অ্যাপশহর

ঘর সাজান ওয়াল স্টিকারে

ঘর সাজান ওয়াল স্টিকারে

EiSamay.Com 4 Dec 2022, 9:23 pm
রোজ একঘেয়ে দেওয়াল দেখে দেখে একঘেয়ে লাগছে? এই মূল্যবৃদ্ধির যুগে রোজ তো আর দেওয়ালের রং বদলাতে পারেন না! বরং কম খরচে ট্রাই করুন ওয়াল স্টিকার৷ কী কী বিষয় মনে রাখবেন ওয়াল স্টিকার ব্যবহারের ক্ষেত্রে? ছকে দিচ্ছে 'অন্য সময়'
EiSamay.Com Wall Sticker
ছবি সৌজন্যে Pixabay


কেমন হয় যদি সিনেমার পর্দার মত আপনার ঘরও সুপার-ডুপার স্টাইলিশ হয়? আপনার মুডের সঙ্গে সঙ্গে আপনার ঘরের পট পরিবর্তন করা যায়? হঁ্যা, এসব সম্ভব অত্যন্ত কম খরচে৷ স্টাইলিশ ঘর আবার খরচও কম? এমন আবার হয় নাকি? অবশ্যই সম্ভব৷ আজই কিনে ফেলুন ওয়াল স্টিকার৷ ১০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা কিংবা আরও বেশি রেঞ্জে বাজারে কিনতে পাওয়া যায় এই রুম ডেকর এলিমেন্টটি৷ আপনার ড্রয়িং রুম থেকে স্টাডি, কিচেন থেকে ওয়াশরুম প্রতিটির জন্য বিবিধ ডিজাইন পাবেন বাজারে৷

১) একমিনিটে বদলে ফেলা যায় ঘরের দেওয়াল, তাও কোনও ক্ষতি ছাড়াই৷ ফলে স্বাভাবিক ভাবেই ওয়াল স্টিকারের জনপ্রিয়তা বাড়ছে৷ ফোনের ক্ষেত্রে ঠিক যেভাবে স্ক্রিন গার্ড ব্যবহার করা হয়, ওয়াল স্টিকারও দেওয়ালের ক্ষেত্রে একই কাজ করে৷ দেওয়াল প্রটেক্টও করে এটি৷

২) দাম পেইন্টিং-র তুলনায় অনেক কম, তাই বার বার বদলাতেই পারেন ঘরের দেওয়াল৷ এমনকি পেইন্টিং-র উপরেও ওয়াল স্টিকার লাগাতে পারেন, তাতে রঙের কোনও ক্ষতি হবে না, বরং ধুলো-ময়লার হাত থেকে বাঁচানো যাবে শখের রঙটিকে৷

৩) বাড়িতে খুব ছোট্ট বাচ্চা থাকলে ওয়াল স্টিকার ব্যবহার না করাই ভালো৷ তবে আপনার বাড়ির খুদেটির বয়স যদি ৩ বছরের উর্ধ্বে হয়, তবে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন এটি৷

৪) যে কোনও সারফেসে ব্যবহার করা যেতে পারে এগুলি৷ শুধু মাথায় রাখতে হবে ব্যাকগ্রাউন্ড যেন পরিষ্কার, শুকনো ও ফ্ল্যাট হয়৷ গ্লাস, টায়েলস, ফার্নিচার, দরজা এবং অবশ্যই দেওয়ালে লাগানো যায় এই স্টিকার৷

৫) ওয়াল স্টিকার মুলত ধোয়া যায় ও ওয়াটার প্রুফ হয়৷ বেবি ওয়াইপ বা নরম কাপড় দিয়ে নিয়মিত পরিষ্কার করতে পারেন এগুলো৷

৬) যখন তখন এই ওয়াল স্টিকার রিমুভ করা যায়৷ তবে যদি রঙ করা দেওয়াল হয় তবে আগে ছোট স্যাম্পল ট্রাই করে নেওয়া ভালো, পরবর্তীতে রং চটে যাবে কিনা সে বিষয়ে যাতে কোনওরকম সন্দেহের অবকাশ না থাকে৷ কারন এই রং চটে যাওয়া রঙের মানের ওপরে নির্ভর করে| ভালো মানের রং ব্যবহার করলে কখনই তা চটে যায়না ওয়াল স্টিকারের জন্য৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল