অ্যাপশহর

বাড়ির হিসেব নিকেশ

বাড়ি বিক্রির ক্ষেত্রেও এই সূত্র প্রযোজ্য৷ আপনার বাড়ির ভেতরের ইন্টেরিয়ার যতই চোখ ধাঁধানো হোক না কেন বাড়ির বাইরেটা যদি অ্যাভারেজ হয় তাহলে ক্রেতা মনে মনে নেগেটিভ মার্কিং করে ফেলছেন৷

EiSamay.Com 26 Aug 2016, 12:04 pm
বাড়ি কেনার থেকেও বিক্রি করা তুলনামুলকভাবে বেশি ঝক্কির কাজ৷ বাড়ি বিক্রির সময় কী কী বিষয় মাথায় রাখলে লাভবান হবেন জানাচ্ছে ‘অন্য সময়’
EiSamay.Com make your house sale ready
বাড়ির হিসেব নিকেশ


ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন!

বাড়ি বিক্রির ক্ষেত্রেও এই সূত্র প্রযোজ্য৷ আপনার বাড়ির ভেতরের ইন্টেরিয়ার যতই চোখ ধাঁধানো হোক না কেন বাড়ির বাইরেটা যদি অ্যাভারেজ হয় তাহলে ক্রেতা মনে মনে নেগেটিভ মার্কিং করে ফেলছেন৷ তাই বাড়ির বাইরেটা ঝকঝকে করা প্রথম কাজ৷

দরজা

আগেকার দিনে রাজা মহারাজারা বিশাল ফটক বানাতেন, কারন সেই তোরণ দেখেই বাকী প্যালেসের আভিজাত্য সম্পর্কে আন্দাজ মিলত৷ হঠাত্‍ রাজাদের গপ্পো কেন ভাবছেন তো? রাজারা না হয় আর নেই কিন্ত্ত দরজা তো আপনার বাড়িতেও আছে৷ আর ক্রেতা যখন মোটামুটি একটা দরজা দিয়ে বাড়িতে ঢুকবেন তখন আপনার বাড়ি ঐ সো সো একটা প্রভাব ফেলবে তার মনে৷ সেই কারনে আজই ঝকঝকে করুন আপনার বাড়ির ফ্রন্ট ডোর৷

‘হার্ডওয়্যার’

প্রত্যেকটা ঘরের দরজার লক, পর্দার হোল্ডার, বালব, বাথরুমের কল, রান্নাঘরের পাইপ, ছিটকিনি এবং সামান্য তুচ্ছ থেকে তুচ্ছতম বস্তুর দিকে নজর দিন৷ সব যেন দ্য পারফেক্ট হয়৷ কারন বাড়ি কেনার সময়ে প্রত্যেকেই খুঁটিনাটি বিষয়ে নজর দেয়৷ ফলে আপনাকেও কিন্ত্ত সব কিছু ঝকঝকে রাখতে হবে৷

গেট গর্জাস!

বাড়ি দেখতে ক্রেতা মুলত দিনের বেলায় আসে৷ কিন্তু যদি হট করে তারা রাতে হাজির হয়? নিজের বাড়িটিকে আকর্ষণীয় করে তোলার জন্য সিম্পল কিন্তু স্লিক লাইটিংয়ের ব্যবস্থা রাখুন৷ যেমন ধরুন ফ্রন্ট গেট থেকে বাগানের রাস্তা ধরে সুন্দর লাইটিং রাখলেন৷ দেওয়ালের রঙের সঙ্গে ম্যাচিং করে প্লে করলেন৷ লাইটিং সবসময় বাড়িকে গর্জাস ও আকর্ষণীয় লুক দেয়৷ ডিল জমতে বাধ্য৷

চেক ইয়োর মেলবক্স

দরজার বাইরে রাখা চিঠির বক্সটিকেও ক্ষুদ্র বলিয়া অবহেলা করবেন না৷ ওটাও কিন্ত্ত প্রভাব ফেলে ক্রেতার মনে৷ নিজের উড বি বাড়িতে জং পড়া মেলবক্স দেখতে অনেকেই পছন্দ করবেন না৷ তাই ওটার দিকেও নজর দিন৷

‘গো গ্রিন’

এখনও যদি আপনার বাড়িতে বাগান না থেকে থাকে তাহলে এক্ষুনি গারডেনিং শুরু করুন৷ কারণ শখের বাগান করতে অনেকেই ভালোবাসেন৷ ফলে আপনার এই ইকো ফ্রেন্ডলি ব্যবহারটি আপনার বাড়ি বিক্রির ক্ষেত্রে প্লাস পয়েন্ট হতে বাধ্য৷
ঘিঞ্জি একদম না!

বাড়িকে খুব জবরজং করে সাজানোর কোন দরকার নেই৷ বরং সাজান খুব সিম্পল করে৷ যাতে ঘরে স্পেস বেশি বলে মনে হয়৷ অবশ্যই কম খরচে বেনিফিট মিলবে৷

রিফ্রেশ করুন আউটডোর ফার্নিচার

বাড়ির বাইরেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আগেই বলেছি৷ ফলে বাড়ির বাইরে রাখা আসবাব যেন দুয়োরানী না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে ভুলবেন না৷

পরিষ্কার-পরিচ্ছন্ন

সারা বাড়ি পরিষ্কার রাখুন৷ যে কিনবে সে করে নেবে ভেবে কিপটেমী করলে কিন্তু ক্ষতিটাই বেশি৷ তাই সিঁড়ি থেকে সোফা, মেঝে থেকে বাগান সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখুন৷

ইনডোর প্ল্যান্টস!

বাড়ির বাইরেই শুধু না৷ ভেতরটাও ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজালে আকর্ষণীয় লাগবে আপনার হোম সুইট হোম৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল