অ্যাপশহর

রুটিন দোহাই নয়, পাশে থাকুন বাবাও

ব্যস্ত রুটিনে বেশিরভাগ বাবারাই সন্তানদের সময় দিতে পারে না৷ ফলে অনেকসময় সম্পর্কে মান অভিমানের পালা চলে৷ বাবা এবং সন্তানের সম্পর্ক কিন্ত্ত দারুন থাকা বাঞ্ছনীয়৷ কেন পাশে থাকতে হবে জানাচ্ছে 'অন্য সময়'

EiSamay.Com 14 Mar 2017, 1:26 pm

ব্যস্ত রুটিনে বেশিরভাগ বাবারাই সন্তানদের সময় দিতে পারে না৷ ফলে অনেকসময় সম্পর্কে মান অভিমানের পালা চলে৷ বাবা এবং সন্তানের সম্পর্ক কিন্ত্ত দারুন থাকা বাঞ্ছনীয়৷ কেন পাশে থাকতে হবে জানাচ্ছে 'অন্য সময়'

EiSamay.Com father should spend quality time with son
রুটিন দোহাই নয়, পাশে থাকুন বাবাও

কথায় কথায়

বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে নিজের যাবতীয় সমস্যার কথা সন্তান অনায়াসে বলে ফেলবে নিজের বাপিকে৷ অনেকসময় কথা বলতে পারাটা খুব জরুরি৷ মনের কথা মনে চেপে রাখা উচিত্ নয়৷ ফলে সুসম্পর্ক রাখতে পারলে সন্তান নিজে থেকে মনের সমস্ত গল্প আপনার সঙ্গে ভাগ করে নেবে৷ তাছাড়া বাচ্চার সঙ্গে সময় কাটালে তার মানসিক বিকাশ ঘটে৷

সাহস দিন

বাবা সবসময় সবকাজে এগিয়ে যাওয়ার সাহস দেন৷ সেটা কিন্ত্ত সন্তানের জন্য খুব জরুরি৷ যেমন ধরুন, ছোটবেলায় সাইকেল চালানোর সময় বাবা উদ্যম দেন প্যাডেল করার৷ সন্তান জানে সে পড়ে গেলে বাবা তো আছেন৷ বড় হওয়ার পরেও বিভিন্ন ক্ষেত্রে সেই উদ্যম যোগানো জরুরি৷ সন্তানরা যদি জানে যে বাপিকে পাশে পাবে তাহলে সে এগোনোর সাহস করবে৷

দুঃখের মুহূর্তে

বাবারা সন্তানকে দুঃখের মধ্যে দেখতে পারেন না৷ ফলে তারা সবসময় চেষ্টা করেন নিজের খুদের মুখে হাসি ফোটানোর৷ সেই চেষ্টায় খামতি হতে দেবেন না৷ খেলনা ভেঙ্গে গেলে নতুন খেলনা দিন৷ অন্যদিকে পরীক্ষায় একটু খারাপ হলে সামান্য বকুনি দেওয়া সঠিক৷ কিন্ত্ত পরের বার ভালো করার উত্সাহও দেওয়াও জরুরি৷

মায়ের সঙ্গে

স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক রাখা দরকার৷ কারণ সন্তান জন্মানোর পর আপনারা নতুন পরিচয় অর্জন করেছেন৷ আজ আপনারা মা বাবা৷ আপনাদের সম্পর্কের রেশ সন্তানের মধ্যেও পড়বে৷ বাবা মায়ের মধ্যে সবসময় ঝগড়া দেখলে বাচ্চার মধ্যে একটা মানসিক বিশৃঙ্খলা তৈরি হবে৷ ফলত সে সম্পর্কের ক্ষেত্রে ভয় পেতে শুরু করবে৷ অপরদিকে যেসব বাবা মা'র সম্পর্ক ভালো তাদের সম্পর্ক বিষয়ে ইতিবাচক মনোভাব থাকবে৷ ফলে স্বামীর দায়িত্ব স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখা৷

নতুন নতুন জিনিস

মায়ের দায়িত্ব সন্তান বড় হলে তাকে দায়িত্বশীল করে তোলা৷ আপনারও কিন্ত্ত দায়িত্ব রয়েছে৷ সারাদিন শাসনে থাকার পর সে যখন একঘেয়েমির শিকার তখন তাকে নতুন নতুন জিনিস শেখান৷ যেমন ধরুন ড্রাইভিং শেখালেন৷ কিংবা সাঁতার শেখালেন৷ সবসময় চেষ্টা করুন সন্তানকে নতুনত্ব দিয়ে চমকে দিতে৷ এই নতুনত্ব ওর বাধা ছকের জীবনের খোলা জানলা৷ যেখান দিয়ে রোদ আসবে কিনা নির্ণয় করেন একমাত্র বাপি৷

শাসন দরকার

বাচ্চার জীবনে শাসনও জরুরি৷ সঠিক সময় রাশ না টানলে সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে৷ সে বিপদে পড়তেই পারে৷ তাই সঠিক সময়ে তাকে শাসন করুন৷ তবে সেটা করার জন্য তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই হবে৷ নয়ত সে আপনার কথা শুনবে কেন৷ সম্পর্ক খারাপ হলে আপনি যেটা বারণ করবেন সে সেটাই বেশি করে করবে৷ তাই সম্পর্ক ভালো রাখুন এবং সঠিক সময় খুদেকে বিপদের কথা জানান৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল