অ্যাপশহর

মানালি যাবেন? আপনার অপেক্ষায় ছবির মতো এই কটেজ

এই প্যাচপ্যাচে গরমে কলকাতায় বসে কষ্ট না পেয়ে কোনও হিল স্টেশনে ঘুরতে গেলে ভালো হত না? ঘরের কাছে দার্জিলিং-গ্যাংটক ঘোরা হয়ে গেলে এবার বরং যাওয়া যাক হিমাচল প্রদেশ।

শ্রমণা গোস্বামী | EiSamay.Com 3 Jun 2018, 4:43 pm
শ্রমণা গোস্বামী
EiSamay.Com সাজানো কটেজ
সাজানো কটেজ


এই প্যাচপ্যাচে গরমে কলকাতায় বসে কষ্ট না পেয়ে কোনও হিল স্টেশনে ঘুরতে গেলে ভালো হত না? ঘরের কাছে দার্জিলিং-গ্যাংটক ঘোরা হয়ে গেলে এবার বরং যাওয়া যাক হিমাচল প্রদেশ। ছবির মতো সুন্দর এই রাজ্যের কথা বললেই আগে যে দুটি জায়গার নাম মাথায় আসে, তা হল সিমলা ও মানালি। এই মানালিতেই বাজারের ভিড় থেকে একটু দূরে আপনারই জন্য অপেক্ষা করছে স্প্রিং ডেল কটেজ। সাজানো-গোছানো সুন্দর এই কটেজে পাহাড়ের কোলে কয়েকটা দিন আপনার সব শহুরে ক্লান্তিকে যে ধুয়েমুছে তার গ্যারান্টি দেওয়াই যায়।

মানালি ম্যাল রোড থেকে মাত্র ২ কিলোমিটার দূরে কানিয়াল রোড। ম্যাল রোডের ভিড় থেকে একটু দূরে হওয়ায় এখানটা অনেক নিরিবিলি। এখানেই ঠিক প্রকৃতির কোলে স্প্রিং ডেল কটেজ এবং কার্তিক কটেজ। স্প্রিং ডেল কটেজের প্রতিটা ঘরেরই তিন দিক থেকে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে গেলে জানালার ভারী পর্দা সরালেই চোখে পড়বে বরফে ঢাকা পাহাড়। শীতকালে এমনকি পুরু বরফ জমে যায় কটেজের সামনের অংশেও।

সাজানো কটেজ


বেডরুম

" />
স্প্রিংডেল ও কার্তিক কটেজের অন্যতম অংশীদার সুব্রত দাস জানালেন যে দুটি পরিবার একসঙ্গে গিয়ে যদি দুটো ডাবল বেড রুম নেয়, তো তাদের জন্য কটেজের একটা দিক আলাদা করে ছেড়ে দেওয়া হবে। তখন নিজস্ব ডাইনিং, নিজস্ব হল পেয়ে যাবে তারা। এখানকার খাবারও আপনার মন কেড়ে নেবে। মেনুকার্ডে যা আইটেম রয়েছে, সে সব ছাড়াও চাইলে অতিথিদের জন্য আলাদা করে কোনও ডিশ বানিয়ে দেওয়ারও রেওয়াজ রয়েছে। মানালি থেকে প্রয়োজনমত গাড়ি কটেজের রিসেপশন থেকেই বুক করে নেওয়া যাবে।

সাজানো কটেজ


ছবির মতো কটেজ



সুব্রত বাবু জানালেন যে স্প্রিং ডেল কটেজের যে কোনও ডিলাক্স ডাবল রুমে সিজনে দু-জনের ব্রেকফাস্ট ও ডিনার নিয়ে খরচ পড়বে ৩৫০০ টাকা এবং অফ সিজনে ৩০০০ টাকা। আপনি চাইলে শুধু রুমও বুক করতে পারেন। আর চাই কী? একটু নিরিবিলিতে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়েই আসুন না। স্প্রিং ডেল কটেজ বুক করতে চাইলে এই নম্বরে ফোন করতে পারেন: ৯০৫১২০০০০০।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল