Please enable javascript.Healthy Juice: পুজোয় চাই জেল্লাদার ত্বক আর ঘন চুল? তাহলে চিকিৎসকের কথায় এই ৩ সরবতে চুমুক দিন আর ম্যাজিক দেখুন - dermatologist shares 3 juice recipes for healthy skin and hair - eisamay

Healthy Juice: পুজোয় চাই জেল্লাদার ত্বক আর ঘন চুল? তাহলে চিকিৎসকের কথায় এই ৩ সরবতে চুমুক দিন আর ম্যাজিক দেখুন

Authored byইন্দ্রাণী বসু | EiSamay.Com 3 Oct 2023, 5:51 pm
Subscribe

Easy Juice Recipe For Healthy Hair And Skin: এবার পুজোয় নিশ্চয়ই ঘন চুল আর জেল্লাদার ত্বক পেতে চান? তাহলে মাত্র কিছু টাকা খরচ করে বানিয়ে নিন এই ৩ সরবত। কারণ, এতে চুমুক দিলেই দেখতে পাবেন আসল ম্যাজিক!

dermatologist shares 3 juice recipes for healthy skin and hair
Healthy Juice: পুজোয় চাই জেল্লাদার ত্বক আর ঘন চুল? তাহলে চিকিৎসকের কথায় এই ৩ সরবতে চুমুক দিন আর ম্যাজিক দেখুন
পুজো আসতে আর ক’দিন বাকি, তার হিসেব রয়েছে কি? হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই! তাই এই শেষ মুহূর্তে বিশেষ উপায়ে নিজের যত্ন নিতেই হবে। সঠিক স্কিনকেয়ার এবং হেয়ার কেয়ার রুটিন ফলো করার পাশাপাশি জোর দিতে হবে স্বাস্থ্যকর ডায়েটেও। আর এক্ষেত্রে কী করণীয়, তার হদিশ দিলাম আমরা। এই প্রবন্ধে এমন কিছুপানীয়ের রেসিপি শেয়ার করলাম আমরা। এই পানীয়ে একবার চুমুক দিলেই প্রাকৃতিক জেল্লা তো ফিরবেই, সেই সঙ্গে চুলের শাইনও হবে দেখার মতো। তাহলে আর দেরি না করে ঝটপট জেনে নিন সেসব পানীয়ের নাম এবং বানানোর নিয়ম। (ছবি-istock)

পথ দেখালেন চিকিৎসক

পথ দেখালেন চিকিৎসক

ত্বকরোগ বিশেষজ্ঞ, ডাঃ অপরাজিতা লাম্বা সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে এমনই কিছু পানীয়ের রেসিপি শেয়ার করেছেন। তাঁর মতে, এই পানীয়ে চুমুক দিলেই ত্বকের অন্দরের জেল্লা বেরিয়ে আসবে। সেই সঙ্গে চুলের বৃদ্ধিও হবে সুন্দর। আর সব থেকে বড় কথা কী জনেন? হাতের কাছেই মিলবে এমন কিছু উপাদান দিয়ে খুব সহজ উপায়ে এই পানীয় বানাতে পারবেন আপনি। তাহলে আর অপেক্ষা কেন, ঝটপট জেনে নিন সেসব 'ম্যাজিক পানীয়' সম্পর্কে...

হলুদের সরবত

হলুদের সরবত

এই সরবত বানানোর জন্যে আপনার প্রয়োজন -

  • কাঁচা হলুদের ১টি ছোট টুকরো
  • ১/২ টুকরো আদা
  • ১টি কমলালেবু
  • ১ টি গাজর
  • ১/২ পাতি লেবু

গ্রাইন্ডারে এই প্রতিটি উপকরণ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিন। তারপর গ্লাসে ঢেলে সেই সরবত পান করুন।

শসার বিশেষ সরবত

শসার বিশেষ সরবত

এই পানীয় প্রস্তুত করার জন্যে আপনার প্রয়োজন-

  • ১টি শসা
  • ১/২ কাপ পুদিনা পাতা
  • ১/২ লেবু
  • সামান্য় পরিমাণে বিট নুন

শসা, লেবু এবং বিট নুন গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলেই প্রস্তুত আপনার সরবত। শেষে পুদিনা পাতা মিশিয়ে পান করুন।

জেনে নিন চিকিৎসকের মতামত

আমলকীর সরবত

আমলকীর সরবত

এই সরবত বানানো খুবই সহজ। জেনে নিন কী কী প্রয়োজন...

  • ২টি আমলকী
  • ১/২ শসা
  • ১/২ পাতি লেবু
  • ১ মুঠো পালং শাক

আমলকীর বীজ থেকে শাঁস আলাদা করে নিয়ে গ্রাইন্ডারে মেশান। এরপর তার মধ্য়ে শসা, পালং শাক এবং পাতি লেবুর রস মিশিয়ে জুস বানিয়ে নিন। দারুণ খেতে লাগবে! উপকারও পাবেন ষোলো-আনা।

গুণাগুণ তালিকা বেশ লম্বা

গুণাগুণ তালিকা বেশ লম্বা

এই সময়ে আপনি এই ৩ সরবতের মধ্য়ে যে কোনও একটি নিয়মিত পান করতে পারেন। তবে মনে রাখবেন, এই ৩ সরবতই আপনার ত্বক এবং চুলের জন্যে খুব উপকারী। রইল গুণাগুণের তালিকা -

  • এই সরবতগুলি অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এবং উপকারী মিনারেলে ঠাসা।
  • ত্বকের অন্দরে প্রদাহ কমাবে।
  • ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধে লড়াই চালাবে।
  • কোলাজেন উৎপাদন বাড়াবে।
  • ত্বক এবং স্ক্যাল্পের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখবে।
  • আপনার প্রাকৃতিক জেল্লাও ফিরবে।

পুজোর আগে এই কয়েক সপ্তাহ তিন সরবতকে দৈনিক জীবনের সঙ্গী বানিয়ে নিন। পুজোর সময়ে ত্বকের জেল্লা নিয়ে আপনাকে দুবার ভাবতে হবে না!



আরও পড়ুন: পার্লরে টাকা খরচ করতে হবে না! পুজোর আগে এই ৪ যোগাসন নিয়মিত করলেই বাড়বে জেল্লা, কমবে হেয়ার ফল
আরও পড়ুন: পুজোর আগে ঠিক কতবার ফেসিয়াল করালে বাড়বে জৌলুস? ঝটপট জেনে বাড়িতেই করে ফেলুন ঠিক এই নিয়মে

​Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
ইন্দ্রাণী বসু
লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল