অ্যাপশহর

যে VDO-টি দেখলে আপনিও বলবেন, 'এক্সপেরিয়েন্স বেঙ্গল- দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া'!

রাজ্য পর্যটন দপ্তরের এই নতুন বিজ্ঞাপন সত্যিই বাংলাকে 'বিশ্ববাংলা' বলতে বাধ্য করে।

EiSamay.Com 21 Jan 2017, 7:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শ্বেতশুভ্র হিমালয়কে উপভোগ করবেন? পশ্চিমবঙ্গেই রয়েছে। সবুজ পাহাড়ি জঙ্গল, চা বাগান চাই? ডুয়ার্স। অসীম সমুদ্রের স্নিগ্ধ বাতাসের আদরে মাখামাখি হতে চান? দিঘা-শংকরপুর-মন্দারমণি তো আছে। পোড়া মাটির সুক্ষ্ম কাজ, আদিবাসী, জঙ্গল, হাতির ডাক, ধামসা-মাদলের তালে নৃত্য-- সব। সব রয়েছে এখানেই। আর কোথাও কেন যাবেন? রাজ্য পর্যটন দপ্তরের এই নতুন বিজ্ঞাপন সত্যিই বাংলাকে 'বিশ্ববাংলা' বলতে বাধ্য করে।
EiSamay.Com this advertisement vdo of west bengal tourism dept will make you feel heavenly
যে VDO-টি দেখলে আপনিও বলবেন, 'এক্সপেরিয়েন্স বেঙ্গল- দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া'!


রসগোল্লা, সন্দেশ যত প্রাচীন, এই বাংলার মাটিও তত প্রাচীন। তার চেয়ে বেশিই। তাই পশ্চিমবঙ্গে শুধু পাতেই মিষ্টি পড়ে না। বাংলাও খুব মিষ্টি। ঘুরলেই বুঝবেন। রাজ্য পর্যটন দপ্তরের এই ভিডিয়োটি মন ভালো করে দেয়। আসুন উপভোগ করা যাক।

# This advertisement VDO of West Bengal Tourism dept will make you feel heavenly.

দেখুন VDOটি:


পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল