অ্যাপশহর

এবার নিজেকে Pamper করার খরচ জোগাবে কোম্পানি!

অফিসে কাজের চাপে মুখ তোলার সময় নেই? কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছেন না? এরকমই ব্যস্ত-সমস্ত কর্মচারিদের জন্যই এবার বিশেষ সুবিধে নিয়ে এসেছে কয়েকটি কোম্পানি।

EiSamay.Com 5 May 2016, 5:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অফিসে কাজের চাপে মুখ তোলার সময় নেই? কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছেন না? এরকমই ব্যস্ত-সমস্ত কর্মচারিদের জন্যই এবার বিশেষ সুবিধে নিয়ে এসেছে কয়েকটি কোম্পানি। অফিস আওয়ারের মধ্যেই কয়েকটা ঘণ্টা নিজেকে 'প্যাম্পার' করার সুযোগ দেওয়া হচ্ছে। আর এর পুরোটাই স্পনসর করবে কোম্পানি।
EiSamay.Com some companies will pay you to pamper yourself
এবার নিজেকে Pamper করার খরচ জোগাবে কোম্পানি!


টানা অনেকক্ষণ কাজ করেছেন, স্যাঁলোতে গিয়ে টুক করে একটা বডি মাসাজ নিয়ে এলে কেমন হয়? সেটাও যদি হয় কোম্পানির খরচে? কাজের স্ট্রেস কমাতে কোম্পানির দেওয়া টাকায় টুকটাক একটু শপিং করে ফেললেন? কর্মচারিদের কাজের চাপ থেকে কিছুটা রেহাই দিতে বেশ কিছু কোম্পানি তার কর্মচারিদের জন্য এরকমই paid me time চালু করেছে।

কর্পোরেট ভাষায় একে ব্যক্তিগত দিনের branding করা বলা হয়। কোথাও আবার কোম্পানির খরচে কাছেপিঠে ঘুরেও আসতে পারবেন। বছরে দু-দিন এই খাতে বরাদ্দ রাখা হচ্ছে। এই দু-দিন কাজের চাপ ভুলে একটু সময় কাটানোর জন্য বরাদ্দ। আমার-আপনার অফিসেও চালু হলে ভাল হত না?
Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল