অ্যাপশহর

Forehead Darkening: কপালে কালো দাগ-ছোপ পরেছে? ডার্মাটোলজিস্টের থেকে জেনে নিন সমাধান...

সৌন্দর্যের জন্য প্রয়োজন হয় দুটি জিনিসের, একটি হল নিঁখুত ত্বক এবং অপরটি হল সুন্দর চুল। চুলের সমস্যা হলে অনেক উপায়েই ব্যবস্থা করা যায় বটে, তবে মুখের সৌন্দর্য বজায় রাখতে হলে জরুরি ত্বকের যত্নের। তবে অনেক ক্ষেত্রে অযাচিত দাগ ছোপ আমাদের সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায়। পার্লারে গিয়ে লেজার ট্রিটমেন্ট করা যায় বটে, তবে কপালের কালো দাগ-ছোপ তুলতে হলে ভরসা রাখতে পারেন ডার্মাটোলজিস্টের এই উপায়গুলি। কী ভাবে যত্ন নেবেন জেনে নিন...

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 9 May 2022, 9:21 am
বিশেষজ্ঞদের মতে, আমাদের ত্বকে থাকে মেলানোসাইট কোষ। সেখান থেকে মেলানিন নামে রঞ্জক পদার্থ তৈরি হয়, যা আমাদের ত্বকে স্বাভাবিক রং তৈরিতে জরুরি ভূমিকা নিতে সাহায্য করে। এই কোষের বিশৃঙ্খলা তৈরি হলে ত্বকের রঙের তারতম্য হতে দেখা যায়। আর এই মেলানোসাইটের সক্রিয়তা বাড়লে মেলানিন নিঃসরণের পরিমাণ বেড়ে যায় ফলে চামড়া কালো হয়ে যায়। যদিও এটি একটি কারণ মাত্র।
EiSamay.Com dr jaishree sharad hyperpigmentation on the forehead can be caused by excessive exposure to sunlight
Forehead Darkening: কপালে কালো দাগ-ছোপ পরেছে? ডার্মাটোলজিস্টের থেকে জেনে নিন সমাধান...


আমরা অনেক সময় দেখি অনেকেরই কপাল কালো দাগ-ছোপ পড়ে যায়। তবে, এই সমস্যাটি সাধারণ বলে অনেকেই মনে করতে পারেন। কেন এমনটা হয়, সে সম্পর্কে আমরা খুব কমই জানি। এর পর যখন সমস্যা বাড়তে থাকে তখন ভুল চিকিৎসার কারণে বাড়তি খরচও পড়ে যায়। এর ফলে সমস্যা সমাধান করতে লেগে যায় বেশ কিছুটা সময়। আপনারও যদি এই সমস্যা থাকে, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞ জয়শ্রী শারদের এই টিপসগুলি কাজে লাগতে পারে। সম্প্রতি এই চিকিৎসক তাঁর ইনস্টাগ্রামে এই বিষয়ে তথ্য শেয়ার করেছেন এবং এই সমস্যার পিছনে মূল কারণ সম্পর্কেও জানিয়েছেন।

​কপাল কালো করার পেছনে এই অভ্যাসগুলো থাকতে পারে

  • মাথাব্যথার সময় অনেকেই বাম ব্যবহার করেন। স্বস্তি মিললেও কপালে কিন্তু কালো দাগ হতে করে। বিশেষজ্ঞের মতে, এই বেশি বাম ব্যবহার করলে এই সমস্যা হয়।
  • চুলে রং করাও কিন্তু এর কারণ হতে পারে। আসলে চুল রং করার ফলে শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে। এর ফলে সমস্যা হতে পারে।
  • পারফিউম ব্যবহার করলেও এই রকমের সমস্যা হতে পারে।

​কপাল কালো হওয়ার কারণ

  • রোদে বের হওয়ার আগে আমরা মুখ ঢেকে রাখি বটে কিন্তু কিছু অংশ ঢেকে রাখা যায় না। রোদের তাপ থেকেও কালো দাগ-ছোপ পড়তে পারে।
  • কপালে অবিরম ঘর্ষণ করলেও কালো হয়ে যায়। আসলে, আমাদের কপালের ত্বক মুখের মতোই নরম তাতে ক্রমাগত ঘর্ষণের ফলে কালো হতে শুরু করে।
  • ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যাও কপাল কালো হওয়ার অন্যতম প্রধান কারণ।

আরও পড়ুন:সাধারণ মুসুর ডাল দিয়েই ত্বক রাখুন ঝকঝকে, রইল ৪ টিপস

কালো ভাব দূর করুন এই উপায়গুলো

View this post on Instagram A post shared by Jaishree Sharad (@drjaishreesharad)

​​কপালের কালো দাগ দূর করতে এই কাজটি করুন

  • কপাল কালো হওয়ার এই সব কারণকে অবহেলা করবেন না। এসব বিষয় মাথায় রাখলে এ সমস্যা এড়ানো যায়।
  • কড়া রোদে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বাইরে গেলে চেষ্টা করুন যেন কপাল ভালো করে ঢাকা রাখতে।
  • মুখের সব অংশের পাশাপাশি কপালে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
  • গরমে কপালে প্রচুর ঘাম হয়, তাই মুছতে হলে সর্বদা নরম ন্যাপকিন ব্যবহার করুন।
  • ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেও কপাল কালো হয়ে যায়।
  • এমন অবস্থায় একবার ইনসুলিনের মাত্রা পরীক্ষা করুন।

ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর