত্রে বারবার পাত্রীর পরিবার থেকে আসছে বাধা। কুণ্ডলিও মিলছে না বলা হচ্ছে। এবার আমিও অনেক চেষ্টা করছি। কিন্তু এরপরও বিয়ে কোনওভাবেই হচ্ছে না। আমি ম্যাট্রিমোনিয়াল সাইটেও নিজের নাম নথিভুক্ত করেছি। এমনকী বিজ্ঞাপন দিয়েছি কাগজেও। কিন্তু এতকিছু করার পরও ফলাফল কিন্তু সব জায়গাতেই আসছে সমান।
EiSamay.Com real stories i am unable to find a life partner for me and i am very depressed
"অনেক চেষ্টার পরও আমার বিয়ে হচ্ছে না! ভাগ্যই কি খারাপ?"


এদিকে আমার বা আমার পরিবারের মধ্যে কোনও খামতি নেই। আমি একটি শিক্ষিত এবং মুক্ত মনোভাবাপন্ন বাড়ি থেকে বড় হয়েছি। এদিকে আমার কাজও রয়েছে ঠিকই। ভালো টাকাই প্রতিমাসে বেতন পাই। জীবন সব কিছুতেই আমায় দিয়েছে। কিন্তু বিয়ে করে সেটেল হতে আর দিচ্ছে না। এমনকী বারবার প্রয়াস করার পরও ব্যর্থ হচ্ছি। এখন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে নিজেকে ভাগ্যের কাছে হেরে গিয়েছি মনে হচ্ছে। আমার মনে হয়, এমন কোনও মানুষকে আমি পাব না যিনি সংসার ঠিক রাখতে পারবেন, আমায় ভালোবাসতে (Love) পারবেন। এখন বুঝতে পারছি না, আমার ঠিক কী করা উচিত? কী করলে এই যন্ত্রণা থেকে মিলবে মুক্তি?

​বিশেষজ্ঞের উত্তর

মুম্বইয়ের রিলেশনশিপ কাউন্সেলর রচনা আভত্রামানি বলছেন, আমি বুঝতে পারছি যে একজন সঠিক জীবনসঙ্গীনি খুঁজে পেতে আপনার সমস্যা হচ্ছে। তবে এটা জানার পরও আমি আপনাকে বলব যে কোনওভাবেই হাল ছেড়ে দিলে চলবে না। নিজের জন্য সঠিক সঙ্গী খুঁজে নেওয়াটা সহজ কোনও কাজ নয়। এই কাজে প্রতিপদে সমস্যা লেগে থাকতেই পারে। তবে আপনি হাল ছেড়ে দেবেন না। বরং এখন ইন্টারনেটের দৌলতে অসংখ্য মানুষ নিজের মন মতো সঙ্গী খুঁজে নিচ্ছেন।

​এই বিষয়গুলি নিয়ে ভাববেন না

আপনার বয়স ২৯। এখন আপনি নিজের নাম রেজিস্টার করেছেন ম্যাট্রিমোনিয়াল সাইটে। এই অবস্থায় দাঁড়িয়ে নিজে একটি সম্পর্কে যেতে পারছেন না বলে সমস্যা তৈরি হচ্ছে। এমনকী নিজের ভাগ্যকেও দিচ্ছেন দোষ। তবে আপনাকে বলে রাখি, এটা আগে থেকে কোনওভাবেই বোঝা যাবে না যে কোন মানুষটির সঙ্গে কখন আপনার দেখা হয়ে যাবে। এমনকী হয়ে যেতে পারে মন দেওয়া নেওয়া।

​সঠিক সময়ের জন্য অপেক্ষা

আসলে সবকিছুই সময়ের উপর নির্ভর করে। কোনও কিছুই সময়ের আগে হবে না। তাই সেই মানুষটির দেখাও আপনি ঠিক সময়েই পাবেন। নিজের উপর এইটুকু ভরসা আপনাকে অবশ্যই রাখতে হবে। তবেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি। এছাড়া মনের ভিতর অবসাদ আনতে দেবেন না। এমনকী নিজেকে দোষও দেবেন না। আর খুব সমস্যা হলে একজন কাউন্সেলরের সঙ্গে যোগাযোগ করে নিন।

​বিশ্বাস রাখতে হবে

আপনি যদি নিজের সমস্ত আশা ছেড়ে দিয়ে থাকেন, তবুও একটি ভালো পাত্রীর সঙ্গে সংযোগ হতেই পারে। যদিও আমার পরামর্শ হল, আপনি নিজেকে আরও একটু তৈরি করে নিন। আপনি কী চাইছেন এই বিষয়টির দিকেও রাখতে হবে নজর। তবে মনে রাখবেন, বিয়ে কিন্তু গোটা জীবনের বিষয়। আজ দেখা, আর কালই সম্পর্কে চলে গেলাম, বিষয়টি কিন্তু একেবারেই তা নয়। তাই আপনাকে নিজের মাথায় অবশ্যই এই বিষয়গুলি রাখতে হবে। তবেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়া হবে সহজ।

এক্ষেত্রে একটু ধৈর্য রাখুন। কারণ ধৈর্যর থেকে ভালো কোনও সমস্যা সমাধানের উপায় মানুষের কাছে নেই। তাই চিন্তার নেই কোনও কারণ।

প্রতিবেদন সৌজন্যে: নবভারত টাইমস

मेरी कहानी: लाख कोशिशों के बाद भी मेरी शादी नहीं हो रही, क्या मेरी किस्मत में यही लिखा है

লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর