অ্যাপশহর

এই দেশে ঘড়ির কাঁটা রোজ ৪৫ মিনিট করে পিছিয়ে দিতে হয়, নেপালের এমনই মজার তথ্য জানলে অবাক হবেন...

সারা বিশ্বে নেপালই একমাত্র দেশ, যেখানে আজ পর্যন্ত অন্য কোনও দেশ উপনিবেশ স্থাপন করেনি। ঠিক এই কারণেই আজও নেপালে কোনও স্বাধীনতা দিবস পালিত হয় না। নেপালের সঙ্গে আমাদের অর্থাৎ ভারতের এমনই সম্পর্ক যে, চাইলে আমরা সেখান থেকে ভিসা আর পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারি। নেপালের সংস্কৃতি এবং জলবায়ু মানুষকে এতটাই আকর্ষণ করে যে, লোকেরা প্রায়ই এখানে বেড়াতে আসে। এর পাশাপাশি নেপালের ঘড়ির কাঁটা কেন ৪৫ মিনিট ঘুরিয়ে দেওয়া হয়? দেরি না করে বরং দেখে নেওয়া যাক নেপাল সম্পর্কে বেশ কিছু মজাদার তথ্য।

Produced byDebnil Saha | Lipi 28 Jun 2022, 11:26 am
সারা বিশ্বে নেপালই একমাত্র দেশ, যেখানে আজ পর্যন্ত অন্য কোনও দেশ উপনিবেশ স্থাপন করেনি। ঠিক এই কারণেই আজও নেপালে কোনও স্বাধীনতা দিবস পালিত হয় না। নেপালের সঙ্গে আমাদের অর্থাৎ ভারতের এমনই সম্পর্ক যে, চাইলে আমরা সেখান থেকে ভিসা আর পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারি। নেপালের সংস্কৃতি এবং জলবায়ু মানুষকে এতটাই আকর্ষণ করে যে, লোকেরা প্রায়ই এখানে বেড়াতে আসে। এর পাশাপাশি নেপালের ঘড়ির কাঁটা কেন ৪৫ মিনিট ঘুরিয়ে দেওয়া হয়? দেরি না করে বরং দেখে নেওয়া যাক নেপাল সম্পর্কে বেশ কিছু মজাদার তথ্য।
EiSamay.Com some amazing interesting facts about nepal
এই দেশে ঘড়ির কাঁটা রোজ ৪৫ মিনিট করে পিছিয়ে দিতে হয়, নেপালের এমনই মজার তথ্য জানলে অবাক হবেন...


​অন্যতম ঐতিহ্যবাহী স্থানের দেশ হল নেপাল

আপনি যদি মনে করেন নেপাল পর্বতারোহণের জন্যই বিখ্যাত একটি ছোট দেশ, তা হলে আপনি ভুল নন। তবে আপনি জেনে অবাক হবেন যে, তবে দেশের রাজধানী কাঠমান্ডুর ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সাতটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ কালচারাল সাইট রয়েছে। এটিকে লিভিং কালচারাল মিউজিয়াম নামেও আখ্যায়িত করা হয়েছে। এ ছাড়াও নেপালে ইউনেসকো কর্তৃক স্বীকৃত আরও চারটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যা নেপালকে সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহ্যবাহী স্থানের দেশ হিসেবে তুলে ধরেছে।

Read More: জানেন কি এই দেশের রাস্তার রং নীল কেন? আসল রহস্য জানলে প্রশংসা না করে পারবেন না

​মেয়েদের দেবী রূপে পূজা করা হয় এখানে

আপনি কি কখনও জীবন্ত দেবী দেখেছেন? যদি না দেখে থাকেন তা হলে এক বার নেপালে গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে আপনি জীবন্ত দেবীর দর্শন পাবেন। এখানকার দেবী 'কুমারী' নামেও পরিচিত। বয়ঃসন্ধির আগে মেয়েদের দেবী তালেজু বলে মনে করা হয়। কুমারী দেবী মন্দিরে বাস করেন এবং উৎসবের সময় তাই মেয়েদের পূজা করা হয় এবং রথে প্রদক্ষিণ করা হয়। তবে কোনও মেয়ে কিন্তু সারা জীবন পূজিত হন না। এখানকার নিয়ম হল, বয়ঃসন্ধি শেষ হওয়ার পরে বা অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে এই পূজিত হওয়ার প্রথা থেকে বিরতি নেন তাঁরা।

Read more: দিনে মাত্র দুই বার দর্শন দিয়েই অদৃশ্য হয়ে যায় এই শিব মন্দির, কারণটা জানলে অবাক হয়ে যাবেন

​নেপালের ঘড়ির কাঁটা কেন পিছিয়ে দেওয়া হয়?

যখনই আমরা জানি যে আমাদের ঘড়ি অন্যের পিছনে বা এগিয়ে চলছে, কোনও বিশেষ অঞ্চলে গিয়েই আমরা দ্রুত নিজের ঘরির কাঁটা ঠিক করে নিই। তবে নেপালের ক্ষেত্রে ব্যবস্থাটা কিন্তু অন্য রকম। নেপালের সময় নির্ধারিত হয় মাউন্ট এভারেস্টের উপর ভিত্তি করে। ঠিক এই কারণেই এখানে সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় ৪৫ মিনিট পিছিয়ে থাকে। তাই আপনি নেপালে গেলে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ৪৫ মিনিট সময় পিছিয়ে নিতে ভুলবেন না যেন।

Read More: এই দেশগুলির নাগরিকত্ব পাওয়া খুব সহজ, যাবেন নাকি সেখানে?

নেপালে কোনও ধরনের দাঙ্গা হয়নি

আপনি কি বিশ্বাস করেন যে ১৪৭,১৮১ বর্গ কিলো মিটার আয়তন জুড়ে থাকা এই দেশে কখনও কোনও জাতিগত দাঙ্গা হয়নি। দক্ষিণ এশিয়ার একটি সুপ্রাচীন দেশ হওয়ার দরুণ এখানে ১২৩ টি ভাষা এবং ৮০ টি জাতি গোষ্ঠীর মানুষ রয়েছেন। তা সত্ত্বেও ধর্ম বা জাতিগত ভিত্তিতে নেপালে কখনও দাঙ্গা হয়নি। এই দিক থেকে নেপাল অনেক শান্তিপূর্ণ অঞ্চল বলে পরিচিত।

Reda More: দেশের মধ্যেই ইউরোপ ভ্রমণ করতে চান, তাহলে সঙ্গীকে সঙ্গে নিয়ে কেরলের এই রোড ট্রিপগুলি উপভোগ করুন

নেপালের অনন্য পতাকা

নেপাল একমাত্র দেশ যার পতাকা আপনি দুটি ত্রিভুজের আকারে দেখতে পাবেন। উপরের ত্রিভুজটিতে চাঁদের একটি ছবি রয়েছে, এবং নীচে রয়েছে আর একটি ত্রিভুজ। সেখানে রয়েছে সূর্য। নেপালের দুটি প্রধান ধর্ম হিন্দু এবং বৌদ্ধ ধর্ম। দুই ধর্মে প্রতিনিধিত্বকারী হিসেবেই পতাকায় ধরা দেয় চাঁদ এবং সূর্য। যদিও এই পতাকাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে নকশাটি ২০০০ বছরের পুরানো বলে জানা গেছে। নেপালের এই পতাকা হিমালয়েরও প্রতিনিধিত্ব করে।

Read More: Monsoon Trip: ভুলেও বর্ষায় এই পাঁচটি জায়গার ঘোরার প্ল্যান করবেন না, নইলে গচ্চা যেতে পারে অনেকগুলো টাকা!

লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর