অ্যাপশহর

Relationship Tips: বিয়ের প্রথম ৬ মাসে এই কয়েকটি কাজ না করলেই ভীষণ বিপদে পড়েন মহিলারা, জেনে আগেভাগে সাবধান হন

বিয়ের পর মহিলাদের জীবনে আসে বিরাট বদল। তাঁরা নিজের পরিচত মহল ছেড়ে এসে ওঠেন শ্বশুরবাড়ি। এই জায়গায় প্রথম ৬ মাসেই করতে হবে কিস্তিমাত। কী ভাবে করবেন? আসুন জানা যাক।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 27 Feb 2023, 1:56 pm
বিয়ের পরের ৬ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে অনভিপ্রেত নানা ঘটনা ঘটতে পারে। তাই আপনাকে সবদিকে চোখ খোলা রাখার চেষ্টা করতে হবে। বিশেষত, মহিলারা নতুন বাড়িতে এসে ওঠেন। সেই পরিবারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কয়েকটি কাজ অবশ্যই করা দরকার।
EiSamay.Com 5 things women must do in first 6 months of marriage
Relationship Tips: বিয়ের প্রথম ৬ মাসে এই কয়েকটি কাজ না করলেই ভীষণ বিপদে পড়েন মহিলারা, জেনে আগেভাগে সাবধান হন


ভারতীয় সমাজে এখনও বিয়ের পর সাধারণত মহিলারা শ্বশুরবাড়ি আসেন। এটা যুগ যুগ ধরে চলে আসছে। এক্ষেত্রে মহিলাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই তাঁদের আগেভাগেই কিছু পরিকল্পনা সেরে রাখা উচিত।

বিশেষজ্ঞরা বলে থাকেন, মহিলাদের মধ্যে কয়েকজন এই সময়টা বিরাট কিছু ভুল করে ফেলেন। তাঁরা বুঝতেই পারেন না যে কী করা উচিত, আর কী নয়। বিশেষত, যাঁরা প্রেম করে বিয়ে করেন, তাঁরা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে কিছু ভ্রান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

তবে এই ভুলে আদতে সম্পর্কের ক্ষতি হবে। শ্বশুরবাড়ির লোক আপনাকে বুঝতে পারবেন না। তাই বিয়ের প্রথম ৬ মাস এই কয়েকটি কাজ করুন মহিলারা। সংসার সুখের হবে আশা করছি-

১. শাশুড়ির সঙ্গে মেয়ের মতো মিশুন

শাশুড়ি কোনও বাঘ, ভাল্লুক নন। তাঁকে ভয় পেতে হবে না। বরং চেষ্টা করুন মেয়ের মতো মেশার। আপনি তাঁর কাছে গেলেই দেখবেন, তিনি নরম ব্যবহার করছেন। আপনার জীবনের সমস্যা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। বাড়ির লোকের সঙ্গে মিশে যেতে সমস্যা হবে না। তাই তো শাশুড়িকে হাত করাটাই বিয়ের পর মহিলাদের প্রথম কাজ।

২. বাড়ির কাজে পটু

২০২৩ সালে দাঁড়িয়ে এখনও মহিলাদের গুণ বিবেচনা করা হয় বাড়ির কাজ দেখে। আফিসে আপনি বড় টিম সামলাতে পারেন, তবে বাড়ির কাজ না করতে পারলে অনেকেই মুখ কেমন করবেন। তবে আপনি নিশ্চয়ই বাড়ির সব কাজ করার সময় পাবেন না। কিন্তু কিছুটা সময় বের করে ছোটখাট কাজ করুন। চেষ্টা করুন অন্তত একটা পদ রান্না করার বা ঘর পরিষ্কার করার। এতেই মন পাবেন।

৩. সমস্যা লুকিয়ে রাখবেন না

প্রথমেই সমস্যার সমাধান করা দরকার। বেশিরভাগ এই জায়গায় ভুলটা করেন। তাঁরা অহেতুক লুকিয়ে রাখেন জটিলতা। পরে যখন আর সহ্য হয় না, তখন অন্যদের বলেন। তবে এই ভুলটা করবেন না। বরং কিছু সমস্যা হলে প্রথমেই বলে ফেলুন। স্বামী বা কাছের মানুষকে জানান। তবেই দেখবেন ভালো থাকছেন। আর জটিলতা হবে না।

৪. নিজের কথা সকলের সামনে বলুন

আপনি পরিবারের অংশ। পরিবারের সকল বিষয়ে অংশগ্রহণ করা শিখতে হবে। তাই চেষ্টা করুন নিজের মত জানানোর। সেই মত গ্রাহ্য হতে হবে, এমন নয়। তবে আপনিও যে সেই পরিবারের অংশ এটা বোঝানোর জন্যই মত দিন। প্রথমেই খুব জটিল বিষয়ে কথা বলতে যাবেন না। কারণ সবাই এই বিষয়টাকে ভালো চোখে নেবেন না। বরং ছোটখাট বিষয়ে কথা বলুন।

৫. শারীরিক ঘনিষ্ঠতা

এই সময়টায় শারীরিক ঘনিষ্ঠতা খুবই জরুরি। কারণ এর মাধ্যমে বন্ডিং তৈরি হয়। আর এটা কোনও কথার কথা নয়। বরং বিজ্ঞানও এমনই জানাচ্ছে। তাই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। দূরে দূরে থাকলে সম্পর্ক খারাপ দিকে পৌঁছে যেতে পারে। তাই নিজের স্বার্থেই সুসম্পর্ক তৈরি করুন। আশা করছি কোনও দূরত্ব থাকবে না। আপনার দাম্পত্য হবে হিট।

আরও পড়ুন: প্রায়ই বন্ধুদের সঙ্গে পার্টি করেন স্ত্রী? নজর দেন না সংসারে? ৫ টিপসেই হবে সমস্য়ার সমাধান
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিক খুব মারত, এখন বাবা-মা এক অচেনা লোকের সঙ্গে বিয়ে ঠিক করেছে, কী হবে আমার?

লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর