অ্যাপশহর

কথায় কথায় সম্পর্কের বাঁধন

দীর্ঘ দাম্পত্য বা সদ্য গড়ে ওঠা সম্পর্ক, যাই হোক না কেন, এমন অনেক পরিস্থিতি আসে, মনে হয়ে কথা বলার কোনও বিষয়ই আর অবশিষ্ট নেই৷ অথচ কথা বলার ইচ্ছে যে নেই তা নয়৷ নতুন করে কথা জোগানোর পরামর্শ দিল ‘অন্য সময়’

EiSamay.Com 17 May 2016, 12:24 pm
দীর্ঘ দাম্পত্য বা সদ্য গড়ে ওঠা সম্পর্ক, যাই হোক না কেন, এমন অনেক পরিস্থিতি আসে, মনে হয়ে কথা বলার কোনও বিষয়ই আর অবশিষ্ট নেই৷ অথচ কথা বলার ইচ্ছে যে নেই তা নয়৷ নতুন করে কথা জোগানোর পরামর্শ দিল ‘অন্য সময়’
EiSamay.Com conversation is the key in relationship
কথায় কথায় সম্পর্কের বাঁধন


দাম্পত্য জীবনে মাঝেমাঝে এমন একটা সময় আছে, যখন আর কথা বলার তেমন কোনও বিষয় থাকে না৷ নিছক সাংসারিক কথা অবশ্য এর মধ্যে ধরা হচ্ছে না৷ একে অপরের সঙ্গে দীর্ঘ সহাবস্থানের ফলে দুজনের সম্পর্কের মাঝে জমে অভ্যাসের পলিমাটি৷ স্বাভাবিক ভাবেই তখন কথা কমে আসে৷ আবার যখন নতুন কোনও সম্পর্ক তৈরি হয়, তখন দুপক্ষেরই কিছু আড়ষ্টতা থাকে৷ কোন কথা দিয়ে শুরু করবেন সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় পেরিয়ে যায়৷ সম্পর্ক নতুন হোক বা পুরনো কিছু কিছু বিষয় আছে, যা নিয়ে যখন তখন কথা বলা যেতে পারে৷ বারবার এই বিষয় গুলো নিয়ে আলোচনা হতে পারে৷ একঘেয়েমির ভয় পাবেন না৷ বরং দেখবেন এক বিষয় নিয়ে আলোচনা করেও, প্রতিবারই একে অপরকে নতুনভাবে আবিষ্কার করছেন৷

পরস্পরের সঙ্গে সপ্তাহের শেষে পরস্পরের সঙ্গে কীভাবে সময় কাটাবেন, একে অপরের সঙ্গে আলোচনা করুন৷ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে কোনও দিনই উত্‍সাহের কমতি হওয়ার কথা নয়৷ ছুটি কাটাতে সবাই ভালোবাসে৷ তাই ছুটির প্ল্যান করতে ভালো তো লাগবেই৷ বিশেষ করে যদি পাশে স্পেশ্যাল মানুষটি থাকেন৷ এর ফলে শুধু নতুন সম্পর্কেই নয়, পুরনো দাম্পত্য সম্পর্কে নতুন করে রোম্যান্টিক সম্পর্কের ছোঁয়া লাগবে৷

পরস্পরকে কমপ্লিমেন্ট দিন৷ যতবারই কমপ্লিমেন্ট দেন না কেন, ততবারই কিন্তু নতুন করে ভালো লাগা তৈরি হতে বাধ্য৷ কমপ্লিমেন্ট কিন্তু ছোট ছোট বিষয় নিয়েও দেওয়া যায়|৷ রান্নার প্রশংসা হতে পারে৷ ব্যক্তিত্বের প্রশংসা হতে পারে৷ এবং কমপ্লিমেন্টের মাধ্যমেই সেই বিষয় নিয়ে দু’জনে কথা শুরু করতে পারেন৷ মনে রাখবেন কমপ্লিমেন্ট হল এমন একটা বিষয় যা প্রতিবার আপনার সম্পর্ককে তাজা করে তোলে৷

আপনি যে আপনার সঙ্গীর জন্য কেয়ার করেন, সেটা তাঁকে বুঝতে দিন৷ তাই অফিসে ঠিক মতো লাঞ্চ হল কিনা, বা কোনও ওষুধ খাওয়ার থাকলে তা সময় মতো খেয়েছেন কিনা, এই ছোটছোট বিষয়ে খোঁজ নিন৷ এর ফলে দুজনে দুজনের কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, দুজনের মধ্যে একটা যোগাযোগ তৈরি হবে৷ আবার একটা ফিল গুড ফ্যাক্টরও কাজ করবে৷

একে অপরের কাজ নিয়ে আলোচনা করুন৷ হালকা মেজাজে চা খেতে খেতে অফিসের প্রজেক্ট নিয়ে গল্প করুন৷ বা নিজের কাজ নিয়ে আগামী পরিকল্পনার কথা শেয়ার করতে পারেন৷ এর ফলে একে অপরের কাজের জীবন নিয়ে একটা ধারণা থাকবে৷

নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে আলোচনা করুন৷ পছন্দের বই, সিনেমা, গান শোনা, প্রিয় খাবার, পছন্দের বেড়ানোর জায়গা, হবি এই ধরনের বিষয়গুলো কখনোই পুরনো হয় না৷ কখন তখন এসব বিষয় নিয়ে আড্ডা মারা যেতে পারে৷ শুধু কথা বলার ইচ্ছা খুঁজে নিতে হবে৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল