অ্যাপশহর

পরের বার যখনই ফাইভ স্টার হোটেলে যাবেন সিলিং ফ্যানের দিকে একবার তাকাবেন, তাক লেগে যাবে

বেড়াতে গিয়ে বা অন্য কোনও কারণে হোটেল বাস কম বেশি সকলকেই হয়তো করতে হয়েছে। কিন্তু হোটেলে থাকলেও সেখানকার জিনিসপত্র খুঁটিয়ে দেখার অবকাশ বা ইচ্ছে কারোরই হয়তো হয় না। কিংবা হয়তো খেয়ালও পড়ে না। কিন্তু এবার কোনও পাঁচতারা হোটেলে থাকতে গেলে একবার হোটেল রুমের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দেখবেন। কিছুই দেখতে পাবেন না। আসলে পাঁচ তারা হোটেলে সাধারণত সিলিং ফ্যান থাকে না।

Produced byDebnil Saha | Lipi 26 Nov 2022, 12:08 pm
হোটেলে গিয়ে সেখানকার রুম সার্ভিস উপভোগ করা কিন্তু এক ধরনের মজার অভিজ্ঞতা। অনেকেই আছেন যাঁরা সুন্দর সুন্দর হোটেল রুমে থাকতে খুব ভালোবাসেন। ঘরের মধ্যে কোনও কাজ করতে হয় না। ফোন করলে বা বেল বাজালেই রুম সার্ভিস সমস্ত কাজ করে দিয়ে যায়। আর সেই হোটেল যদি হয় পাঁচতারা তাহলে তো কথাই নেই। বিলাসিতা আর আভিজাত্যের ছড়াছড়ি সেখানে। আর আতিথেয়তার তো কোনও তুলনাই হয় না। একজন ব্যক্তির দুই তিনদিনের জন্য যা যা প্রয়োজন হতে পারে পাঁচ তারা হোটেলের রুমের তার সমস্ত কিছু থাকে। না থাকলে একটা অনুরোধেই তা হাজির হয়ে যায় দ্বার সম্মুখে। কিন্তু পাঁচ তারা হোটেলে একটা জিনিস পাবেন না বললেই চলে। কী জানেন? পাখা। সিলিং ফ্যান। সাধারণত পাঁচ তারা হোটেলের অভিজাত রুমে কোনও সিলিং ফ্যান থাকে না। কিন্তু কেন এমন হয় জানেন? (All photo credit: istock.com)
EiSamay.Com 5 star hotels dont have ceiling fans in hotels also know about hotel tips too
পরের বার যখনই ফাইভ স্টার হোটেলে যাবেন সিলিং ফ্যানের দিকে একবার তাকাবেন, তাক লেগে যাবে


​ফ্যান রক্ষণাবেক্ষণে সমস্যা

শুনতে অদ্ভুত মনে হলেও, কথাটা একদম সত্যি। পাঁচ তারা হোটেলে নাকি সিলিং ফ্যান রক্ষণাবেক্ষণ করা বেশ সমস্যাদায়ক। সাধারণত ফ্যানের রক্ষণাবেক্ষণের অর্থ মোটর জ্বলে যাওয়া, ব্লেডের ক্ষতি, ব্লেড ভেঙে যাওয়া সহ মেরামতের একাধিক সমস্যা। পাঁছ তারা হোটেলে সেন্ট্রাল কুলিং সিস্টেমের পরিবর্তে প্রতিটি রুমে আলাদা কুলিং সিস্টেম থাকে। তাই রুমের মধ্যে ফ্যান অবিরাম চলতে থাকলে তার মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

​ফ্যান থেকে বিপদ আছে

ফ্যানের কারণে হোটেলগুলিতে নানা বিপত্তি হতে পারে। যেমন, হোটেল রুমে আত্মহত্যার ঘটনা মাঝে মধ্যেই শোনা যায়। আবার হোটেলের বিছানাগুলিতে ভারী স্প্রিং থাকে। তাই ছোটোরা কিংবা অন্য কেউ বিছানায় লাফালে বা ঝাঁপ দিলে বাউন্স করে সরাসরি ফ্যানের আঘাত পেতে পারেন। এবং তার ফল হতে পারে মারাত্মক।

​হোটেলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে

হোটেলে সিলিং ফ্যান না থাকার আরেকটি কারণ হল, হোটেলের সব কক্ষ এবং কমন প্লেসে তাপমাত্রা নিয়ন্ত্রক থাকে। তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনও সমস্যা যাতে না হয় সেই কারণেও সিলিং ফ্যান রাখা হয় না।

আরও পড়ুন: বড় বড় হোটেলেও ১৩ নম্বর ঘর কিংবা ১৩ তলা থাকে না, কিন্তু কেন জানেন?

​হোটেলে অন্যান্য যে বিষয়গুলো মাথায় রাখা দরকার

- নিরাপত্তার স্বার্থে আপনার রুম নম্বর কারও সঙ্গে শেয়ার করবেন না। আপনি যদি হোটেলে একা থাকতে যান, এবং রিসেপশনে সবার সামনে আপনার নম্বরে কল করেন, তাহলে তাদের বুঝিয়ে বলে আপনার রুম নম্বর পরিবর্তন করুন।

- হোটেলের রুমে রাখা গ্লাস বা অন্য কোনও পাত্র ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ সেগুলি প্রতিদিন পরিষ্কার করা হয় না। হোটেল যত বড়ই হোক না কেন সবসময় বোতলজাত জল অর্ডার করুন।

- হোটেলের রিভিউ অবশ্যই একবার পড়ে নিন। এখান থেকেই আপনি হোটেল সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন।

- হোটেলের ঘরের আয়নাগুলি ভালো পরীক্ষা করে দেখুন। আয়নাটি উভয় পাশে রয়েছে কিনা কিংবা সেটি দিয়ে আপনার ঘরের দূশ্য অন্য কেউ দেখতে পাচ্ছেন কিনা তা ভালো করে পরীক্ষা করে নিন।

আরও পড়ুন: পরিণীতি চোপড়া থেকে অনুষ্কা শর্মা, সেলিব্রিটিরা ছুটি কাটাতে গিয়ে এই বিলাসবহুল হোটেলেই থাকেন

লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর