অ্যাপশহর

COVID টিকা নেওয়ার পর কি Painkiller নেওয়া যেতে পারে? বিশেষজ্ঞরা কী বলছেন, জানুন...

কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে দেশে। মোট আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভ্যাকসিন নেওয়ার পর হাতে ব্যথা হচ্ছে অনেকেরই, তাই ভ্যাকসিন নেওয়ার পর পেইন কিলার খেয়ে ফেলছেন অনেকে। সেটি কি আদৌ করা উচিত?

EiSamay.Com 31 Mar 2021, 2:44 pm

হাইলাইটস

  • কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে দেশে।
  • মোট আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও।
  • এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক তৈরি করলেও, ভ্যাকসিনের ভরসায় বুক বেঁধেছেন সবাই।
EiSamay.Com Covid shot
COVID ভ্যাকসিন
এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে দেশে। মোট আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক তৈরি করলেও, ভ্যাকসিনের ভরসায় বুক বেঁধেছেন সবাই। বিশ্বের নানা দেশে শুরু হয়েছে টিকাকরণ। এপ্রিলের ১ তারিখ থেকে ৪৫ বছরের উর্ধ্বের সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।
ভ্যাকসিন নেওয়ার পর অনেকেরই হাতে ব্যথা হতে পারে। হালকা থেকে বেশি অনেকেরই ভ্যাকসিন নেওয়ার জায়গা কয়েকদিন ফুলেও থাকছে। ফলে সেই হাতে কাজ করতে সামান্য সমস্যা হতে পারে। এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। করোনার ভ্যাকসিন নিলে অন্যান্য ভ্যাকসিনের মতোই ত্বকে সামান্য ব্যথা হয়। কিন্তু অনেকেই ভ্যাকসিন নেওয়ার পর পেইন কিলার খেয়ে ফেলছেন। যা একেবারেই উচিত নয়, বলছেন বিশেষজ্ঞ থেকে চিকিৎসক সকলে।

এবিষয়ে এক বিশেষজ্ঞ বলছেন, ভ্যাকসিন নেওয়ার আগে তখনই পেইনকিলার জাতীয় ট্যাবলেট বা ওষুধ খাওয়া যায়, যখন তা চিকিৎসক প্রেসক্রাইব করেন। তা না হলে, এমন ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়।

এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, কোনও পেইনকিলার শরীরে প্রবেশ করলে তা রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যেখানে করোনা ভ্যাকসিন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে। এবার পেইনকিলার খেলে যেহেতু রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই ভ্যাকসিন নেওয়ার পর রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়, তো, সেই হিসেবে কাজ করা শুরু করে।

অ্যালার্ম ছাড়াই রোজ ঘুম ভাঙে? তাহলে সুস্বাস্থ্যের অধিকারী আপনি, বলছে সমীক্ষা

বেশ কয়েকটি সমীক্ষা বলছে, Advil, Motrin বা অন্যান্য ব্র্যান্ডের ওষুধ) রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, সমীক্ষায় দেখা গিয়েছে এই ওষুধগুলি অ্যান্টিবডি কম তৈরি করে। ফলে তা সমস্যা তৈরি করে। সাধারণত ভ্যাকসিন নেওয়ার পরে এই ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয় যদি খুব বেশি সমস্যা হয়। তা না হলে এড়িয়ে যাওয়াই ভালো।

এবিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্ট জোনাথন ওয়াতানেব বলেন, এবার যদি এই ধরনের কোনও ওষুধ আপনি আগে থেকে খেয়ে থাকেন বা রোজ খান, তা হলে কিন্তু শুধু ভ্যাকসিন নেওয়ার জন্য এই ওষুধ খাওয়া বন্ধ করবেন না। অন্তত চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করে তো নয়ই।

Weight loss: বয়স যতই হোক না কেন, এই ৪ উপায়ে মেথি খাবেন; ফ্যাট গলে যাবে মাখনের মতো!
তবে, যদি খুব ব্যথা হয় হাতে, তাহলে পেইনকিলারের বদলে চিকিৎসকের পরামর্শ নিয়ে Tylenol জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। তবে, এসব ছাড়াও ব্যথার জায়গায় বরফ দেওয়া, ঠাণ্ডা কিছু প্রয়োগ করার করা বলছেন। আর যদি জ্বর আসে, বেশি করে জল খাওয়া, ফ্রুট জ্যুস খাওয়ার পরামর্শ দিয়েছেন।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর