অ্যাপশহর

নায়াগ্রার সামনে ইন্দোরের এই ট্যুরিস্টের VDOটা জাস্ট মিস করবেন না

জীবনে প্রথমবার নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছেন ইন্দোরের এক ব্যবসায়ী। নায়াগ্রার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রমণ অভিজ্ঞতা ভিডিও-বন্দি করলেন তিনি।

EiSamay.Com 27 Feb 2016, 5:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জীবনে প্রথমবার নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছেন ইন্দোরের এক ব্যবসায়ী। নায়াগ্রার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রমণ অভিজ্ঞতা ভিডিও-বন্দি করলেন তিনি। তারপর তা শেয়ার করা হল ইন্টারনেটে। ব্যস, তারপরই হইহই কাণ্ড। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। কেন? কী আছে সেখানে? নিজেই দেখে নিন।
EiSamay.Com this video on niagara falls is hilarious but the commentary by indori tourist makes it epic
নায়াগ্রার সামনে ইন্দোরের এই ট্যুরিস্টের VDOটা জাস্ট মিস করবেন না



তবে আসল কথাটা অন্য। এই ব্যক্তি মোটেও ইন্দোর থেকে কানাডা আসেননি। রাজীব নেমা নামে এই ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গিয়েছে যে আসলে তিনি আমেরিকার স্যান জোনসের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী নন, কম্পিউটার ইঞ্জিনিয়ার। এরকম নানা মজার ভিডিও পোস্ট করা তাঁর নেশা। ইন্দোর-বাসীর নানা মজার বিশেষত্বকে এই ভিডিও-তে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি, খুব সহজ ভাষায় নায়াগ্রা ভ্রমণ বর্ণনা করেছেন, যা সত্যিই আকর্ষণীয়।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল