অ্যাপশহর

ট্রেনের টিকিট হারিয়ে গেছে? চিন্তা নেই, টিটির কাছে গিয়ে এই কাজটি করলেই হবে মুশকিল আসান!

টিকিট হারানোর ক্ষেত্রে ভারতীয় রেল বেশ কয়েকটি নিয়ম তৈরি করেছে। অনলাইন বা অফলাইন টিকিট হারিয়ে গেলে, যাত্রী TTE-র সঙ্গে কথা বলে এবং জরিমানা পরিশোধ করে আরেকটি টিকিট পেতে পারেন।

Produced byশ্রাবণী অধিকারী | Lipi 12 Apr 2023, 12:11 pm
প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেলে চেপে ভ্রমণ করে চলেছেন। যাত্রীদের সুবিধার জন্য নিত্যদিন নানা নতুন নতুন পরিষেবা চালু করছে আইআরসিটিসি। আগের মতো আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি নেই। ঘরে বসে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন যাত্রীরা। অবশ্য প্ল্যাটফর্ম কাউন্টারে টকিট কাটার চল এখনও থেকে গেছে। যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারেন না তাঁদের জন্যই এই ব্যবস্থা। সবই ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে, রেলযাত্রার সময় আপনার টিকিটটি হারিয়ে গেছে তখন? চিন্তা করবেন না, সেই সমস্যা সমাধানেরও ব্যবস্থা রয়েছে। তবে এর জন্য অতিরিক্ত খরচ করতে হবে। (All photo credit: istock.com)
EiSamay.Com is your train ticket is also lost know how you can travel again on indian railway
ট্রেনের টিকিট হারিয়ে গেছে? চিন্তা নেই, টিটির কাছে গিয়ে এই কাজটি করলেই হবে মুশকিল আসান!


কাউন্টার টিকিট প্রয়োজন

রেলওয়ে কাউন্টার টিকিটে ভ্রমণ করা রেলের নির্দিষ্ট নিয়মের আওতায় আসে। কোনও যাত্রী যদি দূরপাল্লার ট্রেনের টিকিটটি বাড়িতে ফেলে আসেন তাহলে প্রথমে রেলওয়ে কাউন্টার থেকে একটি জেনারেল টিকিট কেটে নিন।না হলে কিন্তু সমস্যা হতে পারে। নিজের সমস্যা কথা TTE-কে জানান। যাত্রীর জরিমানা হবে কিনা তা সিদ্ধান্ত নেবেন তিনি।

ট্রেনে এই কাজটি করুন

টিকিট হারিয়ে গেলে, যাত্রী IRCTC অ্যাপে গিয়ে TTE-কে কোচ এবং বার্থের বার্তা দেখাতে পারেন। এছাড়াও, রেলওয়ের টিকিটটি আপনার মোবাইল ফোন নম্বর এবং মেল আইডির সঙ্গে সংযুক্ত করা থাকে। মোবাইলে PNR কনফার্মেশন মেসেজও থাকে। আপনি সেগুলিও দেখাতে পারেন। তাতেই সমস্যা মিটে যাওয়ার কথা।

কীভাবে নতুন টিকিট করা যায়

যাত্রার সময় যদি যাত্রী টিকিট হারিয়ে যায় এবং তাঁর মোবাইল থেকে টিকিট দেখানোর সুবিধা না থাকে, তাহলে তিনি টিকিট চেকারের কাছ থেকে তাঁর নতুন ডুপ্লিকেট টিকিটটি পেতে পারেন। এর জন্য তাঁকে ৫০ থেকে ১০০ টাকা জরিমানা দিতে হয়। তবে মনে রাখবেন যে, টিকিট হারানোর পর সঙ্গে সঙ্গেই টিকিট চেকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ তথ্যের পর, টিকিট পরীক্ষক যাত্রীর জন্য তৈরি একটি নতুন টিকিট দিতে পারেন।

কীভাবে নতুন টিকিট করা যায়

যাত্রার সময় যদি যাত্রী টিকিট হারিয়ে যায় এবং তাঁর মোবাইল থেকে টিকিট দেখানোর সুবিধা না থাকে, তাহলে তিনি টিকিট চেকারের কাছ থেকে তাঁর নতুন ডুপ্লিকেট টিকিটটি পেতে পারেন। এর জন্য তাঁকে ৫০ থেকে ১০০ টাকা জরিমানা দিতে হয়। তবে মনে রাখবেন যে, টিকিট হারানোর পর সঙ্গে সঙ্গেই টিকিট চেকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ তথ্যের পর, টিকিট পরীক্ষক যাত্রীর জন্য তৈরি একটি নতুন টিকিট দিতে পারেন।

অফলাইন টিকিট এবং অনলাইন টিকিটের সুবিধা

রেলওয়ে তথ্য অনুযায়ী, কোনও যাত্রী দুটি উপায়ে টিকিট কিনতে পারেন। প্রথমটি হল কাউন্টার টিকিট, যেখানে যাত্রী টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে পারেন, আর দ্বিতীয়টি হল অনলাইন টিকিট। যা যাত্রী পেয়ে যেতে পারেন মেইল আইডিতে। কোনও যাত্রী যদি অনলাইনে টিকিট নেওয়ার পরে ভ্রমণ না করেন বা টিকিট বাতিল না করেন বা টিকিট কনফার্ম না হয়, তাহলে সহজেই তাঁর অ্যাকাউন্টে টাকা চলে আসে। তবে অফলাইনে তেমন সুবিধা মেলে না।

লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর