অ্যাপশহর

ছুটি উপভোগ্য করে তুলুন

সামার ভ্যাকেশন৷ মানেই আপনার সন্তান অনেকদিন আপাতত বাড়িতে থাকবে৷ এই সময় তাকে নতুন কিছু শিখতে উত্‍সাহ দিন৷ মজার ছলে শিখলে শেখার আনন্দ অনেকটাই বেড়ে যায়৷ জানাচ্ছে ‘অন্য সময়’

EiSamay.Com 23 Apr 2016, 12:56 pm
সামার ভ্যাকেশন৷ মানেই আপনার সন্তান অনেকদিন আপাতত বাড়িতে থাকবে৷ এই সময় তাকে নতুন কিছু শিখতে উত্‍সাহ দিন৷ মজার ছলে শিখলে শেখার আনন্দ অনেকটাই বেড়ে যায়৷ জানাচ্ছে ‘অন্য সময়’
EiSamay.Com learning lesson at the time of summer vacation
ছুটি উপভোগ্য করে তুলুন


গরমের ছুটির দিনগুলো শুধু টিভিতে কার্টুন দেখে কিংবা ভিডিও গেম খেলে সন্তানকে সময় কাটাতে দেবেন না৷ এই অখন্ড অবসরে নতুন কিছু শেখান আপনার কটিকাঁচাদের৷ সিলেবাসের বাইরেও শিশুমনের বিকাশ ঘটানোর উপযুক্ত সময় হল এই গরমের ছুটি৷ সামার ক্যাম্পের কথাও ভেবে দেখতে পারেন৷

* গাছপালা, প্রকৃতি ইত্যাদির সঙ্গে বাচ্চাদের পরিচিত করে তুলতে তাদের বাগান করতে উত্‍সাহ দিন৷ গার্ডেনিং খুব ভালো হবিও৷ গাছপালার সঙ্গে সময় কাটালে মন ভালো থাকে৷ বিভিন্ন ফুল বা ফলের গাছ চিনতে শেখান৷ বাড়ির এক চিলতে ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে বাগান করতে বলুন৷ প্রয়োজনে আপনিও আপনার বাচ্চাকে সাহায্য করুন৷ কীভাবে যত্ন নেবে তাও শেখান৷ দরকার হলে গুগল সার্চ করে গার্ডেনিং সম্পর্কে নানা ধরনের আর্টিকেল খুঁজে পড়াতে পারেন৷

* কয়েকদিন আগেই কোথাও থেকে বেড়িয়ে এসেছেন হয়তো৷ আপনাদের বেড়ানোর স্মৃতি নিয়ে আপনার বাচ্চাকে একটা স্ক্র্যাপবুক বানিয়ে ফেলতে বলুন৷ স্ক্র্যাপবুক বাচ্চার সৃষ্টিশীলতা বাড়াতে সাহায্য করে৷ শুধু বেড়াতে যাওয়া কেন, বাড়িতে কোনও অনুষ্ঠান বা পিকনিক এই ধরনের কোনও ঘটনা নিয়েও স্ক্র্যাপবুক তৈরি করা যেতে পারে৷ ছোট ছোট লেখা, উপাদান সংগ্রহ ইত্যাদির মাধ্যমে সে শিখবে কোনও একটা কাজকে কীভাবে গঠনমূলক করে তোলা যায়৷

* প্রত্যেকটা বাচ্ছাই খেলতে পছন্দ করে৷ তবে তাকে এমন কোনও খেলনা কিনে দিন, যা থেকে সে কিছু শিখতে পারে৷ এরকম নানা ধরনের শিক্ষামুলক খেলনা আপনি দোকানে পাবেন৷ অনলাইন থেকেও কেনা যেতে পারে৷ কী ধরনের খেলনা আপনার বাচ্চাকে দেওয়া যেতে পারে তার জন্য ইন্টারনেট সার্চ করে একটা ধারণা তৈরি করে নেওয়া যেতে পারে৷

* সন্তান একটু বড় হলে ওকে সোজা কোনও রান্না করতে শেখাতে পারেন৷ রান্না একটা আর্ট৷ কেক বা কুকিজ বেক করাও শেখানো যেতে পারে৷ বাচ্চাদের জন্য রান্নার বিভিন্ন কোর্সে তার নাম দিতে পারেন৷ এক্ষেত্রেও ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে৷ শুধু তাই নয় বাচ্চাকে এই সময় থেকেই ঘরের ছোটখাটো কাজ বা দায়িত্ব নিতে শেখান৷ যেমন সুন্দর ভাবে খাবার টেবিল সাজানো, বা নিজের ঘর সাজানোর নানা আইডিয়া ইত্যাদি৷ সব কাজেই যাতে ক্রিয়েটিভ আইডিয়া থাকে, সে ব্যাপারে উত্‍সাহ দিন৷

* ভালো অভ্যাস তৈরির এইটাই উপযুক্ত সময়৷ একটা সুস্থ জীবন যাপনের জন্য জরুরি এমন কোনও একটা অভ্যাস তৈরি করতে উত্‍সাহ দিন৷ যেমন শরীর চর্চা৷ যোগ ব্যায়ামের কোনও কোর্সে ভর্তি করতে পারেন৷ অথবা এই সময় সাঁতার বা কোনও ওয়াটার স্পোর্টসও শেখাতে পারেন৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল