অ্যাপশহর

ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নয়া উদ্যোগ আর্য ক্রিয়েশনের

ভারতীয় পোশাকের কদর বিশ্বজোড়া

EiSamay.Com 4 Nov 2020, 10:23 pm
এই সময় জীবনযাপন ডেস্ক: ভারতীয় পোশাকের কদর সর্বত্র। আর সেই সঙ্গে এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস। এছাড়াও ভারতের প্রতি রাজ্যের শিল্প ও সংস্কৃতির আলাদা ইতিহাস আছে। যেমন আমাদের রাজ্যের বালুচরী, স্বর্ণচরী, ভাগলপুরের মধুবনি, অন্ধ্রের ইক্কত, গুজরাতের বিশেষ স্টিচ, শান্তিনিকেতনের কাঁথাস্টিচ এসব তো আছেই।
EiSamay.Com কালেকশন সাধ্যের মধ্যেই
কালেকশন সাধ্যের মধ্যেই


আছে বাঁধনি প্রিন্ট, ভেজিটেবল ডাই। এখন সবাই পরিবেশ সচেতন। আর তাই ইকো ফ্রেন্ডলি শাড়ি, গয়নার সম্ভার সাজিয়ে এনেছে আর্য ক্রিয়েশন। ভারতের সংস্কৃতি ধরা রয়েছে তাঁদের কালেকশনে। ভারতীয় সংস্কৃতি ও শিল্পকে সর্বত্র ছড়িয়ে দিতে আর ঐতিহ্য বজায় রাখাই আর্য ক্রিয়েশনের উদ্দেশ্য বলে জানান কর্ত্রী চৈতালি সেনগুপ্ত। দাও কিন্তু সাধ্যের মধ্যেই।

শুরু ৯০০ টাকা থেকে। ১৫,০০০ টাকার পর্যন্ত জিনিস পাবেন এই বুটিকে। দীপাবলিতে প্রিয়জনকে উপহার দিতে আপনার ঠিকানা হোক আর্য ক্রিয়েশন।

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল