অ্যাপশহর

ইউরিক অ্যাসিড কমাতে বদ্ধপরিকর? পুষ্টিবিদের পরামর্শে এই পাতা খেলেই ফল পাবেন

ইউরিক অ্যাসিড জয়েন্টে জমতে পারে। সেই সমস্যার নাম গাউট আর্থ্রাইটিস। এছাড়া কিডনিতে স্টোন হতে পারে এই কারণে। তাই ঘরোয়া উপায়ে পান পাতা খেয়েই কমান ইউরিক অ্যাসিড।

Authored byসায়ন নস্কর | EiSamay.Com 10 Feb 2023, 4:45 pm
ইউরিক অ্যাসিড নিয়ে যত বেশি কথা বলা হয় তত ভালো। প্রচুর মানুষের শরীরে এই বিপাকীয় সমস্যা রয়েছে। আর তার ফলও ভুগছেন তাঁরা। বহু মানুষের ইউরিক অ্যাসিড থেকে গাঁটে গাঁটে ব্যথা বেড়েছে। তবে মাথায় রাখবেন শুধু ওষুধ খেয়ে লাভ নেই। বরং একটি পাতাতেই কমে ইউরিক অ্যাসিড।
EiSamay.Com use betel leaves to control uric acid suggested by dietitian
ইউরিক অ্যাসিড কমাতে বদ্ধপরিকর? পুষ্টিবিদের পরামর্শে এই পাতা খেলেই ফল পাবেন



কিছু খাবারে থাকে পিউরিন। এই পিউরিন শরীরে প্রবেশ করে। তা ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। তাই সকল মানুষের শরীরেই ইউরিক অ্যাসিড রয়েছে। তবে কিছুজনের তা স্বাভাবিক মাত্রার থেকে বেড়ে যায়। এটা হল বিপাকীয় সমস্যা। তাই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন।

এদিকে ইউরিক অ্যাসিড কিন্তু জটিল থেকে জটিলতর রূপ নিতে পারে। কিছু মানুষের হয়ে থাকে গাউট। তাঁদের গাঁটে গাঁটে এই উপাদান জমে। খুব ব্যথা হয়। এমনকী জায়গাটা ফুলেও যায়। এছাড়া এই উপাদান কিডনিতে গিয়ে জমতে পারে। তখন হয় কিডনি স্টোন। এই দুই অসুখ কিন্তু শরীরের জন্য খারাপ।

এই প্রসঙ্গে কলকাতার পিজি হাসপাতালের বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী জানালেন, এই রোগ থেকে মুক্তি পেতে ডায়েটে জোর দিতে হবে। সেক্ষেত্রে পান পাতা দারুণ বিকল্প হতে পারে।

পান পাতার গুণের শেষ নেই…

কোয়েল পাল চৌধুরীর কথায়, পান পাতায় রয়েছে নানা পুষ্টিগুণ। এতে আছে প্রোটিন থেকে শুরু করে নানা খনিজ, ফাইবার, কার্ব, পটাশিয়াম, ভিটামিন সি ইত্যাদি। এছাড়়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ফেনোলিক। এই কারণে বহু অসুখ থেকে আমাদের বাঁচাতে পারে এই পাতা। মনে রাখবেন, মানুষের নিজের আশপাশে থাকা খাবার সম্পর্কে জানা উচিত। সেখানেই লুকিয়ে থাকে মহাষৌধি। চুটকিতে বহু অসুখ দূর করে দেয় এই খাবারগুলি।

ইউরিক অ্যাসিড কমাতে পান পাতা

মনে রাখবেন, পান পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। তাই পান পাতা অনায়াসে প্রদাহ কমাতে পারে। সেক্ষেত্রে কমে ইউরিক অ্যাসিড। মূলত গাউটের ব্যথা কমাতে পারে এই পাতা। এছাড়া প্রদাহনাশক ক্ষমতা থাকায় রিউম্যাটয়েড আর্থ্রাইটিস রোগীদের জন্যও এই পাতা খুবই উপকারী। এতে থাকা ফেনল এই কাজটি করে। এটি ভীষণই কার্যকরী উপাদান। সহজেই রোগ দূরে রাখে। এমনকী ব্যথা কমায় দ্রুত, এমনটাই জানালেন কোয়েল পাল চৌধুরী।

দিনে কতগুলি, কী ভাবে খাবেন?

কোয়েল পাল চৌধুরীর মতে, ভালো বলেই বেশি করে খেতে শুরু করে দেবেন না। সেক্ষেত্রে দিনে একটির বেশি খাওয়া ঠিক হবে না। আর দোকানে যেভাবে পান বিক্রি হয়, সেভাবে খেলে উপকারের বদলে ক্ষতি হবে। কারণ এতে নানা উপকরণ মেশানো হয়। জরদা বা তামাক তো খুবই খারাপ। বরং পান শুধু শুধু খেতে হবে চিবিয়ে। কিছু মেশানো যাবে না। চাইলে জুস করেও খেতে পারেন পান পাতা। এতেই সমস্যার সমাধান করতে পারবেন অনায়াসে।

বারণ রয়েছে

ইউরিক অ্যাসিড থাকলে কয়েকটি খাবার থেকে দূরত্ব তৈরি করে নিতে হবে। সেই তালিকায় রয়েছে-


1. রেডমিট
2. মদ
3. মসুরের ডাল
4. দানা যুক্ত সবজি
5. পালং শাক ইত্যাদি।
এই খাবারগুলি খেলে শরীরে বেশি পিউরিন তৈরি হয়। তখন দেহ তা বের করে দিতে পারে না। তাই চেষ্টা করুন এই খাবারগুলি না খাওয়ার। তবেই ভালো থাকতে পারেন। অন্যথায় ব্যথা বাড়বে।

কী খাবেন?

দেখা গিয়েছে, লেবু এই অসুখের বিরুদ্ধে ভালো কাজ করে। বিষয়টি কিছু গবেষণায় প্রমাণিত। তাই নিজের পছন্দ মতো লেবু খাওয়া শুরু করে দিন। এছাড়া প্রচুর পরিমাণে জলপান করুন। জলপান করলে শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিড মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এখন থেকে এই পরামর্শ মেনে চলুন। তবেই একদম সুস্থ থাকবেন।



Disclaimer: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: বারবার ইউরিন ইনফেকশনে ভোগেন মহিলারা, রোগ থেকে বাঁচুন এই টিপসে
আরও পড়ুন: দুধ চায়ের জায়গা নিক 'এলাচ' চা, জানেন এর উপকার? শুনলে চোখ কপালে উঠবে!
লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর