অ্যাপশহর

দু'জনের মধ্যে 'স্পেস' কতটা? সম্পর্কের কিছু জরুরি আলোচনা...

সম্পর্ক যতই সুন্দর হোক না কেন, 'মি টাইম' অবশ্যই প্রয়োজন। সব সম্পর্কের মধ্যে কিছুটা স্পেস দরকার, যা না পেলে সেই সম্পর্কে দম আটকে যাবে।

EiSamay.Com 17 Mar 2021, 2:23 pm
এই সময় জীবনযাপন ডেস্ক: যে কোনও সুস্থ সম্পর্কে স্পেসের প্রয়োজন নিঃসন্দেহে। যে কোনও সম্পর্কের বাইরেও প্রত্যেক মানুষের আলাদা একটা ব্যক্তিসত্ত্বা রয়েছে। সেখানে তার নিজের মতো চাওয়া পাওয়া অবশ্যই থাকবে। রিল্যাক্স মুডে কফি কাপ হাতে পছন্দের বই পড়া যেমন ব্যক্তিগত পছন্দ তেমনই আলো আঁধারি পরিবেশে নিজের মতো থেকে গান শোনাটাও হতে পারে তার পছন্দের অবসরযাবন। আর এই সবটা কিন্তু বুঝতে হবে দুজনকেই। সেই মতো একে অপরে সুযোগ করে দেওয়া উচিত। কিন্তু উত্তপ্ত কথোপকথনের পর বা ঠান্ডা লড়াইয়ের পর যদি কেউ বলেন “I need some space,” তাহলে তা কিন্তু সুবিধার নয়। ঝড়ের পূর্বাভাস বলেই ধরে নেওয়া যায়।
EiSamay.Com how much space do you need in your relationship
দু'জনের মধ্যে 'স্পেস' কতটা? সম্পর্কের কিছু জরুরি আলোচনা...


কেন সম্পর্কে স্পেসের প্রয়োজন

একসঙ্গে থাকতে থাকতে অনেক সময়ই ক্লান্তি আসে। এর জন্য দায়ী কিন্তু আমাদের লাইফস্টাইল। দীর্ঘক্ষণ কাজ, অফিসের চাপ কোথাও গিয়ে মন থেকে হারিয়ে যাচ্ছে রোম্যান্স। আর সেই প্রভাব পড়ছে সম্পর্কে। সঙ্গী কি চাইছেন তা বুঝতে পারছেন না অনেকেই। ফলে জটিল হচ্ছে সম্পর্ক। আর এই সব সমস্যা এড়াতেই স্পেসের প্রয়োজন। যদি মাসে চারদিনও দুদন নিজের কাজে আলাদা থাকেন তাহলেও কিন্তু সম্পর্ক হবে পোক্ত। টান তো বাড়বেই। যে কারণে দূরে গেলে প্রেম নিবিড় হয়।

যদি সঙ্গী জোর করে স্পেস চান

সম্পর্কে স্পেস সব সময় মিউচুয়াল হওয়া উচিত। অর্থাৎ দুজনকেই বুঝতে হবে। আর দুজনকেই দুজনের মতো করে স্পেস দিতে হবে। কিন্তু যদি সঙ্গী জোর করে স্পেস চান তা কিন্তু আলাদা। ধরে নিতে হবে কোথাও গিয়ে তিনি এই সম্পর্কে হাঁপিয়ে উঠছেন নিজের মতো থাকতে পারছেন না আর সেখান থেকেই কিন্তু তিনি মুক্তি খুঁজছেন। স্পেস 'দেওয়া' আর স্পেস 'চাওয়ার' মধ্যে ফারাক রয়েছে।

সম্পর্কে নেগেটিভিটি রাখবেন না

সব সময় পজিটিভ চিন্তা করুন। নেগেটিভ কিছু মনেও আনবেন না। এতে কিন্তু জটিলতা বাড়বে। অশান্তি হবে। ডিড় ধরতে পারে বিশ্বাসে। ফলে তখন সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার মতো মানসিকতা তৈরি হতে পারে। সব সময় ভাবুন সব ঠিক হয়ে যাবে।

স্বাভাবিক সম্পর্কে কতটা স্পেস প্রয়োজন?

সঙ্গী যদি বলেন যে তাঁর স্পেস প্রয়োজন সেক্ষেত্রে আগে দুজনে কথা বলে তবেই সিদ্ধান্ত নিন। কেন তিনি সেকথা বলছেন তা বোঝার চেষ্টা করুন। আদৌ তাঁর স্পেস দরকার কিনা তা বুঝুন। সেইমতো সঙ্গীর সঙ্গেও কথা বলতে হবে। দরকারে দুজন দুজনকে সময় দিন। নিজেদের শখপূরণ করুন। Alone time আর Me time দুটো সম্পূর্ণ আলাদা। অযথা সম্পর্ক জটিল করবেন না। যাবতীয় দায়িত্ব দুজনেই ভাগ করে নিন। ভুল করে থাকলে সঙ্গীর কাছে ক্ষমা চান। সব সমস্যা নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল