অ্যাপশহর

Covid 4th Wave in India: দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা! চতুর্থ ঢেউয়ের আগে WHO দিল ৪ সাবধান বাণী

Covid 4th Wave: আরও একবার করোনা আক্রান্তের সংখ্যা দেশে ঊর্ধ্বমুখী। এক্ষেত্রে দিল্লি, উত্তরপ্রদেশে বাড়ছে আক্রান্ত। এমনকী এবার বড়দের পাশাপাশি ছোটরাও আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে হু (WHO)-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan) করোনার সকল নিয়ম মানতে বললেন।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 26 Apr 2022, 10:57 am
দেশে বাড়তে শুরু করেছে করোনা। প্রতিদিনই প্রায় ২ হাজার ছাড়িয়ে যাচ্ছে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই প্রতিটি মানুষকে এখন থেকেই সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। তবে সত্যি বলতে মানুষের মধ্যে এখন করোনার ভয় অনেকটাই কমেছে। বিশেষত, কলকাতা সহ এই রাজ্যে কমেছে করোনার ভয়। মানুষ এখন বেশ মজাতেই রয়েছেন। কোথাও নেই মুখে মাস্ক। আর এই পরিস্থিতি যে সমস্যাকে আরও ত্বরান্বিত করতে পারে, বিষয়টি মনে করাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।
EiSamay.Com coronavirus is spreading fast in india know what who chief scientist soumya swaminathan suggest
Covid 4th Wave in India: দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা! চতুর্থ ঢেউয়ের আগে WHO দিল ৪ সাবধান বাণী


এদিকে ভারতে করোনার অবস্থা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই বাড়ছে। বিশেষত, দিল্লি, উত্তরপ্রদেশ ও দেশের অন্যান্য কিছু জায়গায় বাড়তে শুরু করেছে এই রোগ। এদিকে কিছুদিনের মধ্যেই যে কোভিডের চতুর্থ ঢেউ (Covid 4th Wave) আসতে পারে, এই বিষয়টিও স্পষ্ট করে দিচ্ছেন একাংশের বিশেষজ্ঞ। এমনকী কানপুর আইআইটি-তো (Kanpur IIT) আগাম পূর্বাভাস দিয়েই রেখেছে।

এবার এতদিন করোনা সাধারণত বড়দের মধ্যে সমস্যা তৈরি করে এসেছে। কিন্তু এবার ঘটেছে অন্য কাণ্ড। এখন বাচ্চাদের মধ্যেও দেখা দিচ্ছে সমস্যা। এক্ষেত্রে দিল্লিতে স্কুলে বাচ্চা ও শিক্ষকরা একসঙ্গে আক্রান্ত হয়েছেন এই রোগে। আর সেই থেকেই সমস্যা দেখা দিয়েছে।

এবার এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথান (Soumya Swaminathan) নবভারত টাইমস-কে এক সাক্ষাৎকারে বলেন, এই সময়টায় বেশ কিছু কোভিড নিয়ম মানা অত্যন্ত জরুরি।

​সমস্যার নাম ওমিক্রন

সৌম্যা স্বামীনাথন বলেন, ভারত সহ বেশিরভাগ দেশেই দাপট দেখাচ্ছে ওমিক্রন বিএ.২ (BA.2)। এছাড়াও এক্সই (XE), বিএ.৪ (BA.4) এবং বিএ.৫ (BA.5) কিছু জায়গায় ধরা পড়েছে। এবার এই সকল ভ্যারিয়েন্টের মধ্যে এক্সই-এর ছড়িয়ে পড়ার ক্ষমতাই সবথেকে বেশি। তাই এই ভাইরাস নিয়ে অবশ্যই থাকতে হবে সতর্ক। ছবি সৌজন্যে: পিক্সাবে

​কোভিড নিয়ম মেনে চলুন

স্বামীনাথন বলেন, করোনা হল একটি এয়ারবোর্ন ভাইরাস। এক্ষেত্রে ঘুপচি ঘর, অনেক মানুষ একসঙ্গে রয়েছেন, ঘরে বায়ু চলাচলের জায়গা নেই- এমন জায়গায় এই ভাইরাসের আক্রমণ করার আশঙ্কা থাকে বেশি। তাই কোভিড যতদিন মানুষের মধ্যে ঘুরে বেরাচ্ছে, ঠিক ততদিন করোনা (Coronavirus) সতর্কতা তো গ্রহণ করতেই হবে। ছবি সৌজন্যে: পিক্সাবে

​মাস্ক পরুন

মাস্ক হল করোনার বিরুদ্ধে মানুষের হাতে থাকা প্রধান হাতিয়ার। এক্ষেত্রে মাস্ক (Mask) পরার মাধ্যমেই আক্রান্তের মুখ, নাক থেকে ভাইরাস যুক্ত তরলবিন্দু (Droplet) বেরয় না। আবার সুস্থ মানুষ মাস্ক পরে থাকলে ঢুকতে পারে না জীবাণু। তাই বাইরে বেরলেই বা কোনও জমায়েতে গেলে অবশ্যই মাস্ক পরুন। আর চেষ্টা করুন সময় মতো হাত ধুয়ে নেওয়ার। তবেই সমস্যা থেকে পাওয়া যেতে পারে মুক্তি। ছবি সৌজন্যে: পিক্সাবে

​ভ্যাকসিন নিন

ভ্যাকসিন (Vaccine) নেওয়া হল এই রোগের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। কারণ টিকা এই রোগ প্রতিরোধে আমাদের অন্যতম হাতিয়ার। স্বামীনাথন বলেন, টিকা নেওয়ার পরও সমস্যা দেখা দিতেই পারে। কারণ কিছুদিন যাওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমতে থাকে। তবে টিকা নিতেই হবে। কারণ টিকা নিলে রোগ জটিল দিকে এগয় না। ছবি সৌজন্যে: পিক্সাবে

​লকডাউন জরুরি নয়

কোভিডের সব নিয়ম মেনে চলাটাই এখন হবে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে পারলেই সমস্যার সমাধান সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞানী ইঙ্গিত দেন যে আগামীদিনে আর লকডাউনের (Lockdown) প্রয়োজন হয়তো হবে না। তবে প্রতিটি মানুষকে অবশ্যই থাকতে হবে সতর্ক। এক্ষেত্রে মাস্ক পরা সহ অন্যান্য সতর্কতা গ্রহণ করতে হবে। তবেই আগামীদিনে সমস্যা থেকে জটিলতার আশঙ্কা বহুগুণ কমবে।

বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর