অ্যাপশহর

বিশ্বে মাত্র ০.০০০৪% মানুষের এই গ্রুপের রক্ত! আপনার নয় তো?

ডাক্তারি ভাষায় 'oh' গ্রুপ। ভারতে মাত্র ৪০০ জনের এই বিশেষ গ্রুপের রক্ত।

EiSamay.Com 14 Jun 2017, 2:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'কাহানি' ছবিতে একটি বিশেষ রক্তের গ্রুপের নাম ছিল। বম্বে ব্লাড গ্রুপ। মনে আছে? বিশ্ব রক্তদান দিবসে সেই বম্বে ব্লাড গ্রুপ নিয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের সঙ্গে শেয়ার করা যাক। অতি বিরল এই রক্তের গ্রুপের মানুষের সংখ্যা অত্যন্ত কম। সারা বিশ্বে এই ব্লাড গ্রুপের অধিকারী ব্যক্তির শতকরা পরিমাণ ০.০০০৪ শতাংশ। বোঝাই যাচ্ছে, এই বিশেষ গ্রুপের রক্ত জোগাড় করা কী পরিমাণ কঠিন।
EiSamay.Com what is bombay blood group
বিশ্বে মাত্র ০.০০০৪% মানুষের এই গ্রুপের রক্ত! আপনার নয় তো?


মুম্বই (পূর্বতন বম্বে)-এ ১৯৫২ সালে প্রথম এক ব্যক্তির রক্ত পরীক্ষা করে এই বিশেষ গ্রুপের সন্ধান মেলে। তাই নাম বম্বে ব্লাড গ্রুপ। ডাক্তারি ভাষায় 'oh' গ্রুপ। ভারতে মাত্র ৪০০ জনের এই বিশেষ গ্রুপের রক্ত। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় এক ব্যক্তির প্রাণ বাঁচায় বম্বে ব্লাড গ্রুপ।

১. অতি বিরল ABO গ্রুপের এই রক্ত প্রথম পাওয়া যায় বম্বেতে।

২. ইউরোপ ও জাপানের কিছু মানুষের রক্তে এই বিশেষ গ্রুপের সন্ধান মিলেছে। এছাড়া পূর্ব ভারতে এই গ্রুপের রক্ত পাওয়া গিয়েছে।

৩. বম্বে ব্লাড গ্রুপে 'H' অ্যান্টিজেন থাকে না। 'A','B','AB' ও 'O' গ্রুপের রক্তে যা থাকে।

৪. এই গ্রুপের রক্তের ব্যক্তিদের অন্য কোনও কোনও গ্রুপের রক্ত দেওয়া যায় না। কেবল বম্বে ব্লাড গ্রুপের রক্তই দেওয়া যেতে পারে। যেহেতু বিরল গ্রুপ, রক্ত জোগাড় করতে না পারলে প্রাণহানির আশঙ্কা প্রবল।

৫. সারা বিশ্বে মাত্র ০.০০০৪ শতাংশ ব্যক্তি, অর্থাত্ প্রতি ১০ লক্ষে ৪ জনের এই রক্তের গ্রুপ।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল