অ্যাপশহর

দেশের অজানা ৫ অসাধারণ স্পট, না-গেলে আজই যান

বেশি পর্যটকের ভিড় নেই, কিন্তু মন ভোলানো সৌন্দর্য, এমন অনেক না জানা জায়গা ভারতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার যাঁদের নতুন নতুন জায়গা দেখার নেশা রয়েছে, তাঁদের জন্য কয়েকটি আকর্ষণীয় জায়গার হদিশ দিচ্ছি আমরা...।

EiSamay.Com 5 Mar 2016, 6:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উঠল বাই, কটক যাই। বাঙালিদের চিরন্তন বাতিক। তবে এখন অনেকেই অফবিট জায়গা খুঁজছেন, যেখানে গিয়ে একদণ্ড শান্তি মিলবে। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। বেশি পর্যটকের ভিড় নেই, কিন্তু মন ভোলানো সৌন্দর্য, এমন অনেক না জানা জায়গা ভারতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার যাঁদের নতুন নতুন জায়গা দেখার নেশা রয়েছে, তাঁদের জন্য কয়েকটি আকর্ষণীয় জায়গার হদিশ দিচ্ছি আমরা...। আজ প্রথম পর্ব
EiSamay.Com beautiful offbeat places in india that are still unexplored
দেশের অজানা ৫ অসাধারণ স্পট, না-গেলে আজই যান




১.কুর্নুল, সিমান্ধ্রা: ভারতের পুরনো মন্দির ঘুরে দেখতে যাঁদের ভালো লাগে, তাঁদের জন্য কুর্নুল একদম পারফেক্ট। ইতিহাস, স্থানীয় মনোরম পরিবেশের মিশেলে জায়গাটি অপূর্ব। ছোট্ট কুর্নুলকে ঘিরে অনেক পুরনো মন্দির রয়েছে। যেমন, ভেনুগোপালাস্বামী মন্দির, নিউ সির্ডি সাঁই বাবা মন্দির।

যা যা দেখবেন- বিড়লা মন্দির, বেলুম গুহা, ওরাভাকাল্লা রক গার্ডেন, রোলাপাড়ু অভয়ারণ্য, আব্দুল ওয়াহাবের সমাধি।

কখন যাবেন: নভেম্বর-ফেব্রুয়ারি মাসে যেতে পারেন।তবে শীতের সময় গেলে সীমান্ধ্রার এই অজানা জায়গাকে আরও ভালোভাবে চিনতে, জানতে পারবেন।

২. জিরো, অরুণাচল প্রদেশ: অফবিট হলিডে ট্যুরের জন্য অরুণাচল প্রদেশের এই সবুজ পাহাড়ঘেরা জায়গাটা একবার ঘুরে আসতে পারেন। অফিস-বাড়ি আর চারিদিকে শুধু কংক্রিটের জঞ্জাল দেখতে দেখতে দেখতে যখন চোখ ব্যাথা করছে, তখন এই সবুজে ঘেরা সুন্দর গ্রামটি চোখের আরাম দেবে। গাঢ় সবুজ পাহাড়, আর তার নীচে সবুজ ধানের ক্ষেত। তারই পাশে রয়েছে টিনের বা টালির চালের বাড়ি। মূলত এখানে আপা টানি উপজাতিদের বাস।

কখন যাবেন: সারাবছরই এখানে মনোরম আবহাওয়া। বর্ষার সময় অসুবিধা হতে পারে, তবে তেমন একটা ভয়াবহ পরিস্থিতি হয় না।

৩. তাওয়াং, অরুণাচল প্রদেশ: সমুদ্র থেকে প্রায় ৩০৪৮ মিটির উপরে, অরুণাচল প্রদেশের পাহাড়ের বুখে এক চিলতে শহর, তাওয়াং। বিশেষত, এই জায়গাটি সকলের কাছে বেশি পরিচিত, দলাই লামার জন্মস্থান হিসেবে।

কখন যাবেন: মার্চ-সেপ্টেম্বর মাসে গেলে খুব ভালো হয়। অল্প ঠান্ডার রেশ থাকে। শীতকালে এখানে না যাওয়াই ভালো। বসন্তের রোদে এই উপত্যকার নানান রূপ আপনাকে মুগ্ধ করবে।

৪. মাজুলি, অসম: মাজুলিকে বিশ্বের সবচেয়ে বড় মিস্টি জলের দ্বীপ নামেই চেনে। উল্লেখ্য, প্রায় ২০ মিটিরা জায়গা জুরে ব্রহ্মপুত্র নদের বিস্তার এখানে। তারই মধ্যে জোরহাট বলে একটি দ্বীপ মাঝখানে জেগে রয়েছে। অসমের সাংস্কৃতির রাজধানী তথা মাজুলিতে বছরের একটি নির্দিষ্ট সময়ে উত্‍সব শুরু হয়। বিশেষ বিহুর সময়কালে। সেইসময়ে মাজুলির আকাশে-বাতাসে বসন্তের গন্ধ ম ম করে।

কখন যাবেন: মাজুলিকে বর্ষার সময়ে সবচেয়ে সুন্দর দেখায়। তবে অসমের এই ছোট্ট দ্বীপটিতে যেতে গেলে ঘুরে আসুন অক্টোবর-মার্চে।

৫. মানস ন্যাশনাল পার্ক, অসম: ইউনেস্কোর ন্যাশনাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মানস ন্যাশনাল পার্কের স্থান বেশ ওপরেই। হাতি, বাঘ ছাড়াও জীব বৈচিত্রের অদ্ভূত সংরক্ষণশালা এই মানস উদ্যানটি। পরিস্কার-পরিচ্ছন্ন ও শান্ত এই জাতীয় উদ্যানটি অন্যান্য সংরক্ষণশালা থেকে একদম আলাদা। যাঁরা জঙ্গল পছন্দ করেন, তাঁদের জন্য মানস জাতীয় উদ্যানটি ভালো লাগবে।

কখন যাবেন: অক্টোবর-এপ্রিল মাসে মানস ন্যাশনাল পার্কে যেতে পারেন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল