অ্যাপশহর

Green Tea Face Pack: বয়সের কাঁটা উল্টো দিকে ছুটবে! ২০-এর তরুণীর মতো ত্বক পেতে এই ফেসপ্যাক ১ বার মাখলেই হবে

Green Tea For Glowing Skin: ত্বকের জেল্লা ফেরাতে এবং বয়সের ছাপ মলিন করতে গ্রিন টি বেশ কার্যকরী। ত্বকের যত্নে গ্রিন টি-এর উপকারিতা কী কী, জেনে নিন। গ্রিন টি ফেসপ্যাক কীভাবে ব্যবহার করবেন, সেটিও জেনে নিন...

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 22 Feb 2023, 11:40 am

Green Tea Benefits For Skin: ত্বকের যত্নে গ্রিন টি বেশ জনপ্রিয়। এই কথা কি আপনি জানেন? গ্রিন টি পান করলে যেমন নানা শারীরিক উপকারিতাও মেলে, ঠিক তেমনই ত্বকে লাগালেও কিন্তু বেশি কিছু উপকার পাওয়া যায়। আসলে গ্রিন টি যে অ্যান্টি-অক্সিড্যান্টে ঠাসা, তা সবারই জানা। এই কারণেই শরীরের নানা সমস্যা সমাধান করে। অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর গ্রিন টি ত্বকের জন্যেও উপকারী।

এর মধ্য়ে এমন কিছু উপাদান আছে, যা ত্বককে শীতল রাখতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও গ্রিন টি-এর মধ্য়ে আছে অ্যান্টি এজিং উপাদান, অর্থাৎ, ত্বকের বয়স রুখে দিতে পারে! তাহলে আর অপেক্ষা কীসের? আজ থেকেই গ্রিন টি যোগ করুন আপনার স্কিন কেয়ার রুটিনে। ঘরে তৈরি গ্রিন টি ফেসপ্যাক ব্যবহার করুন আর উপকার পান রাতারাতি!

EiSamay.Com 3 homemade green tea face packs benefits for skin
Green Tea Face Pack: বয়সের কাঁটা উল্টো দিকে ছুটবে! ২০-এর তরুণীর মতো ত্বক পেতে এই ফেসপ্যাক ১ বার মাখলেই হবে


অল্প খরচে বাড়িতে বানান ফেসপ্যাক

গ্রিন টি ত্বকের যত্নেএতটাই উপকারী যে, বিউটি দুনিয়াতেও দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠছে এই উপাদান। নানা প্রোডাক্টে গ্রিন টি এক্সট্র্যাক্ট ব্যবহার করা হচ্ছে। টোনার-সিরাম থেকে শুরু করে ফেসওয়াশেও ব্যবহার হচ্ছে এই উপাদান।

তবে আপনাকে তার জন্যে বেশ কিছু টাকা খরচ করতে হবে। এই সব দামি প্রোডাক্টের পিছনে আপনি যদি টাকা খরচ করতে রাজি না থাকেন, তবে কিছু ঘরোয়া টোটকাতেও ভরসা করতে পারেন। যেমন, গ্রিন টি ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন বাড়িতে। উপকার তো পাবেনই, খরচও বাঁচবে।

গ্রিন টি-এর গুণাগুণ

  • গ্রিন টি আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। আপনার ত্বকের উপর তৈরি করে একটি সুরক্ষাস্তর।
  • ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ‘জার্নাল অফ ড্রাগস ডার্মাটোলজি’-তে প্রকাশিত একটি গবেষণা পত্রে উল্লেখ করা হয়, একটি টপিকাল জেলে ২ শতাংশ গ্রিন টি এক্সট্র্যাক্ট ছিল। সেই জেল ত্বকে লাগাতে প্রদাহ কমেছে। অ্যাকনে সারিয়ে তুলতে সাহায্য করেছে।
  • গ্রিন টি-এ উপস্থিত বিশেষ উপাদান ত্বকের কোষকে সতেজ রাখতে সাহায্য করে। মেডিকেল কলেজ অফ জর্জিয়া-এর একটি গবেষণায় দেখা যায়, মৃতপ্রায় কোষকে সতেজ করে তুলতে পারে গ্রিন টি। যা ত্বকের স্বাস্থ্যেও প্রভাব ফেলে। ত্বকের জেল্লা ধরে রাখে। অসময়েই ত্বক বুড়িয়ে যেতে দেয় না। বলিরেখাও মলিন করে।

গ্রিন টি-এর ৩ ঘরোয়া ফেসপ্যাক

মুলতানি মাটি এবং গ্রিন টি

মুলতানি মাটি ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফেরাতে সাহায্য করে। অতিরিক্ত তেল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এছাড়া ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। আপনার জেল্লাও হয় দেখার মতো।

আপনার প্রয়োজন ১ টেবিল চামচ মুলতানি মাটি। ২-৩ টেবিলচামচ গ্রিন টি।

একটি পাত্রে এই দুই উপাদান ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেটি আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর টোনার ও ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

গ্রিন টি ও অ্যালোভেরা জেল ফেস মাস্ক

অ্যালোভেরা জেল এবং গ্রিন টি দুই আপনার ত্বকের জন্য খুব উপকারী। ত্বকের নানা সমস্যাই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে গ্রিন টি মিশিয়ে দিন ১ চামচ।

এই গ্রিন টি আপনি আলাদা করে বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে?

একটি কাপে জল নিন। তার মধ্য়ে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্য়েই গ্রিন টি তৈরি হয়ে যাবে। সেটি ব্যবহার করুন।

অ্যালোভেরা জেল এবং গ্রিন টি ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। তা আপনার মুখে ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

​মধু এবং গ্রিন টি​

শুষ্ক ত্বকে ম্যাজিকের মতো কাজ করে এই ফেসপ্যাক। নানা সমস্যাই নিয়ন্ত্রণ করে। ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। ত্বকে পুষ্টির জোগান দেয়। এছাড়া গ্রিন টি আপনার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

আপনার প্রয়োজন ২ টেবিল চামচ মধু। ১ টেবিল চামচ গ্রিন টি।

একটি পাত্রে দুটি উপাদান ভালো করে মিশিয়ে দিন। সেটি আপনার মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২বার ব্যবহার করুন।

ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য। এটি কোনও ওষুধ ও চিকিৎসার অঙ্গ নয়। আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও পড়ুন: চিরুনিতে প্রতিবার উঠছে দলা দলা চুল? অ্যালোভেরার সঙ্গে এই উপাদান মিশিয়ে লাগান আর ম্যাজিক দেখুন


আরও পড়ুন: বাড়ি বসেই মুখে সোনার জেল্লা পান, তাও বিনা খরচে! ঠিক কী কী করতে হবে জেনে নিন

লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর