অ্যাপশহর

জেট ল্যাগ এড়ানোর দাওয়াই

নানা প্রয়োজনে প্রায়ই যাঁরা বিমান যাত্রায় অভ্যস্ত, তাঁদের কাছে ‘জেট ল্যাগ’ শব্দটি খুবই পরিচিত৷ বিশেষ করে দীর্ঘ বিমান যাত্রার ফলে অনেকেই এই জেট ল্যাগের সমস্যায় ভোগেন৷

EiSamay.Com 26 Mar 2016, 11:14 am
নানা প্রয়োজনে প্রায়ই যাঁরা বিমান যাত্রায় অভ্যস্ত, তাঁদের কাছে ‘জেট ল্যাগ’ শব্দটি খুবই পরিচিত৷ বিশেষ করে দীর্ঘ বিমান যাত্রার ফলে অনেকেই এই জেট ল্যাগের সমস্যায় ভোগেন৷ জেট ল্যাগ সহজেই কাটিয়ে ওঠার কিছু টিপস রইল ‘অন্য সময়’-এর পাতায়
EiSamay.Com how to overcome the problem of jet lag
জেট ল্যাগ এড়ানোর দাওয়াই


জেট ল্যাগের পরিচিত লক্ষণগুলো হল, ভালো ঘুম না হওয়া, দিনের বেলাতেও ক্লান্তবোধ করা, কাজে মন বসাতে না পারা ইত্যাদি৷ বিমান যাত্রার পরে টানা দুই-তিন ধরে এই সমস্যায় ভোগা কিছু অস্বাভাবিক নয়৷ এই সব সমস্যা ছাড়া পেটের সমস্যাও দেখা দিতে পারে৷ বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রিপের পরেই এই জেট ল্যাগের সমস্যা দেখা দেয়৷ দুই বা তার বেশি টাইম জোন পেরোলেই এই সমস্যাটা দেখা দেয়৷ আসলে এই সময়ে আমাদের বায়োলজিকাল ক্লকের অনেকটাই বদলে যায়৷ অর্থাত্‍ আমরা সাধারণত যে সময়ে ঘুমোতে যাই, যে সময় জেগে থাকি, সেই অভ্যাসের অনেকটাই এই টাইম জোনের পরিবর্তনের ফলে বদলে যায়৷ তাই বায়োলজিক্যাল ক্লকের সঙ্গে সময় ঘড়ির ভারসাম্যটা বজায় থাকেন স্বাভাবিক ভাবেই৷ তাছাড়া বিমানে যাত্রাকালীন অনেক উঁচুতে থাকার দরুন রক্তে অক্সিজেনের খানিকটা অভাব হয় তো বটেই৷ ফলে শরীরে একটা অস্বস্তি এবং ডিহাইড্রেশনের সমস্যা তৈরি হতে পারে৷ সব মিলিয়ে তৈরি হয় জেট ল্যাগের সমস্যা৷ তবে জেট ল্যাগে কাবু হয়ে না পড়ার কয়েকটা টিপস আছে৷



বিদেশে যাওয়ার আগে, প্রথমেই টাইম জোন সম্পর্কে তথ্য নিন৷ হিসবে করে দেখে নিন, সেই সময় আপনি যেখানে থাকবেন, ঠিক কোন কাজটি করবেন৷ ট্রিপের কয়েক দিন আগে থেকে সেই অনুযায়ী আপনার দিনের রুটিন ঠিক করুন৷ একটু একটু করে প্রতিদিনই সময় পালটে নিজেকে প্রস্ত্তত করুন৷



ধরুন আপনি রাতের ফ্লাইট ধরলেন৷ হিসেব করে দেখা গেল টাইম জোন অনুযায়ী আপনি সেখানে সকাল বা দুপুরে পৌঁছনোর কথা | ডিনারের পর আপনার ফ্লাইটে ঘুমনোরই সম্ভাবনা বেশি৷ তাই সকালে পৌঁছলে আপনার বায়োলিজিকাল ক্লকের তেমন পরিবর্তন হবে না৷ তাই সময়ের হিসেব করে ফ্লাইটের সময় ঠিক করুন৷



বিমান যাত্রার ১২ ঘন্টা আগে চা- কফির মতো ক্যাফেইন জাতীয় পানীয় খাবেন না৷ ভালো ঘুমের জন্য কফি মোটেই ভালো নয়৷ রাতের বিমান ধরলেও আপনার তাড়াতাড়ি ঘুম নাও আসতে পারে৷ তাছাড়া হালকা ডিনার করে ফ্লাইট ধরাই বুদ্ধিমানের কাজ৷ অ্যালকোহলও ছোঁবেন না৷



দীর্ঘ বিমান যাত্রার সময়, নিয়ম করে প্রত্যেক ঘন্টায় একটু করে জল খান৷ আপনার তেষ্টা না পেলেও জল খাওয়াটা জরুরি৷ তাতে শরীর হাইড্রেটেড থাকবে৷ তাছাড়া কন্ট্যাক্ট লেন্স থাকলে, পরিষ্কার লেন্স পরুন| বিমানে ঘুমোনোর আগে কন্ট্যাক্ট লেন্স খুলে নিন৷ সঙ্গে আই ড্রপ ক্যারি করুন৷



দিনের বেলায় গন্তব্যে পৌঁছলে যতটা পারেন সূর্যের আলো গায়ে লাগান৷ সেই জায়গার স্থানীয় সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে সুবিধা হবে৷ দিনের বেলায় পৌছলে যত ক্লান্তই লাগুক না কেন, ঘুমিয়ে না পড়ার চেষ্টা করুন৷



বিদেশ যাওয়ার জেট ল্যাগের সমস্যা কাটাতে চিকিত্‍সকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারেন৷ তবে নিজে থেকে কোনও ওষুধ একেবারেই খাবেন না৷ তাতে হিতে বিপরীত হতে পারে৷

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল