অ্যাপশহর

বিশ্বের সর্বোচ্চ এটিএম রয়েছে পাকিস্তানে, যেন মেঘ ভেদ করে আকাশ থেকে টাকা পেরে আনা

পাকিস্তান সীমান্তের খুঞ্জেরাব পাসে বসানো হয়েছে এমন এক এটিএম। এই এটিএম এর আশেপাশে কোনও বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু তা সত্ত্বেও এটি খুব ভালোভাবে চলে এবং লোকেরা সহজেই এখানে প্রতিদিন টাকা তুলতে পারেন। এই এটিএমটি বিশ্বের সবচেয়ে উঁচু এটিএম হিসেবে পরিচিত।

Produced byDebnil Saha | Lipi 21 Oct 2022, 12:19 pm
ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়ে টাকা তোলার সময় আজকাল আর মানুষের হাতে নেই। ব্যস্ত লোকেদের কম সময়ে টাকা তোলার জন্য দিকে দিকে রয়েছে এটিএম মেশিন। বছরের প্রায় ৩৬৫ দিনই এই মেশিন থেকে টাকা তোলা যায়। নগদ টাকার প্রয়োজন হলেই সকলে এটিএম মেশিনের দ্বারস্থ হন। আজকাল রাস্তার আনাচে কানাচে এটিএম মেশিন রয়েছে। কিন্তু জানেন কি এমন একটি এটিএম আছে সেখানে যেতে গেলে মেঘের ট্র্যাফিক জ্যাম পেরোতে হয়? এটিএম-টি রয়েছে পাহাড়ের চূড়ায়। সেখান থেকে টাকা নিয়ে এসে অনায়াসে বলতে পারবেন যে, "আকাশ থেকে টাকা পেড়ে নিয়ে এলাম।"
EiSamay.Com pakistan home for world highest atm machine
বিশ্বের সর্বোচ্চ এটিএম রয়েছে পাকিস্তানে, যেন মেঘ ভেদ করে আকাশ থেকে টাকা পেরে আনা

নিশ্চয়ই ভাবছেন যে, পাহাড়ের চুড়োয় এভাবে এটিএম মেশিন রাখার কারণটি কী? আর তাছাড়া কোথায়ই বা রয়েছে বিশ্বের সর্বোচ্চ এই এটিএম? দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দেওয়া যাক। পাকিস্তান সীমান্তের খুঞ্জেরাব পাসে বসানো হয়েছে এমন এক এটিএম। এই এটিএম এর আশেপাশে কোনও বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু তা সত্ত্বেও এটি খুব ভালোভাবে চলে এবং লোকেরা সহজেই এখানে প্রতিদিন টাকা তুলতে পারেন। এই এটিএমটি বিশ্বের সবচেয়ে উঁচু এটিএম হিসেবে পরিচিত। (All photo credit: istock.com)


​এই এটিএমের উচ্চতা কত

পাকিস্তানের খুঞ্জেরাব পাসে এই এটিএম তৈরি করা হয়েছে। সমুদ্রতল থেকে এই এটিএম-এর উচ্চতা ১৫,৩৯৬ ফিট। এটিএম-টি তুষার ঢাকা পর্বত দ্বারা বেষ্টিত। এটি চালু হয়েছিল ২০১৬ সালে। এত উচ্চতায় থাকার কারণে ইতিমধ্যেই এটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্বোচ্চ এটিএমের মর্যাদা পেয়েছে।

​এই এটিএম বায়ু এবং সৌর শক্তিতে চলে

বিশ্বের সর্বোচ্চ এই এটিএম-টি আমাদের দেশ থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। এটি চিন এবং পাকিস্তান সীমান্তের খুঞ্জেরাব পাসে তৈরি করা হয়েছে। পাকিস্তানের পার্বত্য অঞ্চল গিলগিট-বাল্টিস্তানে অবস্থিত এই এটিএম এলাকাটি সবসময় বরফে ঢাকা থাকে। তবে এত উঁচু পাহাড়ে কোনও বিদ্যুৎ সংযোগ নেই। এই স্থান বরং বলা ভালো, এটিএম-টি চলে সৌর এবং বায়ু শক্তিতে।

আরও পড়ুন: দক্ষিণ ভারতের এই ৫ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রী রামের সম্পর্ক

​​অনেক কষ্টে টাকা পৌঁছায় এখানে

শুনলে অবাক হবেন যে, এত উঁচু দুর্গম স্থানে এটিএম-টি থাকা সত্ত্বেও এর রক্ষণাবেক্ষণে কোনও ধরনের ঘাটতি নেই। নিকটতম ব্যাঙ্কটি প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত। যেখান থেকে কর্মীরা এই এটিএমটি নিয়মিত রিফিল করার জন্য চলে যান। এই এটিএমে পৌঁছতে তাঁদের প্রবল বায়ু প্রবাহ, ঝড়, ভূমিধস এবং বন্ধুর পার্বত্য পথ পেরোতে হয়।

​এই এটিএম-এর নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত

এই এটিএম এত উঁচুতে বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল, সীমান্তে মোতায়েন সেনাবাহিনী এখান থেকে তাঁদের প্রয়োজনীয় টাকা তুলতে পারেন। এগুলো ছাড়াও এখানে বসবাসকারী স্থানীয় কিছু বাসিন্দাও এখানে টাকা তুলতে আসেন। এই অপূর্ব সুন্দর এলাকায় থাকা এটিএম-এর নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও নথিভুক্ত রয়েছে।

আরও পড়ুন: আপনি কি জানেন এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক দুর্গ? সন্ধ্যার আগেই এখান থেকে চলে আসতে হয়

​এটিএম ছাড়াও এখানে আছে বিশেষ কিছু

খুঞ্জেরাব একটি জাতীয় উদ্যান এবং পাকিস্তানের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান। এটি তুষার চিতা এবং বিপন্ন প্রজাতির মার্কোপোলো ভেড়ার আবাসস্থল। জাতীয় উদ্যানে বসবাসকারী অন্যান্য প্রাণীদের মধ্যে রয়েছে হিমালয়ান আইবেক্স, হিমালয়ান ব্রাউন বিয়ার, তিব্বতি নেকড়ে, নীল ভেড়ার মতো প্রাণী।

আরও পড়ুন: খুব সহজ বা কঠিন নয়, যেসব মহিলারা পাহাড়ে চড়তে ভালোবাসেন তাঁদের জন্য এই জায়গাগুলি সেরা!

লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর