অ্যাপশহর

পোষ্যদের জন্য এই গাছগুলি কিন্তু বেশ ক্ষতিকর, ভুলেও বাড়িতে রাখবেন না!

বেশির ভাগ গাছই ঘরে রাখা ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিশুদ্ধ বাতাস পেতে নানারকম পোকামাকড় দূরে রাখতে এই গাছগুলি সাহায্য করে। তবে বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে এই কয়েকটি গাছ রাখবেন না।

EiSamay.Com 23 Sep 2022, 4:29 pm
ইদানিং মানি প্ল্যান্টের চাহিদা বাড়ছে, কেউ ঘরের মধ্যে বোতলে, কেউ বা রকমারি টবে লাগাচ্ছেন। ঘরের ভিতরেও অনেকেই নানা রকম গাছ রাখেন সাজানোর জন্য। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বাড়িতে পোষ্যরা থাকলে তাদের জন্য কিছু গাছ লাগানো ক্ষতিকর হতে পারে। আসলে এই গাছ যদি আপনার পোষ্যের শরীরে অজান্তে চলে যায়, তাহলে সমস্যা হতে পারে। তাই বাড়িতে গাছ আনার আগে জেনে নিন, কোন কোন গাছ রাখলে সতর্কতার প্রয়োজন।
EiSamay.Com how to keep dogs away from poisonous plants
পোষ্যদের জন্য এই গাছগুলি কিন্তু বেশ ক্ষতিকর, ভুলেও বাড়িতে রাখবেন না!


​অ্যালোভেরা

অ্যালোভেরা গাছ ত্বক এবং শরীরের জন্য উপকারী। কিন্তু এই উপকার কেবল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। বিড়াল-কুকুরদের জন্য একেবারেই নয়। অ্যালোভেরা আপনার পোষ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন, অ্যালো ভেরার জেল কুকুর বা বিড়ালের পেটে গেলে তেমন একটা ভয়ের কারণ নেই। তবে গাছের বাকি অংশ কুকুরদের জন্য ভালো নয়। এতে তাদের ক্ষতি হতে পারে।

​পিস লিলি

পিস লিলি অনেক রকমের হয় বটে তবে সব কুকুর-বিড়ালদের জন্য ক্ষতিকর নয়। কিছু লিলি পোষ্যদের জন্য বেশ ক্ষতিকর। তেমনই আবার ইস্টার লিলি আবার বিড়ালদের পক্ষে বেশ ক্ষতিকর। এমনকী এগুলো কিডনি এবং লিভার নষ্ট করে দিতে পারে এই গাছ।

আইভি

এই গাছগুলি কুকুরদের গায়ে র‌্যাশ তৈরি করতে পারে। এমনকি, এই গাছ পোষ্যের শ্বাস-প্রশ্বাসে অসুবিধা সৃষ্টি করতে পারে।

জেড

এই গাছ দেখতে খুবই সুন্দর হয়, ঘর সাজানোর জন্য অনেকেই এই গাছ লাগান বটে। কিন্তু এটি পোষ্যের পেটে গলে বমি শুরু হয়ে যায়। পাশাপাশি কুকুরদের মধ্যে অবসাদও ডেকে আনতে পারে এই গাছ।

কলা কেনার সঠিক উপায় জানেন তো, রইল টিপস

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল