অ্যাপশহর

Ayurveda For Hypertension: ব্লাড প্রেশারের জন্য নিয়মিত ওষুধ নয়, চিকিৎসকের পরামর্শে রোজ সকালে এই পানীয় খেলেই ফল পাবেন

প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ খুবই ভয়ঙ্কর সমস্যা। এই সমস্যা দেখা দিলে প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক হতে হবে। সাধারণত প্রেশারের ক্ষেত্রে কোনও লক্ষণ তেমনভাবে দেখা দেয় না। তবে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো অসুখের ঝুঁকি এক্ষেত্রে অনেকটাই বেড়ে যায়।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 14 Mar 2023, 8:19 am
উচ্চ রক্তচাপের সমস্যা হলে প্রতিনিয়তই ওষুধ খেতে হয়। কিন্তু কেবল ওষুধ খেলেই কি সমস্যার সমাধান হবে? বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাত্রাই পারে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা করা, ভালো ঘুম আর এর পাশাপাশি স্ট্রেস কমাতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এর পাশাপাশি খাদ্য তালিকায় কিছু জিনিস যোগ করলে এবং কিছু অপ্রয়োজনীয় খাবার বাদ দিলে ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখা যেতে পারে উচ্চ রক্তচাপ।
EiSamay.Com control your high blood pressure with this ayurvedic tea
Ayurveda For Hypertension: ব্লাড প্রেশারের জন্য নিয়মিত ওষুধ নয়, চিকিৎসকের পরামর্শে রোজ সকালে এই পানীয় খেলেই ফল পাবেন


আয়ুর্বেদ চিকিৎসক Dr Dixa Bhavsar Savaliya এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি বলেছেন, রোজ এই পানীয়টি পান করলে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কমে যাবে সহজেই। তাই সকালে খালি পেটে চা-কফির বদলে পান করুন এই পানীয়।


ছবি : Istock

​দেখে নিন চিকিৎসকের পরামর্শ

View this post on Instagram A post shared by Dr Dixa Bhavsar Savaliya (@drdixa_healingsouls)

কোন কোন রোগীরা এই চা খেতে পারেন?

এই চা খেতে পারেন ডায়াবিটিসের রোগী, যাঁদের অকারণে স্ট্রেস হয়, মাথাব্যথা বা কোলেস্টেরলের সমস্যা থাকলে, হরমোনের ভারসাম্যহীনতা এবং এমনকি ত্বকের সমস্যাতেও দুর্দান্ত কাজ করে এই পানীয়।

কেমন করে তৈরি করবেন এই চা?

  • এই চা তৈরি করতে যা লাগবে
  • ১ গ্লাস জল
  • ১টা জবা ফুল
  • ৩ গ্রাম অর্জুন গাছের ছাল
  • ১ গ্রাম শুকনো আদা পাউডার
  • গোলমরিচ ১টা গুঁড়ো
  • ১টা এলাচ গুঁড়ো

পদ্ধতি

এক গ্লাস জলে জবা ফুলের পাপড়ি-সহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। জল ফুটে এক কাপ হয়ে গেলে ছেঁকে নিয়ে পান করুন।

জবা ফুলের উপকারিতা

আয়ুর্বেদ মতে, জবা ফুল শীতল। এর ঔষধিগুণ মন শান্ত করতে সাহায্য করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে জবা ফুলের তৈরি চা রক্তচাপ কমাতে পারে। এটি অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধ।

অর্জুন ছালের উপকারিতা

অর্জুন ছাল আয়ুর্বেদের সেরা। এটি কার্ডিও প্রতিরক্ষামূলক এবং কার্ডিও টনিক ভেষজ বলে মনে করা হয়। এটি উচ্চ রক্তচাপ থেকে কোলেস্টেরল এবং উচ্চ ট্রাইগ্লিসারাইড-সহ বিভিন্ন সমস্যায় সাহায্য করে।

​আদা ও গোলমরিচের উপকারিতা

কোলেস্টেরল এবং অতিরিক্ত ফ্যাট বার্ন করার জন্য আদা সবচেয়ে ভালো বলে মনে করেন আয়ুর্বেদ চিকিৎসকরা। এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এমনকি প্রতিরোধও করে। গোলমরিচ বিপাকের জন্য সেরা। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গোলমরিচ। রক্তচাপ নিয়ন্ত্রণে এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এছাড়াও গোলমরিচ চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং গলা ব্যথা নিরাময় করতে পারে। অন্যদিকে এলাচ ফোলাভাব এবং গ্যাসের সমস্যা কমাতে উপকারী। আয়ুর্বেদ অনুসারে কাফার ভারসাম্য বজায় রাখতে এবং ভাতাকে শান্ত করার জন্য সেরা বলে প্রমাণিত। এই প্রতিবেদনে যে চায়ের কথা বলা হয়েছে তা প্রতিদিন সকালে খেলে আপনার হৃদয়কে প্রশমিত করবে, স্ট্রেস দূর করবে এবং হাইপার টেনশন দূর করবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর