অ্যাপশহর

Best Foods For Gut Health: অনেকের মতো আপনিও কি পেটরোগা? ভাগেন গ্যাস-অম্বলে? রোজ এই খাবারগুলি খেলেই মিলবে উপকার

পেটের সমস্যায় আমরা, মানে বাঙালিরা একটু বেশিই ভোগেন। প্রায় সব পরিবারেই একজন করে পোট রোগার সন্ধান আপনি ঠিক পয়ে যাবেন। গ্যাস, অ্যাসিডিটি, চোঁয়া ঢেকুর, পেট ব্যথা… রোগের বালাই, যেন শেষ নেই! বিশেষজ্ঞরা বলেন, অন্ত্রের খেয়াল রাখলেই এই ধরনের অসুখ-বিসুখকে দূরে রাখা সম্ভব। আর সেই কাজটা করবেন কী ভাবে? উত্তর খুঁজলাম আমরা।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 20 Mar 2023, 11:07 am
পেটের সমস্যা অনেকেরই আছে৷ কিন্তু পেটের সঙ্গে মাথারও যোগাযোগ রয়েছে তা জানতেন কি? অন্ত্রের ব্যাকটেরিয়ার সঙ্গে মস্তিষ্কের যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে ইঁদুরের উপর করা এক পরীক্ষায়। বিজ্ঞানীদের মতে, আপনি খোশমেজাজ থাকবেন নাকি খিটখিটে, তা নির্ভর করে অন্ত্রের উপর। আবার উদ্বেগে ভুগলেও অন্ত্রের কার্যকরীতা কমে। তাই অন্ত্র ভালো থাকলেই মন ভালো থাকবে। ভালো থাকবে শরীরও। তাই আর সময় নষ্ট নয়, আজ থেকেই অন্ত্রের খেয়াল রাখা শুরু করে দিন। প্রশ্ন হল, কী ভাবে করবেন এই কাজ?
EiSamay.Com best foods for a healthy gut system
Best Foods For Gut Health: অনেকের মতো আপনিও কি পেটরোগা? ভাগেন গ্যাস-অম্বলে? রোজ এই খাবারগুলি খেলেই মিলবে উপকার


আমাদের অন্ত্রে অগুণতি ভালো ব্যাকটিরিয়া রয়েছে, যা খাবার হজমে সহায্য করে। কোনও কারণে এই ব্যাকটিরিয়ার সংখ্যার তারতম্য ঘটলে পেটের স্বাস্থ্য বিগড়ে যায়। তখন বিভিন্ন অসুখ চেপে ধরে। তাই তো বিশেষজ্ঞরা বারবার অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার কথা বলেন। রোজের ডায়েটে এই কয়েকটি খাবার রাখলে গাট হেলথের উন্নত তো হবেই, সেই সঙ্গে নানা রোগভোগের আশঙ্কাও কমবে।

Istock

​খান দুয়েক কলা রোজ খান​

কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি। সেই সঙ্গে মজুত রয়েছে পটাশিয়াম, যা বহু শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে। আর রয়েছে পর্যাপ্ত পরিমাণের ফাইবার। এই ফাইবারই আসলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। তাই পেট ভালো রাখতে আপনি রোজ কলা খেতে ভুলবেন না।

শাক খাওয়া দরকার​​

বর্তমানে শাকের নাম শুনলেই নাক সিঁটকোয় বাঙালি। এদিকে বিশেষজ্ঞদের মতে, শাকপাতা আসলে ভিটামিন ও মিনারেলের খনি। ফলে নিয়মিত এই খাবার খেলে দেহের নানা সমস্যা দূর হয়ে যায়। এছাড়া এতে রয়েছে ফাইবার ও বিশেষ রকমের কার্ব। এই দুই উপাদান কিন্তু পেটের জন্য উপকারী। তাই অন্ত্রের খেয়াল রাখতে হলে শাক খাওয়া মাস্ট!

হোল গ্রেইন খাবারেই মুক্তি​​

অন্ত্রের জন্য উপকারী হোল গ্রেইন ফুডস ফুড। এই খাবারের তালিকায় রয়েছে ব্রাউন রাইস, আটা, ডালিয়া, ওটস ইত্যাদি। এই খাবারগুলিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। তাই নিয়মিত হোল গ্রেইন খাবার খেলে পেটের নানা সমস্যা অনায়াসে দূর হয়।

​রোজ পাতে থাকুক টক দই

টক দই হল ফারমেন্টেড ফুড। এই খাবারে থাকে ভালো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য শুধরে দিতে সাহয্য করে। তাই নিয়মিত দই খান। তবে হাই ফ্যাট যুক্ত দুধের তৈরি দই খাবেন না। টক দইয়ে চিনি মিশিয়েও খাবেন না। তবেই উপকার পাবেন।


Low Blood Pressure: হাই প্রেশার কমাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? এই নুন এক চিমটি খেলেই কেল্লাফতে!


Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর