অ্যাপশহর

​প্রাকৃতিক সৌন্দর্য দেখে অন্যরা দুঃখ পাবেন, তাই এই গ্রামে ছবি তোলা নিষেধ!

প্রশাসনের বক্তব্য, অন্যকে দুঃখ দেওয়ার অধিকার কারণ নেই। আপনার এই সুন্দর হলিডে ও গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই মুগ্ধ হবেন।

EiSamay.Com 1 Jun 2017, 2:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এই গ্রামটিতে গেলে আপনি মুগ্ধ হবেনই। নিঃসন্দেহে। কিন্তু সেই মুগ্ধতা কারও শেয়ার করতে পারবেন না। ছবি তুলতে খুব ইচ্ছে করবেই। কিন্তু প্রশাসনিক নিষেধাজ্ঞা আপনাকে থামাবে। গুনতে হবে জরিমানা। অর্থাত্‍‌ ছবি তুলে কাউকে বোঝাতে পারবেন না, আপনি কেন মুগ্ধ হয়েছেন। গ্রামটির নাম ব্র্যাভুয়াঁ। সুইত্‍‌জারল্যান্ডের একটি ছোট্ট গ্রাম।
EiSamay.Com swiss village bans photos of scenery as its too beautiful
​প্রাকৃতিক সৌন্দর্য দেখে অন্যরা দুঃখ পাবেন, তাই এই গ্রামে ছবি তোলা নিষেধ!


সুইত্‍‌জারল্যান্ড যে সুন্দর, তা নতুন করে বলার দরকার নেই। আরপ ব্র্যাভুয়াঁ গ্রামটি যেন স্বপ্নের দেশ। চোখ ফেরানো যায় না। যাঁরা এই গ্রামে গিয়েছেন, গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যে তাঁরা প্রত্যেকেই বাকরূদ্ধ হয়েছেন। গ্রামটির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জুটেছে আক্ষেপ। বন্ধুদের আক্ষেপ। মানে সংশ্লিষ্ট ব্যক্তির অভিজ্ঞতা অন্যের কাছে দুঃখের কারণ।

ঠিক এই কারণেই সে দেশের প্রশাসন পর্যটকদের ব্র্যাভুয়াঁ গ্রামের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসনের বক্তব্য, অন্যকে দুঃখ দেওয়ার অধিকার কারণ নেই। আপনার এই সুন্দর হলিডে ও গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই মুগ্ধ হবেন। যাঁদের ওই গ্রামে যাওয়ার আর্থিক ক্ষমতা নেই, বা কোনও কারণে যেতে পারছেন না, তাঁরা মানসিক ভাবে ব্যথিত হবেন। সেটা কখনওই কাম্য নয়।

প্রশাসনের এই নির্দেশিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু পর্যটক। অনেকের বক্তব্য, এ সব নিয়ম তুলে দেওয়া উচিত।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল