অ্যাপশহর

ওজন বেশি হলে কতটা Vitamin C রোজ খাওয়া উচিত? জানাল গবেষণা

Vitamin C: করোনার সময় থেকেই মোটামুটি বোঝা গিয়েছে যে ইমিউনিটি (Immunity) বাড়ানোর জন্য ভিটামিন সি প্রয়োজন। তবে ওজন বেশি (Obesity) থাকলে ভিটামিন সি-এর প্রয়োজনও অনেকটাই বেড়ে যায়। এই বিষয়টি সম্পর্কে জানাল গবেষণা।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 10 May 2022, 4:24 pm

হাইলাইটস

  • নিউজিল্যান্ডের নিউ ইউনিভার্সিটি অব ওটাগো, ক্রাইসচার্চ এই বিষয়টি নিয়েই করে গবেষণা।
  • তাঁদের গবেষণাতেই উঠে এল কতটা পরিমাণে ভিটামিন সি মানুষের শরীরে বেশি প্রয়োজন।
  • এক্ষেত্রে এই ধরনের গবেষণা এই প্রথম হল বলে গবেষকদের তরফে দাবি করা হয়েছে।
EiSamay.Com Vitamin C
করোনা (Corona) অতিমারী আসার পর থেকেই আমাদের শব্দকোষে কয়েকটি শব্দ পাকাভাবে জায়গা করে নিয়েছে। এক্ষেত্রে ভিটামিন সি হল ঠিক এমনই একটি কথা। এর আগেও এই ভিটামিন আমাদের মাঝেই ছিল। সভ্যতার আদিকাল থেকেই মানুষ এই ভিটামিন খেয়ে আসছেন। তবে এই নিয়ে এত চর্চা কিন্তু করোনা অতিমারীর আগে আর হয়নি। আসলে করোনার সময় আমরা জানতে পারি যে এই ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। অর্থাৎ এক্ষেত্রে গুরুতর জীবাণুর আক্রমণে থেকে বাঁচতে চাইলে মানুষের ভিটামিন সি প্রয়োজন। তবে এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গিয়ে মানুষ হুড়মুড়িয়ে এই ভিটামিন কিনে খেয়েছেন। এমনও একটা সময় গিয়েছে যখন পাড়ার ওষুধের দোকানে মেলেনি ভিটামিন সি। কারণ মানুষ গাদা গাদা ভিটামিন সি ট্যাবলেট মজুত করে রেখেছিলেন ঘরে। এবার তখন থেকেই একটা প্রশ্ন সকলের মধ্যে উঠে আসে, কতটা ভিটামিন সি আমাদের প্রয়োজন?
আরও পড়ুন: Health Tips: রাতে শোয়ার আগে এই খাবারগুলি একেবারে নয়! শরীরের হয় মারাত্মক ক্ষতি

নিউজিল্যান্ডের নিউ ইউনিভার্সিটি অব ওটাগো, ক্রাইসচার্চ এই বিষয়টি নিয়েই করে গবেষণা। তাঁদের গবেষণাতেই উঠে এল কতটা পরিমাণে ভিটামিন সি (Vitamin C) মানুষের শরীরে বেশি প্রয়োজন। এক্ষেত্রে এই ধরনের গবেষণা এই প্রথম হল বলে গবেষকদের তরফে দাবি করা হয়েছে। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল নিউট্রিয়েন্টস-এ। এই গবেষণায় জানানো হয়, মানুষের আদর্শ ওজন নিজের উচ্চতা অনুযায়ী ১০ কেজি বেশি হলে প্রতিদিন ১০ মিলিগ্রাম ভিটামিন সি বেশি প্রয়োজন হয়। অর্থাৎ এক্ষেত্রে ওজন বেশি (Obesity) হলে ভিটামিন সি-এর প্রয়োজনও বেশি। তবেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) ভালো থাকে।

আরও পড়ুন: অতিরিক্ত ভিটামিন C কি পিরিয়ডে সমস্যা তৈরি করে? জানুন, বিশেষজ্ঞ পরামর্শ


এই বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি ও বায়োমেডিক্যাল সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর ও এই গবেষণার মুখ্য গবেষক অনিত্রা কার বলেন, আগেকার অনেক গবেষণাই দেখিয়েছে যে বেশি ওজন বেশি থাকলে শরীরে ভিটামিন সি থাকে কম। তবে এই গবেষণা প্রথম জানাচ্ছে যে ওজন বেশি হলে ঠিক কতটা পরিমাণ ভিটামিন সি প্রয়োজন হয়। এর মাধ্যেই তাঁরা ভালো থাকতে পারবেন। এক্ষেত্রে ভিটামিন সি খাওয়ার পরিমাণ বাড়লে ইমিউনিটি ভালো থাকে।

আরও পড়ুন: Vitamin C Side Effects: অত্যধিক Vitamin C থেকেও বিপদের আশঙ্কা! দিনে কতটা খাবেন?

এই গবেষণায় আরও জানা যায়, ওজন ৯০ কিলো হলে ৩০ মিলিগ্রাম বেশি ভিটামিন সি খেতে হয়। এছাড়া যাঁদের ওজন ১২০ কিলো তাঁদের দিনে ৪০ মিলিগ্রাম বেশি ভিটামিন সি খেতে হয়।

বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর