অ্যাপশহর

গরম পড়ছে, ত্বকের নানা সমস্যায় যেভাবে যত্ন নেবেন! রইল ঘরোয়া টিপস...

চৈত্র শুরু হতে না হতেই গরম পড়তে শুরু করে দিয়েছে পুরোদমে! করোনার দাপটে মুখে মাস্ক ও প্রয়োজনীয় সাবধনতা নিয়ে বাইরে বেরোতে হচ্ছে। ত্বকে কালচে ছোপ, ট্যান ইত্যাদি আরও নানা সমস্যা একের পর এক বাড়তে থাকে। ত্বকের সঠিক যত্নে মেনে চলুন এই কয়েকটি টিপস

EiSamay.Com 10 Mar 2021, 11:10 am

হাইলাইটস

  • শুরু হয়েছে গরমের দাপট। বিশেষ করে যাঁদের তেলতেলে ত্বক, গরম আর ঘামের জোড়া ফলায় তাঁদের অবস্থা আরও কাহিল!
  • মুখ তেলতেলে লাগছে, ব্রণ-হোয়াইট হেডস-ব্ল্যাকহেডসের উপদ্রবও শুরু হয়ে গেছে।
EiSamay.Com Oily Skin
দেখে নিন
এই সময় ডিজিটাল ডেস্ক: চৈত্র শুরু হতে না হতেই গরম পড়তে শুরু করে দিয়েছে পুরোদমে! করোনার দাপটে মুখে মাস্ক ও প্রয়োজনীয় সাবধনতা নিয়ে বাইরে বেরোতে হচ্ছে। তার মধ্যে শুরু হয়েছে গরমের দাপট। বিশেষ করে যাঁদের তেলতেলে ত্বক, গরম আর ঘামের জোড়া ফলায় তাঁদের অবস্থা আরও কাহিল! মুখ তেলতেলে লাগছে, ব্রণ-হোয়াইট হেডস-ব্ল্যাকহেডসের উপদ্রবও শুরু হয়ে গেছে। তা হলে কী করা! আপনার রান্নাঘরে এমন অনেক সাধারণ উপাদান লুকিয়ে রয়েছে। যা নিখুঁতভাবে যত্ন নেবে আপনার তেলতেলে ত্বকের।
ত্বকের সঠিক যত্নে মেনে চলুন এই কয়েকটি টিপস:

টমেটো
এর মতো প্রাকৃতিক ক্লেনজার কমই হয়। মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্ল্যাকহেডস, ব্রণ দূরে রাখতে সাহায্য করে। মাঝারি টমেটো আধখানা করে তার রসটা বের করে নিন। এর পর তুলোয় করে সারা মুখে মেখে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই রকম সপ্তাহে একদিন করলেই দারুণ ফল পাবেন।

কলার মাস্ক
কলা একটু বেশি দিন থাকলে কালো হয়ে যায়। খাওয়া যায় না। তাই ফেলে না দিয়ে চটকে পেস্ট করে নিন, এর সঙ্গে মেশান এক টেবিলচামচ মধু। দু'ফোঁটা লেবুর রস দিয়ে দিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর্যন্ত রেখে ভালো করে ধুয়ে ফেলুন উপকার মিলবে।

বেকিং সোডা
তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। এর পর এটা মুখে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। বেকিং সোডার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে যা ত্বকের তেলতেলেভাব কাটিয়ে তুলতে সাহায্য করবে।

অ্যালোভেরা
বাড়িতে অ্যালো ভেরার গাছ থাকলে ভালো, না হলে দোকান থেকে কেনা জেল হলেও চলবে। মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন।

লেবুর রস
সাধারণ পাতিলেবুর রস আপনার ত্বকের বাড়তি তেলাভাব কাটিয়ে তুলতে সাহায্য করে। লেবুর রস, গোলাপজল আর গ্লিসারিন সমান পরিমাণে মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। ব্রণ, গরমের ফুসকুড়ি কমিয়ে ত্বক সুস্থ রাখার অব্যর্থ উপাদান এটি।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল