অ্যাপশহর

জমজমাট খেলা থাকলে কাজ সরিয়ে দেখে নেব

গরম তো আছেই। সঙ্গে ফুটবল জ্বর। পারদ চড়ছে। সেই উত্তাপ টের পাচ্ছেন কলকাতার ফরাসি কনস্যুলেটের ডেপুটি কনসাল অলিভিয়ের কাস্যাঁ। আপাতত কূটনীতি নয়। মশগুল ফুটবল নিয়ে। কথা বললেন পীযূষ আশ। ছবি অর্ণব চক্রবর্তী

EiSamay 20 Jun 2018, 1:34 pm
বিশ্বকাপের দৌড়ে শুরুটা ভালোই হয়েছে ফ্রান্সের। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আজ রাতে পেরুর সঙ্গে খেলা। আগামী সপ্তাহে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে ফরাসি দল। কনস্যুলেটের ঠাসা কর্মসূচি, কলকাতার ফুটবল প্রেম আর ফরাসি দলের প্রতি আশা---এসব নিয়েই অলিভিয়ের যা বললেন---
EiSamay.Com অলিভিয়ের কাস্যাঁ
অলিভিয়ের কাস্যাঁ


কাজ বনাম খেলা

ফ্রান্সে যখন হাইস্কুলে পড়তাম, তখন বিশ্বকাপের সময় আগেভাগে ছুটি হয়ে যেত। যাতে আমরা খেলা দেখতে পারি। হ্যাঁ, এখন কাজের চাপ আছে। কিন্তু ম্যাচগুলো সন্ধে বা রাতের দিকে। সুতরাং কাজ সেরে খেলা দেখার সুবিধা রয়েছে। আর তেমন ভালো খেলা থাকলে কাজ সরিয়ে রেখে দেখে নেব। বিশ্বকাপের জন্য একটু ব্যতিক্রম হতেই পারে।

বিশ্বকাপের কলকাতা

বেশ বুঝতে পারছি কলকাতা বিশ্বকাপ নিয়ে একেবারে মেতে গিয়েছে। মানুষ ফুটবল নিয়ে কথা বলছে, ফুটবল নিয়েই প্রশ্ন করছে। বছর তিনেক আগে যখন এই শহরে আসি, একটা খেলা দেখতে গিয়েছিলাম মাঠে। কী উন্মাদনা! ম্যাচ হচ্ছে, দর্শকরা উত্তেজনায় চিৎকার করছেন। কলকাতায় আছি, নাকি ইউরোপের কোনও স্টেডিয়ামে ফুটবল দেখছি, বোঝা যাচ্ছিল না। আমি দিল্লি, মুম্বই, গোয়া, রাজস্থানের বেশ কয়েকটা শহর ঘুরেছি। কলকাতার মতো ফুটবল পাগল ভারতের আর কোনও শহর নয়।

ফুটবল মানে ম্যাজিক

আমাদের দল ভালোই শুরু করেছে। বেশ আক্রমণাত্বক খেলাই খেলেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিছু-কিছু ক্ষেত্রে আরও ভালো করতে হবে। যা হোক, জিতেছি---এটাই শেষ কথা। ছাত্র বয়সে ফুটবল খেলতাম। এখন দেখি। টেনিসও দেখি। টেনিস আমার খুব প্রিয়। কিন্তু ফুটবলের ব্যাপারটাই আলাদা। দেখুন না, মেক্সিকো কেমন হারিয়ে দিল জার্মানিকে! ফুটবলে যে কোনও কিছু হতে পারে। একটা ম্যাচের শেষে কী হবে, কেউ বলতে পারে না। ফুটবলের এই আনপ্রেডেক্টিবিলিটি খেলাটাকে একেবারে আলাদা করে দিয়েছে। এজন্যই ফুটবল মানে ম্যাজিক। আর ফুটবলের মতো সিম্পল খেলা আর আছে? না। একটা বল, একজোড়া জুতো থাকলে, যে কেউ ফুটবল খেলতে পারবে। সেও পারবে ম্যাজিক দেখাতে!

লোকেশন সৌজন্য: নভোটেল

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল