অ্যাপশহর

Plant Care: ঝড়-বৃষ্টিতে ক্ষতি হতে পারে আপনার সখের গাছের, যত্ন নেবেন কীভাবে?

Plant Care: ঝড় বৃষ্টি ক্ষতি করতে পারে আপনার পছন্দের গাছগুলোর। এই সময়ে প্রায়ই বৃষ্টি আসছে। তাই গাছকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য় কিছু সতর্ক পদক্ষেপ তো করতেই হবে। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য় কীভাবে যত্ন নেবেন গাছের? সেই নিয়ে আজ টিপস দিচ্ছি আমরা। গাছের যত্ন নিলেই কিন্তু গাছ ভালো থাকবে। গাছপ্রেমীরা অবশ্য়ই পড়ুন।

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 7 May 2022, 5:04 pm
কয়েকদিন ধরেই মাঝেমধ্য়ে বৃষ্টি আসছে। এমনকী ঘূর্ণিঝড় আসার আশঙ্কাও প্রকাশ করেছিল হাওয়া অফিস। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, বাংলার দিকে ধেয়ে আসছে না অশনি। কিন্তু কালবৈশাখীর এই সময়ে মাঝেমধ্য়েই ঝড়-বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টি আপনার গাছের ক্ষতি করতে পারে। আপনি গাছপ্রেমী হলে তাদের যত্নও আপনি নেন। ঝড়-বৃষ্টি যেন গাছের কোনওভাবেই না ক্ষতি করতে পারে, সেদিকেও আপনাকে নজর দিতে হবে। কীভাবে ভালো রাখবেন গাছগুলো, পরামর্শ দিলাম আমরা
EiSamay.Com how to protect your plants during heavy rain and storm
Plant Care: ঝড়-বৃষ্টিতে ক্ষতি হতে পারে আপনার সখের গাছের, যত্ন নেবেন কীভাবে?


গাছের শিকড় আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় জল জমে যায়। অতিরিক্ত জলের মধ্য়ে শিকড় পচে যেতে পারে। তাই আপনি গাছের মাটির উপর বেশ কিছু পরিমাণ প্রাকৃতিক সার দিয়ে রাখতে পারেন। এতে আপনার মাটি সরাসরি অতটাও ভেজে না। শিকড় সুরক্ষিত থাকে।
ছোট গাছ হলে আড়াল করে রাখুন। আপনি কি কোনও গাছকে সদ্য়ই লাগিয়েছেন? তাহলে সেই গাছটি ছাদে বা বারান্দায় কোনও খোলা জায়গায় রাখবেন না। চেষ্টা করুন, ছাওয়ার মধ্য়ে রাখতে। যাতে সরাসরি বৃষ্টি বা ঝড়ের মুখে তাদের পড়তে না হয়। সরাসরি ভারী বৃষ্টি বা ঝড়ে গাছের ক্ষতি হতে পারে। বড় কিন্তু স্পর্শকাতর গাছ হলেও আপনি তাকে ঘরের মধ্য়ে ঢুকিয়ে রাখতে পারেন। কিংবা একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে পারেন। যাতে সরাসরি বৃষ্টি না গায়ে লাগে।

ছবি - pexels.com


ক্যাকটাসের মতো অনেক গাছ আছে, যাদের বেঁচে থাকার জন্য় অল্প পরিমাণ জলই প্রয়োজন। সেসব গাছ এই সময়ে ঘরের মধ্য়ে ঢুকিয়ে রাখুন। অতিরিক্ত জলের জন্য় এই গাছ পচে যেতে পারে।

যেসব গাছ টবে বড় করছেন কিন্তু তাদের ছাদে রেখেছেন, তাদের প্রতিও যত্নশীল হতে হবে। ঝড়ের দাপটে গাছের টব পাঁচিল থেকে পড়ে যেতে পারে। বা অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমতে পারে। এই সময় টবগুলো উল্টে রাখুন। অর্থাৎ মাটিতে শুয়ে রাখুন। এতে টবের গায়ে বা গাছের গায়ে ঝড়ের দাপট সেরকম লাগবে না। এদিকে আপনার গাছও সুরক্ষিত থাকবে।

ছবি - pexels.com


আরও পড়ুন - শিশুর মন ভালো রাখতে এই ৪টি উপায়ে তার ঘরের দেওয়াল সাজিয়ে দিন

ঝড় বৃষ্টির পরে গাছের গোড়ার জল ফেলে দিন। গাছের মাটি খুঁড়ে দিন। বৃষ্টির জল গাছের জন্য় ভালো। কিন্তু অতিরিক্ত জল ভালো নয়। সব দিকে খেয়াল রাখুন। গাছেদের যত্নে রাখুন।
লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল