অ্যাপশহর

পুজোর আগে পার্লার নয়, ঘরোয়া উপায়েই সেরে নিন ফেশিয়াল

পার্লারে গিয়ে কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহার না করে বাড়িতেই করে নিন ফেশিয়াল। বানিয়ে নিন প্যাক। স্টেপ বাই স্টেপ ক্লিনজিং টোনিং প্যাক লাগিয়ে এবার জেল্লা ফেরান বাড়িতেই।

EiSamay.Com 27 Sep 2021, 8:52 pm
EiSamay.Com বাড়িতেই সারুন ফেশিয়াল
বাড়িতেই সারুন ফেশিয়াল
এই সময় জীবনযাপন ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই মহালয়া। ঘর দোর ঝাড়পোছ, ঝুল ঝাড়া এসব তো শুরু হয়েই গিয়েছে। এর মধ্যে অবশ্য বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। কিন্তু পুজোর আগে নিজেকেও একটু সুন্দর করে গড়ে পিটে নিতে হবে তো! অনেকেই জোরদার ডায়েট, এক্সারসাইজ শুরু করেছেন। লকডাউনে সকলেই বেশ কয়েক কেজি ওজন বাড়িয়েছেন। ফলে সেই ওজন আগে ঝরিয়ে ফেলতেই হবে। সেই সঙ্গে তো রূপচর্চচাও চাই একটু। আর তাই দেখে নিন কীভাবে বাড়িতেই করবেন ফেশিয়াল।

ক্লিনজিং

ফেসিয়াল করার আগে সবচেয়ে প্রয়োজনীয় স্টেপ হল মুখ ভালো ভাবে পরিষ্কার করে নেওয়া। এতে ত্বকের উপরের ময়লাসহ ভিতরের মরা কোষ দূর হয়। এতে ত্বকের স্বাস্থ্য ভালো হয়।

একটি পাত্রে ৪ চা চামচ কাঁচা দুধ , এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে বানিয়ে নিন ক্লিনজার।
তুলো দিয়ে এটি ভালো ভাবে মুখে অ্যাপ্লাই করুন ৫ মিনিট মত। আরও ৫ মিনিট এটি মুখে রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।

ফেসিয়াল স্ক্রাব

চালের গুঁড়ো, বেসন, মধু, টকদই আর কফি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর একটা কাপড় গরম জলে ভিজিয়ে ওটা দিয়েই মুখ মুছে নিন।

ম্যাসাজ ক্রিম

টকদই, হলুদ আর চিনি মিশিয়ে ম্যাসাজ ক্রিম বানিয়ে নিন। এবার তাই দিয়েই ভালো করে ম্যাসাজ করুন। অন্তত ১০মিনিট ভালো করে ম্যাসাজ করুন। এরপর গরম জলে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন।

প্যাক লাগান

পাকা কলা, মধু, আমন্ড গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। সব উপকরণ ভালো করে মিশিয়ে তবেই লাগান। ১৫ মিনিট রাখুন। এরপর প্যাক শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। সব শেষে মুখে গোলাপ জল লাগিয়ে নিন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল