অ্যাপশহর

SHOCKING: বিশ্বে প্রতি ১০ আত্মঘাতী মহিলার ৪ জনই ভারতীয়!

একটি আন্তর্জাতির পাবলিক জার্নালের গবেষণায়, ভারতীয় মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

EiSamay.Com 13 Sep 2018, 7:13 pm

হাইলাইটস

  • বলা হয়েছে, এই ভারতীয় মহিলাদের ৭১.২ শতাংশের বয়স ৪০-এর নীচে।
  • শরীরের পাশাপাশি মানসিক সুস্বাস্থ্যও যে কতটা জরুরি তা এই প্রতিবেদন থেকেই বোঝা যায়।
  • ১৯৯০-এর পর থেকে ভারতে আত্মহত্যার পরিসংখ্যা অনেকটাই বেড়েছে।
EiSamay.Com প্রতীকী ছবি
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: শরীরের পাশাপাশি মানসিক সুস্বাস্থ্যও যে কতটা জরুরি তা এই প্রতিবেদন থেকেই বোঝা যায়।
একটি আন্তর্জাতির পাবলিক জার্নালের গবেষণায়, ভারতীয় মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ল্যানসেট পাবলিক হেলথ জার্নালের গবেষণার রিপোর্টে উল্লেখ, বিশ্বের ১০ জন আত্মঘাতী মহিলার মধ্যে ৪ জনই ভারতীয়। একইসঙ্গে সেখানে বলা হয়েছে, এই ভারতীয় মহিলাদের ৭১.২ শতাংশের বয়স ৪০-এর নীচে।

১৯৯০-এর পর থেকে ভারতে আত্মহত্যার পরিসংখ্যা অনেকটাই বেড়েছে। এটির বৃদ্ধি হয়েছে প্রায় ২৫.৩ শতাংশ। যদিও ১৯৯০ থেকে ২০১৬-র মধ্যে মহিলাদের আত্মহত্যার পরিসংখ্যান অনেকটাই নীচের দিকে নেমেছে। যদিও তাতে বিশ্বের নিরিখে ভারতীয় মহিলাদের আত্মঘাতী হওয়ার পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক।

যদিও বিশ্ব পরিসংখ্যানের নিরিখে ভারতে মহিলাদের আত্মহত্যার অনুপাত অনেকটাই বেশি। এদেশে ১ লক্ষ মহিলার মধ্যে ১৫ জন আত্মঘাতী হন। পুরুষদের ক্ষেত্রে এর পরিসংখ্যান ২৪.৪ শতাংশ।

এই মৃত্যুর পিছনে কারণ হিসেবে উঠে এসেছে লিঙ্গ বৈষম্য, পরিবারের সহযোগিতার অভাব।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল