অ্যাপশহর

সময় মেপে কাজ করুন

ইংরেজিতে একটা কথা আছে ‘টাইম ইজ মানি’৷ ব্যস্ত জীবনে আমরা এই প্রবাদটির গুরুত্ব হাড়েহাড়ে বুঝতে পারি৷

EiSamay.Com 27 Apr 2016, 1:02 pm
মাল্টিটাস্কিং করতে গিয়ে টাইম ম্যানেজমেন্ট মাঝে মাঝেই কঠিন হয়ে ওঠে৷ কীভাবে ঘড়ির কাঁটা ধরে সমস্ত কাজ সেরে ফেলবেন, তার পরামর্শ দিচ্ছে অন্য সময়
EiSamay.Com 5things you need to stop doing to be more productive
সময় মেপে কাজ করুন


ইংরেজিতে একটা কথা আছে ‘টাইম ইজ মানি’৷ ব্যস্ত জীবনে আমরা এই প্রবাদটির গুরুত্ব হাড়েহাড়ে বুঝতে পারি৷ বিশেষ করে মহিলারা৷ ঘর সংসারের হাজারও কাজ, পেশাগত দায়িত্ব সামলাতে সামলাতে তাঁরা রীতিমত মাল্টিটাস্কার৷ একটা কাজ সামলাতে না সামলাতেই আরও একটা কাজের দায়িত্ব চলে আসে৷ ঘড়ির কাঁটা ধরে সমস্ত কাজ সময় মতো সেরে ফেলা রীতিমত চ্যালেঞ্জ৷ তাই টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ৷ কীভাবে সময়মতো সারা দিনে একটার পর একটা কাজ দক্ষ হাতে সেরে ফেলবেন তাই নিয়েই রইলো দু-চার কথা৷ ১ সারাদিনে আপনাকে একটা নয়, হাজারটা কাজ সামলাতে হয়৷ যে কাজটা যে সময়ে করার কথা সেই সময়েই শুরু করার চেষ্টা করুন৷ ঘুম থেকে ওঠা থেকে প্রতিটা কাজ করার সময় এই কথাটিই মাথায় রাখুন৷ এবং সময় মতো কাজ শেষ করার চেষ্টা করুন৷ আপনার নিশ্চয় আন্দাজ আছে কোন কাজটা করতে কত সময় লাগবে৷ সেই অনুযায়ী দিনের সমস্ত কাজের পরিকল্পনা করুন৷ শুধু তাই নয় কোন কাজটা কোন সময় করবেন সেটাও আগে থেকেই ঠিক করে রাখুন৷ যখন যে কাজটা করবেন, কোজের উপরেই মনঃসংযোগ করুন৷ অন্য কাজের কথা ভাববেন না৷ একটা কাজ শেষ করে অন্য একটা কাজ করুন৷ ২ যে কাজগুলো করতে আপনাকে তেমন মাথা খাটাতে হবে না, সেগুলো পরে করুন৷ কঠিন কাজ বা সময় সাপেক্ষ কাজ আগে সেরে ফেলুন৷ নিজের প্রয়োজন অনুযায়ী এইভাবেই সমস্ত কাজ আগে পরে সাজিয়ে ফেলুন৷ ৩ মনে রাখবেন, সব কাজ নিখুঁত করে করার দরকার হয় না৷ যখন হাতে সময় কম, অথচ আপনাকে অনেক কাজ একসঙ্গে করতে হবে, তখন তা কতটা পারফেক্ট হল তা নিয়ে মাথা না ঘামালেও চলবে৷ তাই বলে যেমন তেমন করে কাজ করার কথা বলা হচ্ছে না৷ বলা হচ্ছে দরকার না থাকলে, কাজটা নিখুঁত করতে অযথা সময় নষ্ট করার কোনও মানে হয় না৷ বরং পরের কাজের উপর মনোনিবেশ করাটাই বুদ্ধিমানের কাজ৷ ৪ আপনি সব কাজের দায়িত্ব একা নেবেন না৷ যে কাজগুলো ভাগ করে দেওয়ার সুযোগ আছে, সেগুলো ভাগ করে দিন৷ বিশেষ করে বাড়ির কাজ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ভাগ করে নিন৷ অফিসে সব সময় কাজ ভাগ করে দেওয়া সম্ভব হয় না৷ তবে টিম ওয়ার্ক হলে সব কাজের দায়িত্ব নিজে যেচে নেবেন না৷ যদি বড় প্রজেক্টের দায়িত্ব হাতে আসে, তবে একবারে শেষ করার চেষ্টা না করে ছোট ছোট টাস্কে ভাগ করে নিন৷ তাতে অনেক সহজ হবে৷ কাজ নিখুঁতও হবে৷ ৫ আপনার স্মার্ট ফোনে নানা ধরনের অরগানাইজার অ্যাপ রাখুন৷ সময়মত কাজ সারতে করতে এই অ্যাপগুলো খুব সাহায্য করে৷ টাইম ম্যানেজমেন্টে সুবিধা হবে৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল