অ্যাপশহর

Anti Ageing Herbs: চল্লিশে চালশে নয়, বয়স রুখে দিতে পারে এই আয়ুর্বেদ!

বয়স কমাতে চাইছেন? আপনার মুখ থেকে বয়সের দাগছোপ সফলভাবে মুছে দিতে পারে আয়ুর্বেদ ভেষজ, যা সমস্যা সমাধানে কাজ করে। আয়ুর্বেদ শুধু হজমশক্তিকেই সাহায্য করে না, উপরন্তু ত্বকের বলিরেখা ও শুষ্কভাবও কমায় যা ত্বকের বয়স কমিয়ে দেয় সহজেই।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 23 Jun 2022, 11:01 am
একটা কথা আমরা সব সময়ই ভুলে যাই আর হল রাশিরাশি কেমিক্যালের ব্যবহার। চুল বা ত্বকের যত্নে আমাদের শরীরের আভ্যন্তরীণ কার্যকলাপকেও প্রভাবিত করে। আমাদের শরীরে রাসায়নিক যে কতটা ক্ষতি করে সে সম্পর্কে অনেকেই জানেন না। আপনি যে বাইরে থেকে শরীরের বাইরের অংশে এই ক্যামিক্যাল প্রয়োগ করছেন তা আপনার চুল বা ত্বকের টিস্যু সে সব শুষে নেয়।
EiSamay.Com 5 ayurveda herbs to slow ageing
Anti Ageing Herbs: চল্লিশে চালশে নয়, বয়স রুখে দিতে পারে এই আয়ুর্বেদ!


আয়ুর্বেদ ৫০০০ বছরের পুরোনো বিজ্ঞান। এর উপর ভিত্তি করে যে কোনও রকমের সৌন্দর্যরক্ষা বা চিকিৎসা করা যায়। প্রয়োজনে আয়ুর্বেদে একটি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করা হয়। ত্বকের যত্নে কী কী ব্যবহার করবেন দেখে নিন

​আমলকি

আমলকি রূপচর্চার অন্যতম উপাদান। ত্বক বলুন বা চুল যে কোনও সমস্যায় আমলকি এবং অত্যন্ত কার্যকর। শরীরের যাবতীয় টক্সিন বের করে দিতেও সাহায্য করে এই আমলকি।এর প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের নানা ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতে পারে।

​ভার্জিন কোকোনাট অয়েল

সাধারণ নারকেল তেল আর ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে একটা বড়ো পার্থক্য রয়েছে বলে মনে করেন রূপবিশেষজ্ঞরা। ভার্জিন কোকোনাট অয়েল কোল্ড প্রেস পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয় যা তেলের সবটুকু গুণ বজায় রাখতে সাহায্য করে। সাধারণ নারকেল তেল উত্তাপের সংস্পর্শে এলে তেলের বহু পুষ্টিগুণ নষ্ট করে দেয় এবং এর ফলে তেলের কার্যকারিতাও কমে যায়।

​হলুদ

হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এর ফলে ব্রণ, দাগছোপের মতো সমস্যায় দারুণ কাজ করে। ত্বকের সার্বিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি এটি ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: Ayurvedic Treatment For Dandruff: আয়ুর্বেদ পদ্ধতি মেনে খুশকির হাত থেকে মুক্তি পান সহজেই, জেনে নিন চিকিৎসকের পরামর্শ..

​নিম

নিম ওষধিগুণ সম্পন্ন ভেষজ৷ এটি ত্বক বিশুদ্ধকারী ও ছত্রাক সংক্রমণরোধী উপাদান। এটি ব্রণ কমাতে সাহায্য করে৷ আপনার ত্বকে কোনও সমস্যা দেখা দিলে বা ব্রণ উঠলে ওই জায়গায় নিম তেল বা নিমের পাউডার লাগিয়ে দিতে পারেন স্বচ্ছন্দ্যে।

​অ্যালোভেরা

সংবেদনশীল ত্বকের জন্য অ্যালো ভেরা বিশেষভাবে কার্যকরী। ছোটখাটো কাটা বা পোড়া দাগেও ভালো কাজ করে এই আয়ুর্বেদ ভেষজ৷ এই ভেষজ ত্বকে সহজেই শুষে নেয়, অ্যালোভেরা জেল পুরু করে লাগালে প্রাকৃতিক ময়শ্চারাইজার বা ফেসপ্যাক হিসেবেও দুর্দান্ত৷ কোনও কারণে ত্বক চট করে লাল হয়ে গেলে খুব ভালো কাজ দেয়। বিশেষজ্ঞদের মতে, এতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, ত্বকের জ্বালাপোড়া কমিয়ে ত্বক শীতল করারও গুণ রয়েছে এই ভেষজে৷

ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর