অ্যাপশহর

Intimacy In A Relationship: শারীরিক ঘনিষ্ঠতা গড়ে তোলার আগে ৫ জিনিস না জেনে রাখলে সম্পর্ক ভেঙে যায়

5 Things to Know before Intimacy: সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা (Intimacy) তৈরি হতেই পারে। ঘনিষ্ঠ হওয়ার আগে নিজেদের ঠিকমতো জেনে নেওয়া ও কিছু সতর্কতা নেওয়া জরুরি।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 21 Oct 2022, 4:30 pm
Intimate Relationship: সম্পর্কের বহুদিক হয়ে থাকে। এখানে মনের মিল হল প্রধান বিবেচ্য বিষয়। তারপর একে একে পথ চলা শুরু হয়ে যায়। একটা সময়ের পর একে অপরের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতাও (Intimacy In A Relationship) তৈরি হয়ে যায়। তবে সেই বিষয়টি শুরু হওয়ার আগে আপনাকে অবশ্যই কয়েকটি তথ্য জেনে নিতে হবে।
EiSamay.Com 5 things to know before intimacy in a relationship
Intimacy In A Relationship: শারীরিক ঘনিষ্ঠতা গড়ে তোলার আগে ৫ জিনিস না জেনে রাখলে সম্পর্ক ভেঙে যায়


Intimate Relationship: মানুষের জীবনে এখন গতিশীল। সেই পুরনো চিন্তাভাবনা থেকে দূরে গিয়ে মানুষ নিজের মতো করে প্রগতিশীল হতে শিখেছে। তাঁরা সম্পর্কের (Relationship) চেনা রসায়ন থেকে বেরিয়ে এসে একে অপরের সঙ্গে নিজেদের মতো করে মিশতে শিখেছে। এখানেই জয় হয়েছে আধুনিক মনষ্ক জীবনের।

আগে যেখানে বিয়ের আগে স্ত্রী (Wife) ও স্বামীর (Husband) দেখা হতো না। সেখানে এখন মানুষ একসঙ্গে কিছুদিন থাকার পর বিয়ে করছেন। তাঁরা নিজেদের দেখে নিতে চাইছেন যে একসঙ্গে থাকার যোগ্য কিনা। এতেই সমস্যা অনেকটা কমেছে। তাই সম্পর্কের রসায়ন নিয়ে নতুন সংজ্ঞা লেখার প্রয়োজন এবার বোধহয় চলে এসেছে।

তবে কে কখন শারীরিক ঘনিষ্ঠতা করবেন, এই নিয়ে বলার জায়গায় আমরা কেউ নেই। কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক। সেই কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে।

একটা বিষয় মানতে হবে যে নিজেদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা (Intimacy In A Relationship) তৈরির আগে কয়েকটি জিনিস জেনে নিতেই হবে। কারণ আপনি যদি এই বিষয়গুলি ঠিকমতো না জানতে পারেন, তবে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আসুন বিষয়গুলি জানা যাক-

​১. তৈরি তো শারীরিক ঘনিষ্ঠতার জন্য?

এটা কিন্তু সত্যিই একটা বড় প্রশ্ন। আসলে শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কে তৈরি করার জন্য দুই পক্ষকে এগিয়ে আসতে হয়। সেক্ষেত্রে একপক্ষ কোনওভাবে এড়িয়ে যেতে থাকলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই সতর্ক হয়ে যাওয়া জরুরি। এই বিষয়টি মাথায় রাখতে হবে।

​২. নিজেদের সম্পর্কে জানার কিছু বাকি থাকলে

এটা হল সবথেকে বড় কথা। কারণ শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে তাড়াহুড়ো করলে চলবে না। বরং নিজেদের সম্পর্ক যাতে এগিয়ে যেতে পারে সেই দিকটায় খেয়াল রাখতে হবে। একে অপরকে সম্পূর্ণভাবে জানার আগে এই ধরনের ঘনিষ্ঠতায় জড়ানো ঠিক নয়।

​৩. ঘনিষ্ঠতা কতদূর প্রয়োজন

শারীরিক ঘনিষ্ঠতারও ডিগ্রি রয়েছে। সেই মাত্রা অনুযায়ী কতটা যাবেন, এটা ভাবতে হবে। আসলে আপনার মাথায় রাখা প্রয়োজন যে ঘনিষ্ঠতা যতদূর হোক না কেন, আপনাকে সতর্ক হয়ে বিষয়টা মেপে খেলতে হবে। তবেই এই বিষয়টি সমস্যার দিকে যাবে না।

​৪. যে কোনও খারাপ পরিস্থিতির জন্য দায়ী দুজনেই

শারীরিক ঘনিষ্ঠতায় যাচ্ছেন। এই অবস্থায় সতর্ক হয়ে যাওয়া সবথেকে বেশি জরুরি। কারণ আপনি সতর্ক না হতে পারলে এই সব ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর হয়ে যায়। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে যে সমস্যাই আসুক না কেন দায় কিন্তু দুজনকেই নিতে হবে। এভাবেই সমস্যা মিটবে।

​৫. নিজেদের মধ্যে জটিলতা কতটা

অনেকেই নিজের মনে এই বিষয়গুলি নিয়ে সনাতন চিন্তাধারা রাখেন। এবার এমনটা যে কেউ ভাবতেই পারেন। কারণ কারও ভাবনার উপর অন্যের অধিকার নেই। তবে নিজের সঙ্গীর চাপে পড়ে অনেক ক্ষেত্রে শারীরিক ঘনিষ্ঠতায় তাঁরা রাজি হন। যদিও এটা করা ঠিক নয়। এবার থেকে এই বিষয়গুলি মাথায় রাখুন।

আরও পড়ুন: খারাপ নয়, এই ৫ মিথ্যে বললেই সবসময় আগলে রাখবে গার্লফ্রেন্ড, রোম্যান্সে কমতি হবে না


আরও পড়ুন: সন্তান জন্মের পর শারীরিক ঘনিষ্ঠতা হারায় সম্পর্ক, এই ৫ টিপসেই স্ত্রীর সঙ্গে রোম্যান্সে মেতে যান


লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর