অ্যাপশহর

ফেসিয়াল করাচ্ছেন করান, বিপদে পড়তে পারেন

রূপচর্চায় দোষের কিছু নেই। কিন্তু, ঘনঘন ফেসিয়াল থেকে যে নানা বিপত্তি ঘটতে পারে, জানেন কি?

EiSamay.Com 4 Dec 2022, 9:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফেসিয়াল করাটা আজ আর শুধু বড়লোকের বিলাসিতা নয়। সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়েকেও আজকাল পার্লারে যেতে দেখা যায়। কাজের ব্যস্ততায় কারও পার্লারে যাওয়ার সময় না হলে, ছুটির দিনে বা কাজের অবসরে ঘরে বসেও তাঁরা রূপচর্চা করেন। এর মধ্যে দোষের কিছু নেই। কিন্তু, ঘনঘন ফেসিয়াল থেকে যে নানা বিপত্তি ঘটতে পারে, জানেন কি?
EiSamay.Com Facial
ছবি সৌজন্যে Pixabay


চুলকানি হতে পারে: ফেসিয়াল ম্যাসাজ করতে নানা ধরনের ক্রিম ও কসমেটিকের পাশাপাশি অনেকরকম সলিউশান ব্যবহার করা হয়। সেই সব রাসায়নিক সব ত্বকে সহ্য না-ও হতে পারে। বিশেষত, যাঁদের অ্যালার্জির ধাত রয়েছে। চুলকানির মতো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

বেরোতে পারে ফুসকুড়ি: ফেসিয়াল করার সময় ক্রিম দিয়ে স্ক্রাবিং করতে হয়। ঘন ঘন যদি কেউ ফেসিয়াল করেন, সেক্ষেত্রে স্ক্রাবিংয়ের কারণে মুখের তৈলাক্ত ভাব নষ্ট হয়। ত্বকের একদম বাইরের স্তরটিকেও নষ্ট করে দেয়। যা থেকে মুখে ফুসকুড়ি ভরে যেতে পারে। ফেসিয়াল করে, কারও যদি এ ধরনের সমস্যা দেখা যায়, তা হলে ফেসিয়াল না-করাই ভালো।

লাল লাল ছোপ: এটাকে বলা হয় ত্বকের প্রদাহ। ফেসিয়ালের ক্ষেত্রে এ ধরনের প্রদাহ কমন। ফেসিয়ালে যেসব রাসায়নিক ব্যবহার হয়, তার সাইড এফেক্ট হিসেবে এই প্রদাহ বা লাল লাল ছোপ দেখা দিতে পারে। যাঁরা নিয়মিত ফেসিয়াল করেন, তাঁদের ক্ষেত্রেই এই প্রদাহ প্রকট হয়।

হতে পারে ব্রণও: সবসময় বয়সজনিত কারণে ব্রণ না-ও হতে পারে। ফেসিয়াল করাতে গিয়েও মুখে ব্রণ ওঠা অস্বাভাবিক নয়। তার কারণ, ফেসিয়ালের পর ত্বকের যে অসংখ্য ছিদ্র আছে, তার মুখে পরিষ্কার হয়ে খুলে যায়। সেই ছিদ্রপথ দিয়ে মেদের ক্ষরিত রস বাইরে বেরিয়ে আসে। এই ক্ষরণ থেকেই ব্রণর উত্‍‌পত্তি। ফেসিয়ালের পর টোনিং ঠিক করে না করলেই, এই ব্রণ বা ফুসকুড়ি দেখা দিতে পারে।

অ্যালার্জি হতে পারে: ফেসিয়ালের নানা রকমফের আছে। প্রকারভেদ করতে বসলে একশো ছাড়িয়ে যাবে। কী প্রোডাক্ট ব্যবহার হচ্ছে, তার উপর নির্ভর করে ফেসিয়ালের ধরন। আবার সবার ত্বকে একই ধরনের ফেসিয়াল হয় না। ত্বকের প্রকারভেদের উপর ফেসিয়ালের বিভিন্নতা নির্ভর করে। ফেসিয়ালের জন্য ঠিকঠাক প্রোডাক্ট বেছে না নিলে, হিতে বিপরীত হতে পারে। অ্যালার্জির আশঙ্কা থেকে যায়।

ক্ষতও তৈরি হয়: ফেসিয়ালের সময় ব্ল্যাকহেড বের করতে গিয়ে বিউটিশিয়ানরা নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন। আঙুল দিয়েও চাপ দেন। যা থেকে অনেকেরই মুখে ক্ষত তৈরি হয়।



pH-এর ভারসাম্য বিঘ্নিত করে: যাঁরা খুব ঘনঘন পার্লারে গিয়ে বা বাড়িতে বসে ফেসিয়াল করেন, তাঁদের ক্ষেত্রে এমনটা হয়। ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে, শুষ্ক হয়ে পড়ে। pH ব্যালেন্স নষ্ট হওয়ার কারণেই এই শুষ্কতা আসে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল