অ্যাপশহর

পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বড় ধাক্কায় খুশি ভারত, জেনে নিন কেন আমাদের কাছে এটি একটি সুখবর

Passport Ranking: সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্স পাসপোর্টের নতুন র্যাঙ্কিং তালিকা প্রকাশিত করেছে। এই র্যাঙ্কিং জানা যায় যে কোন দেশ কতটা শক্তিশালী। এর মধ্যে রয়েছে ১৯৯টি পাসপোর্ট।

Produced byশ্রাবণী অধিকারী | Lipi 20 Jan 2023, 12:00 pm
পাসপোর্ট হল আন্তর্জাতিক পরিচয়পত্র। এর গুরুত্ব প্রত্যেক দেশের মানুষই বোঝেন। বিদেশে যাওয়ার সময় সবার প্রথম 'পাসপোর্ট' তৈরির কথাটিই মাথায় আসে। কারণ এই পাসপোর্টের সাহায্যেই বিদেশে আপনার পরিচয় জানা যায়। আপনার নাগরিকত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশ্বের অনেক দেশ রয়েছে যেথানে ভিসা ছাড়ারও যাওয়া যায়। কিন্তু পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে কিছুতেই যাওয়া যায় না। এটি বেআইনি। সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্স, পাসপোর্টের একটি নতুন র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। এতে রয়েছে ১৯৯টি পাসপোর্ট। অনেক দেশই নিজেদের পুরোনো র্যাঙ্কিং-এর স্থানটি ধরে রেখেছে। কোনও দেশ আবার সেই স্থান হারিয়েছে। তাহলে জেনে নেওয়া যাক সেই সব দেশের নাম। (All photo credit: pexels.com)
EiSamay.Com henley passport ranking 2023 where pakistan still in lower position and india with 85th
পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বড় ধাক্কায় খুশি ভারত, জেনে নিন কেন আমাদের কাছে এটি একটি সুখবর



তালিকায় পাকিস্তানের নাম

বিশ্বের চতুর্থ নিকৃষ্ট পাসপোর্টের দেশের তকমা পেয়েছে পাকিস্তান। ২০২২ সালেও এই দেশের র্যাঙ্কিং একই ছিল। এ বছরও পাকিস্তান রয়েছে ১০৬ নম্বরে। পাকিস্তান শুধুমাত্র ৩২টি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল ভ্রমণ করতে পারে।

পাকিস্তানের নীচে রয়েছে অন্যান্য দেশ

শুধু পাকিস্তানেরই যে খারাপ পাসপোর্ট তা কিন্তু নয়। সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের নাম রয়েছে তালিকার অনেক নীচে। বিশ্বের সবচেয়ে খারাপ পাসপোর্টের তালিকায় সর্বশেষে রয়েছে আফগানিস্তানের। এই দেশের পাসপোর্টধারীরা ভিসা-মুক্ত সুবিধা নিয়ে মাত্র ২৭টি দেশে ভ্রমণ করতে পারেন।


ভারত কোন তালিকায় আছে?

ভারতীয় নাগরিকদের জন্য সুখবর। গত বছরের মতো এ বছরও দেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। এ বছর ভারত ৮৫তম অবস্থানে রয়েছে। ভারতীয় পাসপোর্ট থাকলে যাত্রী ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভালের সুবিধা নিয়ে ৫৯টি দেশ ভ্রমণ করতে পারেন।

সবচেয়ে শক্তিশালী দেশ

হেনলির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরও বিশ্বের ক্ষমতাধর দেশগুলির মধ্যে জায়গা করে নিয়েছে জাপানের পাসপোর্ট। এই পাসপোর্টের মাধ্যমে যাত্রী ১৯৩টি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল দিয়ে ভ্রমণ করতে পারবেন। এই তালিকায় এশিয়ার আরও তিনটি দেশও জায়গা করে নিয়েছে।


সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া

জাপানের পর সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার পাসপোর্টও সবচেয়ে শক্তিশালী। এই পাসপোর্টধারীরা ১৯২টি দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। জার্মানি এবং স্পেনের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভ্রমণ করতে পারবেন। লাক্সেমবার্গ, ইতালি এবং ফিনল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভ্রমণ করতে পারবেন।


পাঁচ নম্বরে রয়েছে এই দেশ

তালিকার পাঁচ নম্বরে রয়েছে ডেনমার্ক, সুইডেন, অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডস। আর ছয় নম্বরে রয়েছে ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও যুক্তরাজ্য।
লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর