অ্যাপশহর

'বিয়ের পর জাস্ট ১ বছরেই আর ওকে বিছানায় ভাল্লাগছে না, কী যে করি...'

কিছু সম্পর্ক তবুও টিকে থাকে। আসলে তখন সেটা আর সম্পর্ক থাকে না। হয়ে যায় সমঝোতা।

EiSamay.Com 4 Dec 2022, 10:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৈবাহিক জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যৌনজীবন। অসুখী যৌনজীবনের জন্য বিবাহবিচ্ছেদ বা দাম্পত্য অশান্তি আকছার ঘটনা। কিন্তু কিছু সম্পর্ক তবুও টিকে থাকে। আসলে তখন সেটা আর সম্পর্ক থাকে না। হয়ে যায় সমঝোতা। রোজ প্রতিদিনের আপোষ। সেরকমই একটি প্রশ্ন করেছিলেন বারাসত থেকে সানি দাস নামে এক যুবক।
EiSamay.Com Marriage Problem
ফাইল ফটো


প্রশ্ন: ৬ মাস প্রেমের পর এক বছর আগে বিয়ে করেছি। আমি স্ত্রীকে খুব ভালোবাসি। বিয়ের আগে আমরা দারুণ উপভোগ করতাম যৌনতা। কিন্তু বিয়ের পর থেকে সব যেন কেমন ফিকে হয়ে যেতে শুরু করল। ওর মধ্যে আর যৌন আকর্ষণ অনুভব করি না। কোনও রকম কাম জাগে না। এখন আর আমরা মিলিতও হই না।

যৌন অবসাদ আমায় চেপে বসেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওকে ছেড়ে দেব। এমন কাউকে বিয়ে করব, যে আমায় রতিসুখ দিতে পারবে। যৌন জীবনে খুশি করতে পারবে। এর ফলে আমিও বাঁচব। আমার স্ত্রী-ও বাঁচবে। আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি?

উত্তর দিয়েছেন বিখ্যাত মনোবিদ অসীমা প্রুথি। কী বলছেন চিকিত্‍‌সক?

উত্তর: একজন মহিলা, যাঁকে আপনি ভালোবাসেন, তাঁর প্রতি আপনার মনোভাব দেখে আমি অবাক হচ্ছি! যদি আপনি সত্যিই তাঁকে ভালোবাসেন, তাহলে দোষ না খুঁজে বেড়িয়ে কোনও সেক্সোলজিস্টের পরামর্শ নিন। সমস্যাটা আপনার দিক থেকেও হতে পারে। যদি আপনি সঙ্গিনীর প্রতি যৌন আকর্ষিত না হন, তাহলে হতেই পারে আপনার সেক্সুয়াল সমস্যা আছে, আপনি জানেন না।

নতুন সঙ্গিনী খোঁজাটা কিন্তু সমস্যার সমাধান নয়। নতুন সঙ্গিনী যে আপনাকে যৌন তৃপ্তি দিতে পারবেনই, সে বিষয়ে তো নিশ্চিত হওয়া সম্ভব নয়। নিজের জীবনটাকে তিক্ত করার আগে দয়া করে কোনও সেক্সোলজিস্টের পরামর্শ নিন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল