অ্যাপশহর

প্রস্টেট ক্যানসার ঠেকাতে পারে কফি, জানেন কি?

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে, গোটা বিশ্বে পুরুষরা সবথেকে বেশি মারা যান প্রস্টেটের ক্যানাসারে। যদি কফিতে থাকা রাসায়নিক যৌগ সত্যিই মূত্রথলির ক্যানসার ঠেকাতে পারে, এর থেকে ভালো আর কিছু হয় না। এ নিয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে।

EiSamay.Com 21 Mar 2019, 3:57 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, পুরুষদের মূত্রথলি বা প্রস্টেটের ক্যানসার ঠেকাতে পারে কফি। তাঁর জানাচ্ছেন, কফির মধ্যে এমন দু'টি যৌগ বা কমপাউন্ড রয়েছে, যারা প্রস্টেট ক্যানসারের কোষকে দ্রুত বাড়তে দেয় না। যে কারণে পুরুষদের তাঁরা কফি খেতে উত্‍‌সাহিত করছেন।
EiSamay.Com Pic


যদিও গোটা গবেষণাটাই এখন প্রাথমিক স্তরে রয়েছে। এ নিয়ে গবেষণার বিশদ কিছু তাঁরা প্রকাশও করেননি।

তাঁরা আরও জানাচ্ছেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পানীয়তে এক হাজারেরও বেশি অনুদ্বায়ী রাসায়নিক যৌগ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে, গোটা বিশ্বে পুরুষরা সবথেকে বেশি মারা যান প্রস্টেটের ক্যানাসারে। যদি কফিতে থাকা রাসায়নিক যৌগ সত্যিই মূত্রথলির ক্যানসার ঠেকাতে পারে, এর থেকে ভালো আর কিছু হয় না। এ নিয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল