অ্যাপশহর

Relationship Tips: দিনের পর দিন পরকীয়া করেও প্রমাণ লোপাট করে যাচ্ছেন সঙ্গী! আর আপনি কিছুই বুঝতে পারছেন না?

Cheating Partner: আপনার নাকের ডগাতেই সঙ্গী অন্য কারও সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন, আর আপনি তা বুঝতেও পারছেন না! কেন জানেন? কারণ বেশ কিছু মানুষ আছেন, যাঁরা পরকীয়া করেও চালাকির সঙ্গে প্রমাণ লোপাট করে দেন। আর আপনি তা ধরতে পারেন না। কিন্তু কোন দিকে চোখ কান খোলা রাখতে হবে আপনাকে? জেনে নিন বিস্তারিত...

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 20 Jul 2022, 3:38 pm
অনেক মানুষই দিনের পর দিন তাঁদের সঙ্গীর দ্বারা প্রতারিত(Cheating in Relationship) হয়ে চলেছেন, অথচ কিছুই জানতে পারেননি। এভাবেই দিনের পর দিন তাঁদের সঙ্গীরা ঠকিয়ে চলেছেন। আর খুব চালাকির সঙ্গে সব প্রমাণ লোপাট করে চলেছেন। কারণ এই ধরনের মানুষ খুবই চালাক হন। তাঁরা কোনও প্রমাণ বা ইঙ্গিতই রাখতে চান না, যাতে তাঁদের রহস্য ফাঁস হয়ে যায়।
EiSamay.Com 5 common ways how cheating partners hide all the evidence
Relationship Tips: দিনের পর দিন পরকীয়া করেও প্রমাণ লোপাট করে যাচ্ছেন সঙ্গী! আর আপনি কিছুই বুঝতে পারছেন না?


কিন্তু অতিরিক্ত চালাক হওয়ার পরেও তাঁরা কিছু না কিছু ভুল ঠিক করে ফেলেন। আর তখনই ধরা পড়ে যান। কারণ, সব কিছু একসঙ্গে ম্যানেজ দেওয়া সম্ভব হয় না। আপনার সঙ্গীও এরকম কিছুই করছেন না তো? আপনার স্বামী বা স্ত্রী হয়তো আপনার আড়ালেই অন্যের সঙ্গে প্রেমে মত্ত( Extramarital Affair), এদিকে প্রমাণও লোপাট করছেন। তাই আপনি ধরতে পারছেন না। জেনে নিন কীভাবে তিনি প্রমাণ লুকিয়ে রাখছেন!

তাঁরা সব কথা খুবই ভেবেচিন্তে বলেন

প্রতারকরা আসলে খুবই সতর্ক হন। তাঁরা তাঁদের সঙ্গীকে কী কথা বলছেন, সেই বিষয়ে খুব সতর্ক থাকেন। আগেই মনে মনে পুরো গল্পটা বানিয়ে রাখেন তাঁরা। যাতে তাঁদের কথায় সঙ্গীর কোনও সন্দেহই না হয়। এমনকী সম্পূর্ণ বিষয়টি মাথার মধ্য়ে ছক করে রাখেন।

তাই আপনার মনে কোনও সন্দেহ থাকলে তাঁদের আঙুলের ডগায় নাচবেন না। বরং বুদ্ধিকে কাজে লাগান। সাবধানে থাকুন। সতর্ক থাকুন।

এমন ভাব দেখান, যেন সব কথাই আপনাকে জানাচ্ছেন

আপনার সঙ্গীও কি এমন করেন? মানে তাঁরা কোনও কথা বলার সময় এমন ভাব দেখান যে, কোনও কিছুই আপনার থেকে লোকাচ্ছেন না। সব কথা আপনাকে জানাচ্ছেন। দিনের খুঁটিনাটি সব কথাই যেন আপনার সঙ্গে শেয়ার করছেন।

মানে কোনও মেয়ে বা ছেলে তাঁর দিকে তাকাল কিনা, তাঁর কাউকে দেখে একটু ভালো লাগল কিনা, সেসব কথাই তিনি আপনাকে এসে বলছেন। আপনার সঙ্গীর মধ্য়ে এরকম কিছু দেখলে সতর্ক হন! সময় কিন্তু ভালো নয়।

ফোনে নানারকম পাসওয়ার্ডের খেল!

দেখুন, আমরা আপনাকে সঙ্গীর ব্যক্তিগত জীবনে নাক গলাতে বলছি না। বা সঙ্গীর মোবাইল ফোন চেক করার পরমার্শও দিচ্ছি না। কিন্তু এই ধরনের মানুষ তাঁদের ফোন সব সময় নানারকম পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখেন। কারণ, এই ফোনের মারফৎই চলে প্রেমলীলা

আপনার সামনেই হয়তো অন্য় কারও সঙ্গে তিনি কথা বলে যাচ্ছেন, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। কারণ, তাঁর ফোন পাসওয়ার্ড প্রোটেক্টেড। একটু সতর্ক হন না, ক্ষতি কি?

তাঁদের ব্রাউজিং হিস্ট্রি কেউ দেখেননি!

সোশ্যাল মিডিয়ায় সার্চ অপশনে কখনও আপনি কারও নাম দেখতে পাবেন না। এমনকী তাঁদের ফোনেও কোনও ব্রাউজিং হিস্ট্রি পাবেন না আপনি। যেন কোনও কিছুই তাঁরা সার্চ করেননি। না তাঁদের ফোনে কোনও সার্চ হিস্ট্রি আপনি পাবেন, না তাঁদের ল্যাপটপ বা ডেস্কটপে কোনও সার্চ হিস্ট্রি পাবেন!

কারণ, তাঁদের মনে ভয় থাকে সব সময়। হয়তো কোনও ব্রাউজিং হিস্ট্রি থেকে আপনি অনেক কিছুই জেনে যেতে পারেন। তাই সতর্কভাবেই এই ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দিয়ে থাকেন তাঁরা।

তাঁরা একটাই প্যাটার্ন মেনে চলেন!

দেখুন, প্রত্যেক প্রতারকের নিজস্ব প্যাটার্ন আছে। যেভাবে তাঁরা মিথ্যা কথা বলেন, যেভাবে তাঁরা সব কিছুই সঙ্গীর থেকে লুকিয়ে রাখেন। এই সবক্ষেত্রেই একটি ধরন তাঁরা মেনে চলেন। তার থেকে কোনও অন্যথা হয় না। সেই নিয়ম মেনে চলেন। সেই প্যাটার্ন ফলো করেন।

যেমন হয়তো কেউ কেউ সব সময়েই অফিসে দেরি হওয়ার দোহাই দেন। আসলে তিনি তাড়াতাড়ি কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে যান এবং বাকি সময়ে অন্য কারও সঙ্গে কাটান। আপনার সঙ্গীর ক্ষেত্রেও কি তাই হচ্ছে? একটু সতর্ক থাকতে ক্ষতি কী?

যতই হোক, এই ধরনের সম্পর্ক থেকে আপনার আর কিছু পাওয়ার নেই। বরং খারাপ সময় ভুলে নতুন করে জীবন শুরু করলেই ভালো থাকবেন আপনি।

আরও পড়ুন: একসঙ্গে দু'জনকে দিয়েছেন মন! কেন এমন প্রেম? চমকে দেবে উত্তর...

আরও পড়ুন: বিয়ের পরে মহিলারা সারাক্ষণ এ কী সার্চ করেন গুগলে! উত্তর শুনে চমকে যাবেন আপনি

লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর