অ্যাপশহর

5 Minute Makeup: হাতে সময় কম? মাত্র ৫ মিনিটেই করে ফেলুন পার্টি মেকআপ, শিখে নিন এই ট্রিক

Party Makeup Tips: পার্টির মরশুমে মেকআপ করতেই হয়। কিন্তু হাত সময় কম থাকায় ভালো করে মেকআপ করতে পারছেন না? জেনে নিন ৫ মিনিটে মেকআপ করার নিয়ম। এতে সময়ও কম লাগে আর আপনাকে দেখতেও সুন্দর লাগে।

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 24 Dec 2022, 10:23 am
Makeup Hack: পার্টির মরশুম চলছে। আপনারও এই শীতে কোনও পার্টির নিমন্ত্রণ রয়েছে নিশ্চয়ই? থাকটাই স্বাভাবিক। প্রত্যেকেরই কম বেশি পার্টির নিমন্ত্রণ রয়েছে এই শীতে। কিন্তু এই পার্টিতে অংশ নেওয়ার সময়ে নিজের পোশাকের দিকেও যেমন খেয়াল রাখতে হয়, একইভাবে মানানসই মেকআপ করাও প্রয়োজন।
EiSamay.Com how to complete party makeup in 5 minutes
5 Minute Makeup: হাতে সময় কম? মাত্র ৫ মিনিটেই করে ফেলুন পার্টি মেকআপ, শিখে নিন এই ট্রিক


নাহলে শোস্টপার হবেন কীভাবে? কিন্তু অফিসের কাজ এবং বাড়ির কাজের চাপ সামলিয়ে অনেকেই পার্টির মেকআপ করার জন্য খুব বেশি সময় পান না। কারণ, কাজ সামলেই হয়তো পার্টির জন্য বেরিয়ে যেতে হয়। তাই আপনার প্রয়োজন কিছু মেকআপ ট্রিক! এই মেকআপ হ্যাক জানা থাকলে মাত্র কয়েক মিনিটেই আপনি মেকআপ সম্পূর্ণ করতে পারবেন। জেনে নিন সেই ট্রিক!

ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না

মেকআপ শুরুর প্রথমেই মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখে লাগাতে হবে টোনার। ময়শ্চারাইজার না মেখে কখনও মেকআপ ব্যবহার করবেন না। ময়শ্চারাইজার লাগিয়ে মেকআপের প্রথম ধাপ শুরু করুন। পার্টির মেকআপ দীর্ঘস্থায়ী করতে হবে।

তাই প্রথমেই প্রাইমার লাগিয়ে নিন। আপনার মুখ একটি সুন্দর টেক্সচার পাবে। এবার মেকআপের পরবর্তী ধাপ শুরু করতে হবে। ফেস প্রাইমার লাগালে মেকআপ অনেকক্ষণ থাকে। আই মেকআপ শুরু করার আগে আপনি আই প্রাইমারও লাগাতে পারেন।

ফাউন্ডেশনের বদলে কী ব্যবহার করবেন

প্রাইমার লাগানোর পরেই আপনাকে বিবি ক্রিম লাগাতে হবে। ফাউন্ডেশন স্কিপ করুন। বিবি ক্রিম বা সিসি ক্রিম লাগিয়ে নিন। এই ধরনের ক্রিম আপনার মুখকে সুন্দর টেক্সচার দেয়। ফাউন্ডেশনের মতো কভারেজ না দিলেও পার্টির মেকআপে বেশ কাজে আসতে পারে।

এমনকী ময়শ্চারাইজও করে আপনার মুখকে। তাই প্রাইমার লাগানোর পরে অবশ্য়ই বিবি বা সিসি ক্রিম লাগান। ব্রাশ, ব্লেন্ডার বা আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিন।

এই জিনিসটি ব্যবহার করুন

ফাউন্ডেশন ব্যবহার না করলেও এই জিনিসটি আপনাকে মুখে লাগাতেই হবে। নাহলেই কিন্তু মুখের নানা দাগছোপ প্রকাশ্যে আসতে পারে। ঠিকই ধরেছেন, আপনাকে এবার লাগাতে হবে কনসিলার। অনেকেরই ত্বকে নানা কারণে কালো দাগছোপ থাকে। চোখের চারপাশে ডার্ক সার্কেল প্রায় সবারই আছে।

চোখের তলায় ও ঠোঁটের দুপাশে কনসিলার লাগান। মুখে দাগ থাকলে, তার উপরে এই কনসিলার লাগিয়ে নিন। মুখ উজ্জ্বল দেখাবে। ভালো করে ব্লেন্ড করে নিতে ভুলবেন না। নাহলে আপনার সাজ খারাপ করে দিতে পারে।

আই মেকআপ করুন মন দিয়ে

পার্টি মেকআপে বেশ গুরুত্বপূর্ণ আই মেকআপ। তবে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে। কিন্তু আপনার কাছে তো খুব বেশি সময় নেই। আই মেকআপের জন্য খুব বেশি সময় দিতে পারবেন না। তাই আইলাইনার ও কাজল ব্যবহার করুন।

চোখের উপরের পাতায় আইলাইনার লাগান। চোখের নিচের পাতায় কাজল ব্যবহার করুন অবশ্য়ই। মাস্কারা লাগাতে হবে। সামান্য গ্লিটার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিতে পারেন। আই মেকআপ সম্পূর্ণ।

লিপস্টিক লাগাতে ভুলবেন না

লিপস্টিক না লাগালে তো মেকআপ সম্পূর্ণ হবেই না। এবার পার্টিতে আপনি কী ধরনের লিপস্টিক পরে যাবেন? রেড ড্রেসের সঙ্গে আপনি মানানসই রেড লিপস্টিক পরতে পারেন। কালো ড্রেসের সঙ্গে রেড লিপস ভালো মানায়। কিন্তু আপনি ন্যুড শেডসও ব্যবহার করতে পারেন ঠোঁটে। তাও দেখতে খারাপ লাগে না। লিপস্টিক লাগানোর পরে লিপগ্লস লাগাতে ভুলে যাবেন না। ঠোঁটেও গ্লিটার লাগাতে পারেন।

শেষে মেকআপ সেটিং স্প্রে লাগিয়ে নিন। লুজ পাউডার দিয়ে আপনার মেকআপ সেট করে নিন।

আরও পড়ুন: চুল পাতলা হতে হতে মাথা ফাঁকা? ১ মাসেই ঘন লম্বা চুল ফিরিয়ে দিতে সস্তার এই ঘরোয়া উপাদান একাই একশো

আরও পড়ুন: একটা টিপেই বদলে যায় আপনার সাজ, জেনে নিন কোন মুখে কেমন টিপ মানায় বেশি?

লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর