অ্যাপশহর

সম্পর্ক ভালো করুন

যে কোনও সম্পর্কেই সমস্যা রয়েছে৷ বাবা-মা-সন্তানের সম্পর্কও তার ব্যতিক্রম নয়৷ এর একটা কারণ যদি জেনারেশন গ্যাপ হয় তবে অন্য কারণটা অবশ্যই পারস্পরিক বোঝাপড়ার অভাব৷

EiSamay.Com 31 Dec 2016, 12:36 pm
যে কোনও সম্পর্কেই সমস্যা রয়েছে৷ বাবা-মা-সন্তানের সম্পর্কও তার ব্যতিক্রম নয়৷ এর একটা কারণ যদি জেনারেশন গ্যাপ হয় তবে অন্য কারণটা অবশ্যই পারস্পরিক বোঝাপড়ার অভাব৷ কিন্ত্ত এই দোহাই দিয়ে তো আর এখটা চিরন্তন সম্পর্ক খারাপ হতে দেওয়া যায় না! কীভাবে ভালো করবেন নিজেদের সম্পর্ক? জানাচ্ছে ‘অন্য সময়’
EiSamay.Com tips to improve relationship between parents and adult child
সম্পর্ক ভালো করুন


কথা বলুন

সমস্যা নিয়ে আলোচনা করুন৷ এর অর্থ কিন্ত্ত ঝগড়া করা নয়৷ তাঁদের সঙ্গে কিছু সময় কাটান৷ দিনের একটা সময় নির্দিষ্ট রাখুন কথা বলার জন্য৷ ওঁরা আপনাকে পাশে চান৷ সেই সময় বাড়ির টুকটাক কথা, আত্মীয়-স্বজনদের গল্প করুন৷ ওঁদের শরীরের খোঁজখবর নিন৷ সবসময় দরকারি কথাই বলতে হবে তার তা কোনও মানে নেই৷ অদরকারি কথাও বলুন৷ এতে ওঁদের মানসিক অবস্থা, শারীরিক পরিস্থিতির কথা সহজেই জানতে পারবেন৷

শ্রদ্ধা জরুরি

রাগের বশে বাবা, মাকে যা নয় তাই বলে দিলেন, এটা কোনও কাজের কথা নয়৷ ওঁরা আপনার গুরুজন৷ ফলে আপনার উচিত্‍ সেই সম্মানটা দেওয়া৷ অনেকসময় কোনও তাত্‍ক্ষণিক লড়াই জেতার জন্য মাথায় যা এল সেটা বলে দিলেন এমনটা করাটা সমীচীন নয়৷ কারণ কোনও কথা একবার মুখ থেকে বেড়িয়ে যাওয়া মানে সেটা বেরিয়ে যাওয়া৷ আপনি সেটা কখনওই ফেরত নিতে পারবেন না৷ সুতরাং যখন কথা বলছেন বিশেষত বড়দের সঙ্গে তখন ভেবেচিন্তে বলুন৷ এছাড়া কথাবার্তার মধ্যেও মার্জিতভাব রাখা জরুরি৷

দৃষ্টিভঙ্গি বুঝুন

বাবা মা কোথাও যেতে বারণ করছেন, কিংবা কোনও জিনিস দিচ্ছেন না কিংবা মাঝেমধ্যে পড়াশুনা নিয়ে রাগারাগি করছেন- এই কারণগুলিতেই মূলত বেশিরভাগ ঝগড়াঝাঁটি হয়ে থাকে৷ এইসব কারণে যখন বাবা, মা রাগারাগি করেন তখন দ্বিগুন রাগ দেখানোটাই কিন্ত্ত একমাত্র পথ নয়৷ বরং একটু তলিয়ে ভাবুন যে ঠিক কী কারণের জন্য তাঁরা এমনটা করছেন৷ তাঁরা আপনার খারাপ হোক সেটা চাইবেন না৷ তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে? কেন তাঁরা এমন করছেন? তাঁদের দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন৷ তাহলেই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন খুব সহজেই৷

বিশ্বাস

সব সম্পর্কের ভিতই কিন্ত্ত বিশ্বাস৷ সেটা বাবা, মা-র সম্পর্কের ক্ষেত্রেও দরকার৷ আপনি যদি তাদের ওপর পূর্ণ বিশ্বাস না করতে পারেন তাহলে সম্পর্ক ভালো হবে কীভাবে? অচেনা কোনও মানুষকে কত সহজে বিশ্বাস করে ফেলছেন৷ আর যাঁরা আপনাকে মানুষ করল তাদের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? এটা কিন্ত্ত ঠিক নয়৷ তাদের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন৷ আপনার খারাপ হোক এমন কোনও সিদ্ধান্ত আপনার মা, বাবা নেবেন না৷

ঠাণ্ডা মাথায়

তুচ্ছ কারনে মাথা গরম করে ফেলবেন না৷ বাবা, মা কোনও কটু কথাই না হয় বললেন৷ এতে অপমানিত বোধ করার কিছু হয়নি৷ তারা আপনার মা, বাবা তাদের আপনাকে দু-চার কথা শোনানোর যথেষ্ট অধিকার রয়েছে৷ তা বলে আপনি রেগে গিয়ে চিত্‍কার করলে সম্পর্কের মান নিম্নগামী হবে৷ তার চেয়ে ভালো মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দিন৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল