অ্যাপশহর

Clove To Treat Toothache: এই প্রাকৃতিক উপাদানটি নিমেষে কমায় দাঁতে ব্যথা, কিন্তু কী ভাবে ব্যবহার করবেন জানেন কি?

দাঁতের ব্যথায় কষ্ট পেলে লবঙ্গ হতে পারে সমস্যার সমাধান। কোনও পেইনকিলারের প্রয়োজনই পড়বে না। কী ভাবে ব্যবহার করবেন? আসুন জানা যাক।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 11 Apr 2023, 10:56 am
দাঁতে ব্যথায় যাঁরা কষ্ট পান, তাঁরাই জানেন জীবনে এর অভিঘাত ঠিক কতটা! অন্যরা কেবল অনুমানই করতে পারবেন, কিন্তু আসল চিত্রটা তাঁদের কাছে অধরা। তাই দাঁতে ব্যথা থাকলে প্রথমেই ব্যবস্থা নিন। কিন্তু তাই বলে কথায় কথায় পেইনকিলার খাওয়ার অভ্যাসটা এবার দূর করতে হবে। এই প্রাকৃতিক উপাদানটির উপর ভরসা রাখতে পারেন। দেখবেন, উপকার পাবেন।
EiSamay.Com how to use clove to treat toothache
Clove To Treat Toothache: এই প্রাকৃতিক উপাদানটি নিমেষে কমায় দাঁতে ব্যথা, কিন্তু কী ভাবে ব্যবহার করবেন জানেন কি?


দাঁতে ব্যথা নানা কারণে হতে পারে। ব্যথার পিছনে থাকতে পারে কোনও ইনফেকশন। এই সংক্রমণের নেপথ্যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসও দায়ী থাকে অনেক সময়। এছাড়া অনেক ক্ষেত্রে দাঁতের ক্ষয় হয়। এই কারণেও ব্যথা হয়ে থাকে। আবার দাঁতের নার্ভ ড্যামেজ হলেও অত্যন্ত যন্ত্রণায় ঘুম উড়তে পারে।

দাঁতে ব্যথা হল অসহ্য অনুভূতি। একবার শুরু হলে তা আর থামতে চায় না। রাতের ঘুম মাথায় ওঠে। কোনও কাজ করা যায় না। তাই হাই পাওয়ারের পেইনকিলার খেতে অভ্যস্ত হয়ে পড়েন আক্রান্তরা।

তবে এই ধরনের পেইনকিলার নিয়মিত খেলে কিডনি, লিভারের ক্ষতি হয়। তাই সাবধান থাকতে হবে। এই পরিস্থিতিতে আপনার প্রথম পছন্দ হতে পারে লবঙ্গ।

১. লবঙ্গের রয়েছে ব্যথা নিবারণের ক্ষমতা

লবঙ্গ প্রায় প্রতিটি রান্নাঘরেই উপস্থিত থাকে। রান্নায় এর অবাধ ব্যবহার। তবে এর যে ঔষধিগুণ রয়েছে, তা অনেকেই জানেন না নিশ্চয়ই। আজ সেই গুণের কথাই একটু খোলসা করা যাক। লবঙ্গতে রয়েছে ইউজেনল নামক একটি উপাদান। এই উপাদান কিন্তু অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। এমনকী ব্যথা নিবারণের ক্ষমতা রাখে। বিশেষত, দাঁতের যন্ত্রণায় এর ব্যবহার সবথেকে বেশি। তাই দাঁতে ব্যথা হলেই লবঙ্গের ব্যবহার শুরু করুন।

২. দাঁতে চেপে রাখুন​

ব্য়বহারের প্রথম পদ্ধতি হল- ব্যথার জায়গায় লবঙ্গ রাখা। ধরুন আপনার বাঁদিকে কোনও একটি দাঁতে ব্যথা হচ্ছে। তো সেই দাঁত দিয়ে চেপে ধরুন লবঙ্গ। ধীরে ধীরে চুষতে থাকুন। এভাবে কিছুক্ষণ করলেই দেখবেন আপনি আরাম পাচ্ছেন। আসলে লবঙ্গের নির্যাস বেরিয়ে এসে ওই জায়গার ব্যথা কমায়। এমনকী সেখানকার ফোলাও কমে যায়। তাই এবার থেকে পেইনকিলার মুখে দেওয়ার এই ঘরোয়া টোটকাটি কাজে লাগিয়ে দেখুন। আশা করছি সমস্যা কমবে।

৩. লবঙ্গ তেলের ব্যবহার​

লবঙ্গ তেল বাজারে কিনতে পাওয়া যায়। সেই তেল কিনে আনার পর একটি কটন বাডস জোগার করতে হবে। ব্যথা শুরু হলে লবঙ্গ তেল বাডসে লাগিয়ে নিন। তারপর ব্যথা জায়গায় লাগান। ব্যথা জায়গায় লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপরই দেখবেন ম্যাজিক হয়ে গিয়েছে। আপনার ব্যথা কমেছে। এরপর শান্তিতে ঘুমাতে পারবেন। তাই দাঁতে ব্যথা হলে লবঙ্গ তেলের ব্যবহার বাড়াতেই পারেন। তবে দিনে একাধিকবার লবঙ্গ তেল ব্যবহার করবেন না।

​৪. লবঙ্গ চা খেলেও সুস্থ থাকবেন​

আপনি খেতেই পারেন লবঙ্গ চা। এই চা তৈরি করা খুব কঠিন কাজ নয়। এক্ষেত্রে গরম জলে চায়ের সঙ্গে কিছুটা পরিমাণ লবঙ্গ দিয়ে দিন। তারপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। তৈরি হওয়ার পর ধীরে ধীরে এই চা পান করুন। দেখবেন ব্যথা কমেছে দ্রুত গতিতে। বিশেষজ্ঞরা বলেন, চা না মিশিয়ে শুধু লবঙ্গ ফোটানো জলপান করতে পারলে সবথেকে ভালো ফল মেলে। তবে সবাই সেটা করতে পারবেন না। তাই লবঙ্গ চা-ই সই।



এছাড়া লবঙ্গ ফোটানো জলে গার্গল করতে পারেন। এতে সেই ব্যথা জায়গায় পৌঁছে যেতে পারে লবঙ্গের নির্যাস। ফলে যন্ত্রণা কমে দ্রুত গতিতে। তবে খুব ব্যথা হলে আর সময় নষ্ট না করে সোজা চিকিৎসকের কাছে যান। আশা করছি সমস্যা কমতে সময় লাগবে না।

Disclaimer: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: ফুসফুসের সব ময়লা বের করে প্রাণ ভরে শ্বাস নিতে চান? পান করুন এই ৫ পানীয়
আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ, রোগ থেকে বাঁচতে এই পদক্ষেপ গ্রহণে জোর দিতে বলছে সিডিসি
লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর