অ্যাপশহর

জানেন কি, প্রতিদিন মাথা থেকে ঝরে যায় ৮০টি চুল!

'ঘর হতে শুধু দুই পা ফেলিয়া'ই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা-ই অনেক সময় আমাদের গোচরে আসে না। এধরনের অজানা-অচেনার খোঁজে আমরা যাত্রা চলছে।

EiSamay.Com 4 Dec 2022, 7:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সৃষ্টি বড়ই অদ্ভূত। পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলি সম্পর্কে ন্যূনতম কোনও ধারণাই আমাদের নেই। বেশি দূরে যেতে হবে না। 'ঘর হতে শুধু দুই পা ফেলিয়া'ই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা-ই অনেক সময় আমাদের গোচরে আসে না। এধরনের অজানা-অচেনার খোঁজে আমরা যাত্রা চলছে। এই সফরে প্রতি রবিবার আমরা ধারাবাহিকভাবে এমন কিছু তথ্য তুলে ধরি, যা শুনে তাজ্জব হতে হয়। এই কিস্তিতে রইল মানব শরীর সম্পর্কে অবাক করা পাঁচটি তথ্য।
EiSamay.Com Health Tips
জানেন কি, প্রতিদিন মাথা থেকে ঝরে যায় ৮০টি চুল!




১) মানুষের দৈহিক ওজনের ১০% ব্যাক্টেরিয়ার অবদান। একটি পূর্ণবয়স্ক মানব শরীরে উপস্থিত মোট ব্যাক্টেরিয়ার ওজন দেহের ওজনের শতকরা দশ ভাগ জুড়ে থাকে।


২) প্রাত্যহিক জীবনে শরীরে কাটা-ছড়া লেগেই থাকে। জেনে রাখুন, এক বর্গ ইঞ্চি ত্বকে মজুদ থাকে অন্তত ১৩০০ স্নায়ু কোষ।



৩) চুল পড়ার সমস্যায় অনেকেই জেরবার হন। জানেন কি, প্রতিদিন প্রত্যেক মানুষের মাথা থেকে ন্যূনতম ৮০টি চুল খসে পড়ে? আসলে, অনেক সময় আমাদের অজান্তেই ঝরে পড়ে মাথার চুল।



৪) লিভারের প্রধান কাজ, রক্ত পরিশোধন করা। প্রতি মুহূর্তে নিরন্তর এই শারীরিক প্রক্রিয়া ঘটে চলেছে। গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন মানুষের লিভার গড়ে ৭২০ লিটার রক্ত পরিশোধন করে।



৫) এক ফোঁটা রক্তে কত কোষ থাকে? জানা গিয়েছে, প্রতি ফোঁটা রক্তে রয়েছে ২৫ কোটি কোষ।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল