অ্যাপশহর

দেশের অজানা ৫ অসাধারণ স্পট, না-গেলে আজই যান

বেশি পর্যটকের ভিড় নেই, কিন্তু মন ভোলানো সৌন্দর্য, এমন অনেক না জানা জায়গা ভারতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার যাঁদের নতুন নতুন জায়গা দেখার নেশা রয়েছে, তাঁদের জন্য কয়েকটি আকর্ষণীয় জায়গার হদিশ দিচ্ছি আমরা...

EiSamay.Com 26 Mar 2016, 3:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উঠল বাই, কটক যাই। বাঙালিদের চিরন্তন বাতিক। তবে এখন অনেকেই অফবিট জায়গা খুঁজছেন, যেখানে গিয়ে একদণ্ড শান্তি মিলবে। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। বেশি পর্যটকের ভিড় নেই, কিন্তু মন ভোলানো সৌন্দর্য, এমন অনেক না জানা জায়গা ভারতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার যাঁদের নতুন নতুন জায়গা দেখার নেশা রয়েছে, তাঁদের জন্য কয়েকটি আকর্ষণীয় জায়গার হদিশ দিচ্ছি আমরা...
EiSamay.Com beautiful offbeat places in india that are still unexplored
দেশের অজানা ৫ অসাধারণ স্পট, না-গেলে আজই যান


পর্ব ৩

১১. তিরথান ভ্যালি, হিমাচল প্রদেশ: রহস্যেমোড়া তিরথান ভ্যালি, যেকোনও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে আকর্ষণীয় জায়গা। ফিশিং, স্পোর্টস ছাড়াও এই হিল টাউনে রয়েছে এক অদ্ভূত নিস্তব্দতা। বিরাট পাইন গাছের সারি আর হাল্কা মেঘের ছোঁয়া পেতে চলে যেতে পারেন এখানে।

কখন যাবেন: তিরথান ভ্যালিতে যাওয়ার আইডিয়াল সময় হল মার্চ-জুনে, অক্টোবর-নভেম্বরে।



১২. স্পিটি, হিমাচল প্রদেশ: রুক্ষ পাহাড়, তার নীচে সবুজ ঘাসের মেলা। বাড়িগুলিও বেশ সুন্দর। হিমাচল প্রদেশের খুব অপরিচিত নাম স্পিটি।মেঘ আর রোদ্দুদের খেলার মাঝে চোখে পডবে বৌদ্ধ মন্দির ও মঠ। অপূর্ব শান্ত এই জায়গায় খুব কম পর্যটকই আসেন।

কখন যাবেন: স্পিটিতে যাওয়ার জন্য ভালো সময় মে- অক্টোবর মাস। হাল্কা বৃষ্টি আর আলো-আঁধারির খেলায় স্পিটির প্রাকৃতিক দৃশ্য, জাস্ট অসাধারন। তবে ঠান্ডাকে এড়িয়ে যাওয়াই ভালো।



১৩. নুব্রা ভ্যালি, জম্মু ও কাশ্মীর: ছবিটি দেকেই মনে হচ্ছে, শিল্পীর নিখুঁত তুলির টানে ক্যানভাসে ফুটে উঠেছে এই ছবিটি। যদি এই দৃশ্য মাসনামাসনি দেখতে চান, তাহলে অবশ্য যাবেন জম্মু ও কাশ্মীরের নুব্রা উপত্যকাতে। শুধু জম্মু ও কাশ্মীর বললে ভুল হবে, লেহ থেকে প্রায় ১৪০ কিমির মধ্যেই এই উপত্যকা।

কখন যাবেন: নুব্রাতে যেতে গেলে জুন থেকে অক্টোবরের মধ্যেই যান।



১৪. হেমিস, জম্মু ও কাশ্মীর: এ ছবি অল্পবিস্তর পরিচিত হলেও, খুব কম পর্যটকই যান এখানে। প্রচন্ড ঠান্ডা ও তুষারঝড়ের জন্য পর্যটকদের আনাগোনা বেশ কম। হেমিস গুম্ফা বা হেমিস জাতীয় উদ্যান দেখতেই যা খরচা, এছাড়া চোখ ভোরে উপভোগ করবেন শুধু দুর্গম পর্বতঘেরা সুন্দর প্রাকৃতিক শোভা। ফটোগ্রাফি যাঁদের নেশা ও পেশা, তাঁদের কাছে এই জায়গা স্বর্গ।

কখন যাবেন: মে-জুন মাসই মোক্ষম সময়। শীতের সময় এখানে তাপমাত্রা প্রায় মাইনাস ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে থাকে।



১৫. গোকার্ণা, কর্ণাটক: রিলাক্সড পরিবেশের জন্য কর্ণাটকের সুন্দর ও আনস্পয়েলড গোকার্ণা বিচের খোঁচ করতে পারেন। ভারতীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদেরো আনাগোনা থাকে এই গোকার্ণাতে। শহরের কোলাহল থেকে একদম বাইরে এই বিচে এলে আপনার মনে হবে, আপনি এক অন্য পৃথিবীতে বাস করেন।

কখন যাবেন: এখানে যাওয়ার জন্য কোন সিজনের দরকার নেই। হাতে সময় নিয়ে যেকোনও সময় বেরিয়ে পড়ুন। তবে বর্ষার সময় বিচের অবস্থা খুব একটা ভালো থাকে না। লোকজনেরও তেমন দেখা মেলে না। বেস্ট টাইম হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল